ETV Bharat / state

2 দিনের সফরে উত্তরবঙ্গে বিএসএফের ডিজি রাকেশ আস্থানা

ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর দিয়ে বাংলাদেশের দহগ্রাম ও অঙ্গারপোতার বাসিন্দারা যাতায়াত করেন । এই ভূখণ্ড ভারতের অন্তর্গত । পরিরদর্শনের সময় বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাকেশ আস্থানা । তাঁকে পুস্পস্তবক দিয়ে সম্মান জানান বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডার ৷

author img

By

Published : Jul 10, 2021, 10:31 PM IST

NORTH BENGAL
NORTH BENGAL

জলপাইগুড়ি, 10 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শনের জন্য দুদিনের সফরে উত্তরবঙ্গে এলেন বিএসএফের ডিজি রাকেশ আস্থানা । বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি বিওপির উদ্বোধন করে তিনি । এছাড়াও 120 জন জওয়ানদের থাকার জন্য আবাসেরও উদ্বোধন করেন ।

রাকেশ আস্থানা হেলিকপ্টারে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনবিঘা করিডর পরিদর্শনে যান । হেঁটে তিনবিঘা করিডর পরিদর্শন করেন রাকেশ আস্থানা । সেখান বিএসএফের জওয়ানদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি । এছাড়াও তিনবিঘা করিডোরে বৃক্ষরোপণ করেন ।

ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর দিয়ে বাংলাদেশের দহগ্রাম ও অঙ্গারপোতার বাসিন্দারা যাতায়াত করেন । এই ভূখণ্ড ভারতের অন্তর্গত । পরিরদর্শনের সময় বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাকেশ আস্থানা । তাঁকে পুস্পস্তবক দিয়ে সম্মান জানান বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডার ৷

আরও পড়ুন : বরফের চাঁই নিয়ে চৌবাচ্চায় কে খেলছে...

সীমান্ত সফরে রাকেশ আস্থানার সঙ্গে ছিলেন BSF এর পুর্ব কমান্ডের স্পেশাল ডিজি পঙ্কজ কুমার সিং, উত্তরবঙ্গের আইজি রবি গান্ধি সহ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আধিকারিকরা । ভারত বাংলাদেশ সীমান্তে জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য তিনি দুই দিনের পরিদর্শনে এসেছেন বলে BSF সূত্রে জানা গেছে । উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের রায়গঞ্জ, কিষানগঞ্জ, জলপাইগুড়ি সেক্টরের আধিকারিকদের সঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন রাকেশ আস্থানা ।

জলপাইগুড়ি, 10 জুলাই : ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শনের জন্য দুদিনের সফরে উত্তরবঙ্গে এলেন বিএসএফের ডিজি রাকেশ আস্থানা । বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্তে দুটি বিওপির উদ্বোধন করে তিনি । এছাড়াও 120 জন জওয়ানদের থাকার জন্য আবাসেরও উদ্বোধন করেন ।

রাকেশ আস্থানা হেলিকপ্টারে ভারত-বাংলাদেশ সীমান্তে তিনবিঘা করিডর পরিদর্শনে যান । হেঁটে তিনবিঘা করিডর পরিদর্শন করেন রাকেশ আস্থানা । সেখান বিএসএফের জওয়ানদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি । এছাড়াও তিনবিঘা করিডোরে বৃক্ষরোপণ করেন ।

ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘা করিডর দিয়ে বাংলাদেশের দহগ্রাম ও অঙ্গারপোতার বাসিন্দারা যাতায়াত করেন । এই ভূখণ্ড ভারতের অন্তর্গত । পরিরদর্শনের সময় বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাকেশ আস্থানা । তাঁকে পুস্পস্তবক দিয়ে সম্মান জানান বাংলাদেশ বর্ডার গার্ডসের কমান্ডার ৷

আরও পড়ুন : বরফের চাঁই নিয়ে চৌবাচ্চায় কে খেলছে...

সীমান্ত সফরে রাকেশ আস্থানার সঙ্গে ছিলেন BSF এর পুর্ব কমান্ডের স্পেশাল ডিজি পঙ্কজ কুমার সিং, উত্তরবঙ্গের আইজি রবি গান্ধি সহ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আধিকারিকরা । ভারত বাংলাদেশ সীমান্তে জওয়ানদের মনোবল বাড়ানোর জন্য তিনি দুই দিনের পরিদর্শনে এসেছেন বলে BSF সূত্রে জানা গেছে । উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের রায়গঞ্জ, কিষানগঞ্জ, জলপাইগুড়ি সেক্টরের আধিকারিকদের সঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন রাকেশ আস্থানা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.