ধুপগুড়ি, 17 মে : জলপাইগুড়ির ধুপগুড়ির কাছে উলটে গেল পরিযায়ী শ্রমিকদের বাস । তিন শিশু সহ আহত হয়েছে 15 জন । যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক । চিকিৎসা চলছে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে । প্রত্যেকেই বিহারের শাহুডাঙি এলাকা থেকে কোচবিহারে ফিরছিলেন বলে জানা গেছে ।
কোচবিহারের ওই শ্রমিকরা তাঁদের পরিবার নিয়ে থাকতেন বিহারের শাহুডাঙি এলাকায় । সেখানেই একটি ইটভাটায় কাজ করতেন । কিন্তু লকডাউনের জেরে কাজ হারান তাঁরাও । তাই গতরাতে বিহার থেকে বাসে কোচবিহারের দিনহাটায় ফিরছিলেন তাঁরা । কিন্তু জলপাইগুড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়নজুলিতে পড়ে যায় । বাসটিতে 30 জন ছিল । তাদের মধ্যে তিন শিশু ও চার মহিলা সহ 15 জন আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ । পৌঁছায় দমকল বাহিনী । শুরু হয় উদ্ধারকাজ । 15 জনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের । একজনের অবস্থা আশঙ্কাজনক ।
শ্রমিকদের অভিযোগ, "বাসের চালক মদ্যপান করেছিলেন । ঘটনার পর তিনি পালিয়ে যান ।" এদিকে পুলিশ গতরাতেই বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । চিকিৎসাধীন ছাড়া বাকিদের গন্তব্যে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে তারা ।