ETV Bharat / state

জলপাইগুড়িতে 15000 ই-রিকশার মধ্যে চলবে 300টি, ক্ষোভ CITU-র - jalpaiguri

আগামী 27 তারিখ থেকে জলপাইগুড়িতে চলবে ই-রিকশা । দেওয়া হবে টোকেন । তবে 15000 ই-রিকশার মধ্য়ে 300 ই-রিকশা চলবে ।

aa
ই-রিক্সা
author img

By

Published : May 24, 2020, 4:52 PM IST

জলপাইগুড়ি, 24 মে: 15000 ই-রিকশার মধ্যে জলপাইগুড়িতে 27 তারিখ থেকে 300 ই-রিক্সা চলবে । আর এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করল CITU । আগামী 27 তারিখ থেকে শর্তসাপেক্ষে ই-রিকশা চলবে জলপাইগুড়িতে । প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করল জলপাইগুড়ি ই-রিকশা চালক ইউনিয়ন ( CITU অনুমোদিত )।

জলপাইগুড়ি ই-রিক্সা চালক ইউনিয়নের জেলা সভাপতি শুভাশিস সরকার এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন । বলেন, "কোতয়ালি থানায় শাসকদলের ই-রিকশা ইউনিয়নকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় 27 তারিখ থেকে 300 ই-রিক্সা চলবে । রাস্তায় ই-রিকশা নামানোর জন্য টোকেন দেওয়া হবে । যাঁদের টোকেন থাকবে না তাঁদের ই-রিকশা টোটো বাজেয়াপ্ত করা হবে । এদিকে জলপাইগুড়িতে CITU ইউনিয়নের দেড় হাজার সদস্যের ই-রিকশা চলে । শহর ও শহরতলিতে মোট 3000 ই-রিকশা চলে । কিন্তু বর্তমানে ই-রিকশা চলবে কেবল 300টা । তাহলে বাকি চালক কী করবেন ?" শুভাশিসবাবু অভিযোগ করেন, "শাসক দলের ইউনিয়ন টাকা নিয়ে টোকেন দেবে বলে শুনেছি । এটা অন্যায় । যদি তাই হয় তাহলে আমরা সকল টোটো চালকদের সঙ্গে থাকব তাঁদের দাবি আদায়ের জন্য । কোতয়ালি থানায় DSP ট্রাফিক, IC, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও শাসক দলের ই-রিকশা ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিলেও আমাদের বৈঠকে ডাকা হয়নি । আমরা বিষয়টির তীব্র প্রতিবাদ করছি ।"

শুভাশিস সরকার বলেন, "জলপাইগুড়িতে 15000 টোটো চলে । তার মধ্যে প্রথম 300 টোটো চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথম 300জনকে টোকেন কে দেবেন? কারা টোকেন পাবেন?" শাসক দলের সমর্থক ছাড়া অন্য কাউকে টোকেন দেওয়া হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন শুভাশিস সরকার । জলপাইগুড়ির CITU অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়নের সম্পাদক অনিল চন্দ্র রায় বলেন, "আমরা কোথায় যাব ? লকডাউনের ফলে আমাদের রুটি-রুজি বিপাকে পড়েছে । আমরা চাই সবাইকে সমানভাবে ই-রিকশা চালানোর অনুমতি দেওয়া হোক । এদিকে শাসক দলের ই-রিকশা টোটো ইউনিয়নের পক্ষ থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলা হয়েছে ।"

জলপাইগুড়ি, 24 মে: 15000 ই-রিকশার মধ্যে জলপাইগুড়িতে 27 তারিখ থেকে 300 ই-রিক্সা চলবে । আর এই সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষোভ প্রকাশ করল CITU । আগামী 27 তারিখ থেকে শর্তসাপেক্ষে ই-রিকশা চলবে জলপাইগুড়িতে । প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করল জলপাইগুড়ি ই-রিকশা চালক ইউনিয়ন ( CITU অনুমোদিত )।

জলপাইগুড়ি ই-রিক্সা চালক ইউনিয়নের জেলা সভাপতি শুভাশিস সরকার এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন । বলেন, "কোতয়ালি থানায় শাসকদলের ই-রিকশা ইউনিয়নকে নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় 27 তারিখ থেকে 300 ই-রিক্সা চলবে । রাস্তায় ই-রিকশা নামানোর জন্য টোকেন দেওয়া হবে । যাঁদের টোকেন থাকবে না তাঁদের ই-রিকশা টোটো বাজেয়াপ্ত করা হবে । এদিকে জলপাইগুড়িতে CITU ইউনিয়নের দেড় হাজার সদস্যের ই-রিকশা চলে । শহর ও শহরতলিতে মোট 3000 ই-রিকশা চলে । কিন্তু বর্তমানে ই-রিকশা চলবে কেবল 300টা । তাহলে বাকি চালক কী করবেন ?" শুভাশিসবাবু অভিযোগ করেন, "শাসক দলের ইউনিয়ন টাকা নিয়ে টোকেন দেবে বলে শুনেছি । এটা অন্যায় । যদি তাই হয় তাহলে আমরা সকল টোটো চালকদের সঙ্গে থাকব তাঁদের দাবি আদায়ের জন্য । কোতয়ালি থানায় DSP ট্রাফিক, IC, পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও শাসক দলের ই-রিকশা ইউনিয়নের সদস্যদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিলেও আমাদের বৈঠকে ডাকা হয়নি । আমরা বিষয়টির তীব্র প্রতিবাদ করছি ।"

শুভাশিস সরকার বলেন, "জলপাইগুড়িতে 15000 টোটো চলে । তার মধ্যে প্রথম 300 টোটো চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রথম 300জনকে টোকেন কে দেবেন? কারা টোকেন পাবেন?" শাসক দলের সমর্থক ছাড়া অন্য কাউকে টোকেন দেওয়া হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন শুভাশিস সরকার । জলপাইগুড়ির CITU অনুমোদিত ই-রিক্সা চালক ইউনিয়নের সম্পাদক অনিল চন্দ্র রায় বলেন, "আমরা কোথায় যাব ? লকডাউনের ফলে আমাদের রুটি-রুজি বিপাকে পড়েছে । আমরা চাই সবাইকে সমানভাবে ই-রিকশা চালানোর অনুমতি দেওয়া হোক । এদিকে শাসক দলের ই-রিকশা টোটো ইউনিয়নের পক্ষ থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.