ETV Bharat / state

CBI Summons Shashank Roy Basunia: চিটফান্ড মামলায় তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব সিবিআইয়ের - শশাঙ্ক রায় বসুনিয়া

চিটফান্ড মামলায় জলপাইগুড়ির তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করল সিবিআই (CBI Summons Jalpaiguri TMC Leader Shashank Roy Basunia) ৷ জানা গিয়েছে, আগামী 11 নভেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তাঁকে হাজির হতে বলা হয়েছে ।

cbi-summons-jalpaiguri-tmc-leader-shashank-roy-basunia-on-chit-fund-case
cbi-summons-jalpaiguri-tmc-leader-shashank-roy-basunia-on-chit-fund-case
author img

By

Published : Nov 9, 2022, 2:13 PM IST

জলপাইগুড়ি, 9 নভেম্বর: একটি চিটফান্ড মামলায় ময়নাগুড়ির তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করল সিবিআই (CBI Summons Jalpaiguri TMC Leader Shashank Roy Basunia) ৷ আগামী 11 নভেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে শশাঙ্ক রায় বসুনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ 2011 সালে ময়নাগুড়িতে ‘শিবশঙ্কর অ্যাগ্রো’ নামে একটি চিটফান্ড সংস্থার রমরমা ছিল ৷ সেই চিটফান্ড সংস্থার সঙ্গে শশাঙ্ক রায় বসুনিয়ার যোগ রয়েছে বলে সিবিআইয়ের দাবি ৷ সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

2011 সালে ময়নাগুড়িতে ‘শিবশঙ্কর অ্যাগ্রো’ নামে একটি চিটফান্ড সংস্থা চালু হয় ৷ যেখানে জলপাইগুড়ির বহু মানুষ বিনিয়োগ করেছিল ৷ ওই চিটফান্ড সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ ৷ ময়নাগুড়ির সুভাষনগরে শিবশঙ্কর অ্যাগ্রো নামে ওই চিটফান্ড সংস্থার অফিস খোলা হয়েছিল ৷ সেই অফিস থেকেই সব কাজ পরিচালনা করা হত ৷ অভিযোগ গ্রামেগঞ্জের প্রচুর মানুষের টাকা এই চিটফান্ড সংস্থা আত্মসাৎ করেছিল ৷ আর এই সংস্থার সঙ্গে তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক

ময়নাগুড়ি জল্পেশ মোড়ের বাসিন্দা শশাঙ্ক রায় বসুনিয়ার আগে তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি 2 ব্লকের সভাপতি ছিলেন ৷ পরবর্তী সময়ে তাঁকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয় ৷ শশাঙ্কর ছেলে তৃণমূল কংগ্রেস পরিচালিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি ৷

জলপাইগুড়ি, 9 নভেম্বর: একটি চিটফান্ড মামলায় ময়নাগুড়ির তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করল সিবিআই (CBI Summons Jalpaiguri TMC Leader Shashank Roy Basunia) ৷ আগামী 11 নভেম্বর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে শশাঙ্ক রায় বসুনিয়াকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ 2011 সালে ময়নাগুড়িতে ‘শিবশঙ্কর অ্যাগ্রো’ নামে একটি চিটফান্ড সংস্থার রমরমা ছিল ৷ সেই চিটফান্ড সংস্থার সঙ্গে শশাঙ্ক রায় বসুনিয়ার যোগ রয়েছে বলে সিবিআইয়ের দাবি ৷ সেই সূত্রেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

2011 সালে ময়নাগুড়িতে ‘শিবশঙ্কর অ্যাগ্রো’ নামে একটি চিটফান্ড সংস্থা চালু হয় ৷ যেখানে জলপাইগুড়ির বহু মানুষ বিনিয়োগ করেছিল ৷ ওই চিটফান্ড সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ ৷ ময়নাগুড়ির সুভাষনগরে শিবশঙ্কর অ্যাগ্রো নামে ওই চিটফান্ড সংস্থার অফিস খোলা হয়েছিল ৷ সেই অফিস থেকেই সব কাজ পরিচালনা করা হত ৷ অভিযোগ গ্রামেগঞ্জের প্রচুর মানুষের টাকা এই চিটফান্ড সংস্থা আত্মসাৎ করেছিল ৷ আর এই সংস্থার সঙ্গে তৃণমূল নেতা শশাঙ্ক রায় বসুনিয়া সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বাড়িতে উদ্ধার দেশি বন্দুক

ময়নাগুড়ি জল্পেশ মোড়ের বাসিন্দা শশাঙ্ক রায় বসুনিয়ার আগে তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ি 2 ব্লকের সভাপতি ছিলেন ৷ পরবর্তী সময়ে তাঁকে জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয় ৷ শশাঙ্কর ছেলে তৃণমূল কংগ্রেস পরিচালিত ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.