কলকাতা, 4 সেপ্টেম্বর: আগামিকাল মঙ্গলবার রাজ্যে আবারও নির্বাচন । জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে । মোট বুথের সংখ্যা 260 ৷ তার মধ্যে 150টি বুথ অতি স্পর্শকাতর । এমনটাই খবর মিলেছে জাতীয় নির্বাচন কমিশনের সূত্র থেকে ।
কমিশনের সূত্র থেকে আরও জানা গিয়েছে, 110টি বুথে থাকছে সিসিটিভির নজরদারি । মোট 260টি বুথের মধ্যে দু’টি বুথ সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে । মোতায়ন করা হয়েছে 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ যে সমস্ত জায়গায় এক বা দু’টি বুথ থাকবে, সেখানে ন্যূনতম এক সেকশন অর্থাৎ আট জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে । যেখানে তিন বা চারটি বুথ থাকবে, সেখানে ন্যূনতম দুই সেকশন অর্থাৎ 16 জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে ।
মোট প্রার্থী সংখ্যা সাত ৷ এর মধ্যে পুরুষ পাঁচজন ও মহিলা দু’জন । তবে মূল লড়াই হচ্ছে বিজেপি ও তৃণমূলের মধ্যে ৷ বিজেপি প্রার্থী করেছে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে ৷ আর তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে পেশায় শিক্ষক নির্মলচন্দ্র রায়কে ৷ এই কেন্দ্রে 2021 সালে জিতেছিলেন বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায় ৷ সম্প্রতি তিনি প্রয়াত হন ৷ সেই কারণে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হয় ৷
সকাল 7টা থেকে সন্ধে সাড়ে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া । উপ-নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 2 লক্ষ 69 হাজার 416 । মোট সংখ্যার মধ্যে পুরুষ ভোটার 1 লক্ষ 38 হাজার 90 ও মহিলা ভোটার 1 লক্ষ 31 হাজার 324 ।
ভোট প্রক্রিয়া চালাতে থাকছেন 40 জন মাইক্রো অবজারভার থাকছেন । 27টি কুইক রেসপন্স টিম বা কিউআরটি । বুথে ভোটারদের লাইন ঠিক করার জন্য রাজ্যের সশস্ত্র পুলিশ ও লাঠি ধারি পুলিশ থাকবে । এছাড়া তাঁরা আইনশৃঙ্খলার বিষয়গুলিও নিশ্চিত করবেন । সোমবার সন্ধে সাড়ে 6টা থেকে বুথের 100 মিটারের মধ্যে জারি থাকছে 144 ধারা ।
আরও পড়ুন: মঙ্গলবার ধূপগুড়ির উপনির্বাচন, জলপাইগুড়িতে চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের
অন্যদিকে আগের বিধানসভা নির্বাচন ও তার পর সাম্প্রতিককালে শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে ভোটকর্মীদের সুবিধার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলা হবে । হেল্প ডেস্কের নম্বর দু’টি হল - 8910733763 (সুদীপ চাঁদ) ও 9732978668 (দেবব্রত মুখোপাধ্যায়) ৷