জলপাইগুড়ি , 18 মে : মাঝেমধ্যেই জলপাইগুড়ি কোভিড হাসপাতাল নিয়ে নানা অভিযোগ ওঠে। কোভিড হাসপাতাল থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে ৷ কোভিড হাসপাতাল থেকে রোগী পালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন অনগ্রসর শ্রেণীকল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক। তিনি বলেন, "কোভিড হাসপাতাল থেকে যাতে কোনও রোগী আর পালিয়ে যেতে না পারেন তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ কোভিড হাসপাতালে নিরাপত্তার জোরদার করা হয়েছে। বাইরের কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না। নিরপত্তার গাফিলতির জন্যই রোগী পালিয়েছিল ৷" এই ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী ৷
জলপাইগুড়ি জেলার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিন জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে আসেন । আধিকারিকদের সঙ্গে জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বর্তমান পরিস্থিতি সহ অক্সিজেনের জোগান ঠিক মত আছে কিনা তা নিয়ে খুঁটিয়ে আলোচনা করেন। মন্ত্রী জানান, জেলাজুড়েই কোভিডের সঙ্গে মোকাবিলা করার জন্য স্বাস্থ্য দফতর প্রস্তুত আছে। কোনও খামতি নেই।
পাশাপাশি তিনি বলেন, "চা বাগানের অবস্থাও এখন অনেক ভাল। চা বাগানের যখন যেমন দরকার তখন সেই ব্যবস্থা নেওয়া হবে। আগে চা বাগানের হাসপাতালগুলোকে সেফ হোম বানানো হয়েছিল। এখন আর তার দরকার পড়ছে না। পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। চা বাগানে শ্রমিকদের বলে দেওয়া হয়েছে এবং সচেতন করা হয়েছে, তাঁরা যেন কোভিড স্বাস্থ্যবিধি মেনে চা বাগানে কাজ করেন।"
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের
এদিন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের থেকে মন্ত্রীর কাছে আবেদন করা হয়, যাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে ও সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ৷