মালবাজার, 20 অগস্ট: নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে বিপত্তি ৷ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার থানার তেসিমালা এলাকায়। জানা গিয়েছে, তেসিমালা 7 নম্বর কালীবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়ির নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের শাটারিং খোলার কাজে যান সায়িদ হক (20) এবং আমিনুর ইসলাম (24) নামে দুই ভাই। সর্ম্পকে খুড়তুতো ভাই আমিনুর এবং সায়িদ পেশায় রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সায়িদ ট্যাঙ্কের ভিতরে শাটারিং খুলতে গেলে তা ভেঙে পড়ে তাঁর উপর। বিষয়টি দেখেই আমিনুর ভাইকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লে সেপটিক ট্যাঙ্কের ভিতরে জমে থাকা গ্যাসে অচেতন হয়ে পড়েন তিনি । তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে মালবাজারের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ট্যাঙ্কের ভিতরে জমে থাকা জল পাম্প দিয়ে বের করে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন দুই ভাইকে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
মৃত দুই ভাইয়ের বাড়ি তেসিমালা গুয়াবাড়ি এলাকায়। মালবাজার থানার আইসি সুজিত লামা জানিয়েছেন, মৃতরা সর্ম্পকে আত্মীয়। দেহদু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। ঘটনাস্থলে আসে মাল থানার পুলিশও। তেসিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল তৃণমূল সভাপতি ওয়েরেসুল অম্বিয়া বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা। দুই ভাই একই বাড়িতে থাকত। আজ সকালে সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে ভিতরে পড়ে গিয়ে মারা গিয়েছে। আমরা ওই পরিবারের পাশে আছি।"
তৃণমূল যুব কংগ্রেসের নেতা ও পঞ্চায়েত সমিতির সদস্য আরমান আরসাদ খবর পেয়েই ঘটনাস্থলে যান। তিনি বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একই বাড়ির দুই ভাই মারা গিয়েছে। পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা করছে। আমরা ওদের পরিবারের সঙ্গে আছি।ঠ
আরও পড়ুন: ধসে মৃত বেড়ে 17, হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস নাড্ডার