জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : বয়স মাত্র সাত মাস ৷ কিন্তু, ওজন 9 কেজি ৷ এই বয়সে অন্য শিশুরা হামাগুড়ি কাটলেও ব্রিত কিন্তু এই সব থেকে বহু দূরে ৷ শরীরের ভার ঠিক থাকলেও মাথার ওজন যে প্রায় দ্বিগুণ তার ৷ জন্মের পর থেকেই এই বোঝা বয়ে চলেছে সে ৷ চিকিৎসা যে হবে তার পয়সা কোথায় ? কারণ নুন আনতে পান্তা ফুরায় ব্রিতের পরিবারের ৷ এই অবস্থায় ছোট্ট ব্রিতের চিকিৎসার জন্য সরকারের সাহায্যের আশায় দিন গুনছে তার বাবা-মা ৷
ব্রিত ওঁরাও ৷ মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা সোমড়া ও কিসমা ওঁরাওয়ের এক মাত্র সন্তান ৷ 7 মাস আগে মাল সুপার স্পেশালিটি জন্ম হয় ৷ জন্মের সময়ই দেখা যায় শরীরের তুলনায় মাথার আকৃতি বড় ৷ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন সেই মাথার আকৃতি শরীরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৷ জন্মের পরই চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানে 7 দিন চিকিৎসার পর তাকে কলকাতায় রেফার করা হয় । কলকাতার SSKM হাসপাতালে ৩ দিন চিকিৎসার হয় ৷ চিকিৎসকরা জানান 1 বছর বয়স হলে অপারেশন করা হবে ব্রিতের ।
কিন্তু চিকিৎসা হবে তার পয়সা কোথায় ? সোমড়া পেশায় দিনমজুর ৷ কিসমা বাড়িতেই থাকেন । বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় ৷ কিসমা বলেন, "জন্মের পর ওর মাথাটা খানিকটা আকৃতিতে বড় ছিল ৷ কিন্তু বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে তার মাথায় আকৃতি বাড়ছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে হবে ৷ কিন্তু পয়সা কোথায়? মানুষ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে বা সরকার যদি সাহায্য দেয় তাহলেই সম্ভব হবে ব্রিতের চিকিৎসা ৷"