ETV Bharat / state

অর্থের অভাবে থমকে বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা - অর্থের অভাবে থমকে শিশুর চিকিৎসা

ব্রিত ওঁরাও ৷ মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা সোমড়া ও কিসমা ওঁরাওয়ের এক মাত্র সন্তান৷ 7 মাস আগে মাল সুপার স্পেশালিটি জন্ম হয় তার ৷ জন্মের সময়ই দেখা যায় শরীরের তুলনায় মাথার আকৃতি বড় তার ৷ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন সেই মাথার আকৃতি শরীরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৷

শিশুর চিকিৎসা
author img

By

Published : Sep 1, 2019, 7:13 PM IST

Updated : Sep 1, 2019, 7:37 PM IST

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : বয়স মাত্র সাত মাস ৷ কিন্তু, ওজন 9 কেজি ৷ এই বয়সে অন্য শিশুরা হামাগুড়ি কাটলেও ব্রিত কিন্তু এই সব থেকে বহু দূরে ৷ শরীরের ভার ঠিক থাকলেও মাথার ওজন যে প্রায় দ্বিগুণ তার ৷ জন্মের পর থেকেই এই বোঝা বয়ে চলেছে সে ৷ চিকিৎসা যে হবে তার পয়সা কোথায় ? কারণ নুন আনতে পান্তা ফুরায় ব্রিতের পরিবারের ৷ এই অবস্থায় ছোট্ট ব্রিতের চিকিৎসার জন্য সরকারের সাহায্যের আশায় দিন গুনছে তার বাবা-মা ৷

ব্রিত ওঁরাও ৷ মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা সোমড়া ও কিসমা ওঁরাওয়ের এক মাত্র সন্তান ৷ 7 মাস আগে মাল সুপার স্পেশালিটি জন্ম হয় ৷ জন্মের সময়ই দেখা যায় শরীরের তুলনায় মাথার আকৃতি বড় ৷ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন সেই মাথার আকৃতি শরীরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৷ জন্মের পরই চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানে 7 দিন চিকিৎসার পর তাকে কলকাতায় রেফার করা হয় । কলকাতার SSKM হাসপাতালে ৩ দিন চিকিৎসার হয় ৷ চিকিৎসকরা জানান 1 বছর বয়স হলে অপারেশন করা হবে ব্রিতের ।

কিন্তু চিকিৎসা হবে তার পয়সা কোথায় ? সোমড়া পেশায় দিনমজুর ৷ কিসমা বাড়িতেই থাকেন । বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় ৷ কিসমা বলেন, "জন্মের পর ওর মাথাটা খানিকটা আকৃতিতে বড় ছিল ৷ কিন্তু বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে তার মাথায় আকৃতি বাড়ছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে হবে ৷ কিন্তু পয়সা কোথায়? মানুষ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে বা সরকার যদি সাহায্য দেয় তাহলেই সম্ভব হবে ব্রিতের চিকিৎসা ৷"

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : বয়স মাত্র সাত মাস ৷ কিন্তু, ওজন 9 কেজি ৷ এই বয়সে অন্য শিশুরা হামাগুড়ি কাটলেও ব্রিত কিন্তু এই সব থেকে বহু দূরে ৷ শরীরের ভার ঠিক থাকলেও মাথার ওজন যে প্রায় দ্বিগুণ তার ৷ জন্মের পর থেকেই এই বোঝা বয়ে চলেছে সে ৷ চিকিৎসা যে হবে তার পয়সা কোথায় ? কারণ নুন আনতে পান্তা ফুরায় ব্রিতের পরিবারের ৷ এই অবস্থায় ছোট্ট ব্রিতের চিকিৎসার জন্য সরকারের সাহায্যের আশায় দিন গুনছে তার বাবা-মা ৷

ব্রিত ওঁরাও ৷ মেটেলি ব্লকের বড়োদিঘি চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা সোমড়া ও কিসমা ওঁরাওয়ের এক মাত্র সন্তান ৷ 7 মাস আগে মাল সুপার স্পেশালিটি জন্ম হয় ৷ জন্মের সময়ই দেখা যায় শরীরের তুলনায় মাথার আকৃতি বড় ৷ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন সেই মাথার আকৃতি শরীরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৷ জন্মের পরই চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানে 7 দিন চিকিৎসার পর তাকে কলকাতায় রেফার করা হয় । কলকাতার SSKM হাসপাতালে ৩ দিন চিকিৎসার হয় ৷ চিকিৎসকরা জানান 1 বছর বয়স হলে অপারেশন করা হবে ব্রিতের ।

কিন্তু চিকিৎসা হবে তার পয়সা কোথায় ? সোমড়া পেশায় দিনমজুর ৷ কিসমা বাড়িতেই থাকেন । বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় ৷ কিসমা বলেন, "জন্মের পর ওর মাথাটা খানিকটা আকৃতিতে বড় ছিল ৷ কিন্তু বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে তার মাথায় আকৃতি বাড়ছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন করতে হবে ৷ কিন্তু পয়সা কোথায়? মানুষ যদি সাহায্যের জন্য এগিয়ে আসে বা সরকার যদি সাহায্য দেয় তাহলেই সম্ভব হবে ব্রিতের চিকিৎসা ৷"

Intro:Body:শরীরের তুলনায় মাথা প্রায় দ্বিগুন।দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চা শ্রমিক পরিবারের এক মাত্র সন্তান।চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন।সামান্য দিনমজুরি করে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থার মাঝেই ছেলের চিকিৎসা করিয়ে চলেছেন কোনোরকমে।এই মুহুর্তে চিকিৎসা করাতে প্রয়োজন প্রচুর টাকা পয়সার।তাই ছেলের চিকিৎসার জন্য মানুষের সাহায্যের আশায় দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ডুয়ার্সের আদিবাসী দম্পতি।মেটেলি ব্লকের বড়োদিঘী চা বাগানের মুন্সি লাইনের বাসিন্দা সোমড়া ওঁরাও ও কিসমা ওঁরাও এর একমাত্র ছেলে সন্তান ব্রিত ওঁরাও এই দুরারোগ্য রোগে আক্রান্ত।বয়স মাত্র ৭ মাস।তার শরীরের তুলনায় মাথার আকার অনেকটা বড়ো।
গত ৭ মাস আগে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে জন্ম হওয়ার পর থেকেই সে অসুস্থ ছিল ব্রিত।জন্মের পর তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর তাকে ওখান থেকে রেফার করা হয় কলকাতায়।এরপর তারা একমাত্র সন্তান কে নিয়ে যায় কলকাতার এস এস কে এম হাসপাতালে।সেখানে ৩ দিন চিকিৎসার পর চিকিৎসকের পক্ষ থেকে জানায় ১বছর বয়সের পর অপারেশন করা হবে বলে পরিবারের ত্রফে জানানো হয়েছে।জন্মের সময় তার ওজন ২.২০০ কেজি হলেও এখন ৭ মাসে তার ওজন ৯ কেজি।
ঐ শিশুর বাবা সোমড়া ওঁরাও বাইরে দিন মজুরের কাজ করে।মা কিসমা ওঁরাও বাড়িতেই থাকে।তার মা কিসমা ওরাও জানান বয়স বাড়ার সাথে সাথে ছেলের মাথার আকারও বড় হচ্ছে। আর্থিক অভাবে বেসরকারি ভাবে তার চিকিৎসা করাতে পারছি না।এখন অপেক্ষায় রয়েছি যদি কেউ সাহায্য করে তাহলে দ্রুত চিকিৎসা করানো সম্ভব। Conclusion:
Last Updated : Sep 1, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.