জলপাইগুড়ি, 24 ডিসেম্বর : কেক ছাড়া বড়দিন ! ভাবাই যায় না । এবার ক্রিসমাসের দিনই নিলামে উঠতে চলেছে চন্দ্রযান 2 । অবাক লাগছে? হ্যাঁ, হুবহু চন্দ্রযান 2-এর আদলেই ক্রিসমাস কেক বানিয়ে ফেলেছে জলপাইগুড়ির লর্ডস বেকারি । আর 25 ডিসেম্বর সেই কেকই উঠতে চলেছে নিলামে ।
24 ঘন্টার মধ্যেই চন্দ্রযান 2 বানিয়ে ফেলেছেন কেকের কারিগর অমল সরকার । চন্দ্রযান 2-এর সফল উৎক্ষেপণের স্মৃতিতেই জলপাইগুড়ির কেক প্রস্তুতকারী সংস্থা লর্ডস বেকারি চন্দ্রযান 2-এর আদলে কেক তৈরি করেছে । সেই কেকের দাম 15 হাজার টাকা রেখেছেন কেক প্রস্তুতকারীরা । জলপাইগুড়ির বাবু পাড়ার এই কেক প্রস্ততকারী সংস্থা লর্ডস বেকারির মালিক রঞ্জনা সাহা জানান, প্রতিবারই তাঁরা বড়দিনে বড় আকারের তৈরি করেন । এবারও চন্দ্রযান 2-এর আদলে কেক তৈরি করেছেন তাঁরা । বড়দিনের দিন তাঁরা কেকটি নিলামে তোলা হবে ।
এর আগেও সার্কিট বেঞ্চ, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ বিভিন্ন আদলে কেক তৈরি করে নজর কেড়েছিল জলপাইগুড়ির লর্ডস বেকারি । এবছরের এই বিশেষ চন্দ্রযান 2 কেকটির ওজন প্রায় 50 পাউন্ড, আড়াই কেজি কাজু, দুই কেজি কিসমিস, মোরব্বা, 120টি ডিম, বাটার, ক্রিম ইত্যাদি দিয়ে বানান হয়েছে চন্দ্রযান 2 । কেক নির্মাতা অমল সরকার জানান, 24 ঘন্টা সময় ধরে তিনি খুব যত্ন সহকারে চন্দ্রযান 2-এর আদলে কেক বানিয়েছেন । তিনি বলেন, "দাম আমাদের কাছে উদ্দেশ্য নয় । সবাই দোকানে আসছে, কেকটি দেখতে এটাই বড় প্রাপ্তি ।" এছাড়াও, শিশুদের আকৃষ্ট করতে মিকি মাউস, ছোটা ভীম সহ বিভিন্ন কার্টুনের আদলে কেক তৈরি করে করেছে লর্ডস বেকারি ।