ETV Bharat / state

Allegations of Irregularities in Central Project : জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রকল্পের স্থানে রাজ্যের নাম, পরিদর্শনে দিল্লির প্রতিনিধি - central team

কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বাড়ি ৷ অথচ লেখা বাংলার আবাস যোজনা । কেন্দ্রীয় প্রতিনিধি আসার আগে বাড়ির বোর্ড মুছে দেওয়ার অভিযোগ বিডিও অফিসের বিরুদ্ধে । কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দে বাড়ি হলেও কোথায় নেই তার উল্লেখ । কোথাও আবার অর্থ বরাদ্দ ও বর্ষ ভুল । একাধিক প্রশ্নের মুখে খড়িয়া গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ । জলপাইগুড়িতে পরিদর্শনে এসে এমনটাই দেখল কেন্দ্রীয় প্রতিনিধিদল (Central Team Investigating Allegations of Irregularities in Central Project)।

Allegations of Irregularities in Central Project
Allegations of Irregularities in Central Project
author img

By

Published : Mar 12, 2022, 5:24 PM IST

Updated : Mar 12, 2022, 5:57 PM IST

খড়িয়া (জলপাইগুড়ি), 12 মার্চ : একশো দিনের কাজে অনিয়মের অভিযোগে আগেই উঠেছিল জলপাইগুড়িতে (Central Team Investigating Allegations of Irregularities in Central Project) ৷ তার তদন্ত করতে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কী না তা দেখতে এদিন জলপাইগুড়িতে আসে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল । জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামন্নোয়নের কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে । খড়িয়া গ্রাম পঞ্চায়েতে যান তিনি । এরপর তিনি ব্রক্ষ্মতর পাড়া-সহ পুরাতন পান্ডাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পরিদর্শন করেন ।

কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চলছে, এই অভিযোগগুলি জমা দিয়েছেন ২০ জন সাংসদ । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য তথা জেলা প্রশাসনকে যে চিঠি পাঠানো হয়েছে, তার শুরুতেই লেখা হয়েছে, যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়ে রাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে । এর আগে কেন্দ্রীয় প্রকল্প, একশো দিনের কাজে মজুরি বিলি-সহ গ্রামীণ সম্পদ তৈরি সব নিয়েই একাধিক অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়ে ।

আরও পড়ুন : East West Metro Service : 15 থেকে 17 মার্চ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

আজ কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে গিয়ে দেখেন শৌচাগার নির্মাণের কথা থাকলেও সেটা বরাদ্দে করা হয়নি । এমনকি বাড়ি নির্মাণ হলেও কোন প্রকল্পে বাড়ি নির্মাণ, তা লেখা নেই । কোনও কোনও বাড়িতে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে গিয়ে প্রকল্পের নাম মুছে দেওয়া হয়েছে ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলার আবাস যোজনা লেখা ছিল ৷ তাই কেন্দ্রীয় প্রতিনিধি আসার আগে তা মুছে দেওয়া হয়ে বলে অভিযোগ । আবার কারও বাড়ির সামনেই কেন্দ্রীয় সরকারে প্রকল্পের নাম লেখা রয়েছে ।

জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রকল্পের স্থানে রাজ্যের নাম, পরিদর্শনে দিল্লির প্রতিনিধি

কৃষ্ণকান্ত চৌবে রাজ্য সরকারের প্রতিনিধিদের বলেন, "কাউকে অসম্মান করা এই বোর্ডে লাগানোর উদ্দেশ্যে নয় । কেউ সরকারি বাড়ি পেলেই প্রকল্পের নাম বাড়ির এক কোণায় লেখা যেতে পারে । তাই বলে বাড়ির সামনে নয় ।"

আরও পড়ুন :Massive fire in Gokulpuri : দিল্লির গোকুলপুরীর বস্তিতে ভয়াবহ আগুন, মৃত 7

মাধবি বর্মন নামে কেন্দ্রীয় প্রকল্পের এক উপভোক্তা বলেন, "ছ’মাসের ওপরে এই বাড়িটা তৈরি হয়েছে ৷ বিডিও অফিসের লোক এসে চার-পাঁচদিন আগে আমি বাড়ি ছিলাম না, সেই সময় নামটা মুছে দিয়ে গেছে ৷"

মাধবি বর্মনকে জিজ্ঞেস করা হলে প্রকল্পের নাম তিনি ঠিক করে বলতে পারেননি ৷ এমনকী এটি রাজ্য না কেন্দ্রীয় প্রকল্প, সেটাও অজানা তাঁর ৷

আরও পড়ুন : Crocodile in pond : কুলতলিতে গৃহস্থের পুকুরে কুমির ! আতঙ্কে গ্রামবাসী

জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজও দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা বলে জানা গিয়েছে ।

খড়িয়া (জলপাইগুড়ি), 12 মার্চ : একশো দিনের কাজে অনিয়মের অভিযোগে আগেই উঠেছিল জলপাইগুড়িতে (Central Team Investigating Allegations of Irregularities in Central Project) ৷ তার তদন্ত করতে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে ।

কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কাজ ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কী না তা দেখতে এদিন জলপাইগুড়িতে আসে কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল । জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামন্নোয়নের কাজ খতিয়ে দেখতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে । খড়িয়া গ্রাম পঞ্চায়েতে যান তিনি । এরপর তিনি ব্রক্ষ্মতর পাড়া-সহ পুরাতন পান্ডাপাড়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পরিদর্শন করেন ।

কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চলছে, এই অভিযোগগুলি জমা দিয়েছেন ২০ জন সাংসদ । কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য তথা জেলা প্রশাসনকে যে চিঠি পাঠানো হয়েছে, তার শুরুতেই লেখা হয়েছে, যে অভিযোগগুলি জমা পড়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ । বিস্তারিত তদন্ত প্রয়োজন বলে জানিয়ে রাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে । এর আগে কেন্দ্রীয় প্রকল্প, একশো দিনের কাজে মজুরি বিলি-সহ গ্রামীণ সম্পদ তৈরি সব নিয়েই একাধিক অভিযোগ কেন্দ্রের কাছে জমা পড়ে ।

আরও পড়ুন : East West Metro Service : 15 থেকে 17 মার্চ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

আজ কেন্দ্রীয় প্রতিনিধি কৃষ্ণকান্ত চৌবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে গিয়ে দেখেন শৌচাগার নির্মাণের কথা থাকলেও সেটা বরাদ্দে করা হয়নি । এমনকি বাড়ি নির্মাণ হলেও কোন প্রকল্পে বাড়ি নির্মাণ, তা লেখা নেই । কোনও কোনও বাড়িতে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে গিয়ে প্রকল্পের নাম মুছে দেওয়া হয়েছে ।

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলার আবাস যোজনা লেখা ছিল ৷ তাই কেন্দ্রীয় প্রতিনিধি আসার আগে তা মুছে দেওয়া হয়ে বলে অভিযোগ । আবার কারও বাড়ির সামনেই কেন্দ্রীয় সরকারে প্রকল্পের নাম লেখা রয়েছে ।

জলপাইগুড়িতে কেন্দ্রীয় প্রকল্পের স্থানে রাজ্যের নাম, পরিদর্শনে দিল্লির প্রতিনিধি

কৃষ্ণকান্ত চৌবে রাজ্য সরকারের প্রতিনিধিদের বলেন, "কাউকে অসম্মান করা এই বোর্ডে লাগানোর উদ্দেশ্যে নয় । কেউ সরকারি বাড়ি পেলেই প্রকল্পের নাম বাড়ির এক কোণায় লেখা যেতে পারে । তাই বলে বাড়ির সামনে নয় ।"

আরও পড়ুন :Massive fire in Gokulpuri : দিল্লির গোকুলপুরীর বস্তিতে ভয়াবহ আগুন, মৃত 7

মাধবি বর্মন নামে কেন্দ্রীয় প্রকল্পের এক উপভোক্তা বলেন, "ছ’মাসের ওপরে এই বাড়িটা তৈরি হয়েছে ৷ বিডিও অফিসের লোক এসে চার-পাঁচদিন আগে আমি বাড়ি ছিলাম না, সেই সময় নামটা মুছে দিয়ে গেছে ৷"

মাধবি বর্মনকে জিজ্ঞেস করা হলে প্রকল্পের নাম তিনি ঠিক করে বলতে পারেননি ৷ এমনকী এটি রাজ্য না কেন্দ্রীয় প্রকল্প, সেটাও অজানা তাঁর ৷

আরও পড়ুন : Crocodile in pond : কুলতলিতে গৃহস্থের পুকুরে কুমির ! আতঙ্কে গ্রামবাসী

জলপাইগুড়ির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজও দেখবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা বলে জানা গিয়েছে ।

Last Updated : Mar 12, 2022, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.