ETV Bharat / state

Jalpaiguri Tourist Spot: অরণ্যে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা, নতুন ডেস্টিনেশন গাজোলডোবায় নৌকাবিহার

গাজোলডোবা ৷ উত্তরবঙ্গে এখন পর্যটকদের নতুন ডেস্টিনেশন এটাই৷ পাহাড় ও জঙ্গলের বাইরে গ্রাম্য পরিবেশে নৌকাবিহার করতে গাজোলডোবায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা(Boating in Gajoldoba is New tourist Destination)৷ সঙ্গে উপরিপাওনা পাখিবিতানে বিভিন্ন পাখির সমাহার ৷ তাই নতুন এই জায়গায় একবার ঘুরে আসতেই পারেন ৷

Etv Bharat
গাজোলডোবায় নৌকাবিহার
author img

By

Published : Aug 30, 2022, 10:46 PM IST

জলপাইগুড়ি, 30 অগস্ট: তিনমাসের জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে । তাই এই মুহূর্তে পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে গাজোলডোবা(New Tourist Destination in Jalpaiguri)। নৌকাবিহারের মজা নিতে এখন সেখানেই পর্যটকরা ভিড় করছেন ।

মাঝিদের কথায়, জঙ্গল বন্ধ হয়েছে তো কী ? গাজোলডোবায় নৌকাবিহারের মজা নিতে পর্যটকরা আসতেই পারেন ৷ তাতে আমাদেরও রোজগার হবে আর পর্যটকরাও পাহাড় ও জঙ্গলের বাইরে একটু অন্য স্বাদ উপভোগ করতে পারবেন । গাজোলডোবা বর্তমানে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন(Jalpaiguri Tourist Spot)বলা যেতে পারে । তিস্তার উপর গাজোলডোবা ব্যারেজকে কেন্দ্র করে এখানে প্রচুর পর্যটক এসে থাকেন ৷

অন্যদিকে, পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো তো রয়েইছে । তার পাশেই পাখি বিতান অভয়ারণ্য(boating in Gajoldoba is New Tourist Destination in Jalpaiguri)। সারাবছরই কম বেশি পাখি এখানে থাকে । বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তো দেশ-বিদেশের প্রচুর পাখি এখানে আসে ৷ সেই সময়ে পাখি দেখার জন্য প্রচুর পর্যটক আসেন । অন্যান্য সময়ে গাজোলডোবায় নৌকাবিহার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে । এর উপর প্রচুর মানুষের রুটিরুজি নির্ভর করে ।

আরও পড়ুন : ভূস্বর্গের শিকারা হোক বা আন্দামানের অ্যাডভেঞ্চার, সবই মিলবে মেদিনীপুরে
এই বিষয়ে গাজোলডোবা নৌকাবিহার সমবায় সমিতির চেয়ারম্যান সুজয় বিশ্বাস বলেন, "আমরা নভেম্বর থেকে মার্চ এই চার মাস পর্যটকদের তিস্তার গাজোলডোবায় পাখি দেখিয়ে থাকি । বাকি সময়টা আমরা পর্যটকদের নৌকাবিহার করাই ৷ এখন গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য-সহ জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ আছে । এই সময়টা পর্যটকরা গাজোলডোবায় এলে নৌকাবিহারের একটা মজা নিতে পারবেন । ভোরের আলোর পাশেই আমাদের নৌকা ঘাট রয়েছে । সেখানে পর্যটকদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ আমরা চাই একবার পর্যটকরা এসে তিস্তাতে নৌকাবিহার করুক ।"

জলপাইগুড়িতে পর্যটক টানছে গাজোলডোবা
গাজোলডোবার নৌকাচালক স্বপন বিশ্বাসের কথায়, এখন জঙ্গল বন্ধ রয়েছে । আমরা চাই পর্যটকরা গাজোলডোবাতে এসে নৌকাবিহার করে প্রাকৃতিক সৌন্দর্য আনন্দ উপভোগ করুক । পাশাপাশি পাখিও দেখতে পারবেন । আমরা পর্যটকদের জন্য লাইফ জ্যাকেটের পাশাপাশি নৌকাতে রিংয়ের ব্যবস্থাও রেখেছি । সব মিলিয়ে পর্যটকদের সব দিক থেকে নিরাপত্তা দিয়ে থাকি । সরকার থেকেও নৌকাচালকদের সুবিধার্থে লাইফ জ্যাকেট-সহ আনুষাঙ্গিক জিনিস দিয়েছে ৷

আরও পড়ুন : মিরিক যেন একটুকরো ডাল লেক, পুরোদমে চালু হচ্ছে শিকারা পরিষেবা

জলপাইগুড়ি, 30 অগস্ট: তিনমাসের জন্য জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে । তাই এই মুহূর্তে পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠেছে গাজোলডোবা(New Tourist Destination in Jalpaiguri)। নৌকাবিহারের মজা নিতে এখন সেখানেই পর্যটকরা ভিড় করছেন ।

মাঝিদের কথায়, জঙ্গল বন্ধ হয়েছে তো কী ? গাজোলডোবায় নৌকাবিহারের মজা নিতে পর্যটকরা আসতেই পারেন ৷ তাতে আমাদেরও রোজগার হবে আর পর্যটকরাও পাহাড় ও জঙ্গলের বাইরে একটু অন্য স্বাদ উপভোগ করতে পারবেন । গাজোলডোবা বর্তমানে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন(Jalpaiguri Tourist Spot)বলা যেতে পারে । তিস্তার উপর গাজোলডোবা ব্যারেজকে কেন্দ্র করে এখানে প্রচুর পর্যটক এসে থাকেন ৷

অন্যদিকে, পর্যটকদের জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো তো রয়েইছে । তার পাশেই পাখি বিতান অভয়ারণ্য(boating in Gajoldoba is New Tourist Destination in Jalpaiguri)। সারাবছরই কম বেশি পাখি এখানে থাকে । বিশেষ করে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তো দেশ-বিদেশের প্রচুর পাখি এখানে আসে ৷ সেই সময়ে পাখি দেখার জন্য প্রচুর পর্যটক আসেন । অন্যান্য সময়ে গাজোলডোবায় নৌকাবিহার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে । এর উপর প্রচুর মানুষের রুটিরুজি নির্ভর করে ।

আরও পড়ুন : ভূস্বর্গের শিকারা হোক বা আন্দামানের অ্যাডভেঞ্চার, সবই মিলবে মেদিনীপুরে
এই বিষয়ে গাজোলডোবা নৌকাবিহার সমবায় সমিতির চেয়ারম্যান সুজয় বিশ্বাস বলেন, "আমরা নভেম্বর থেকে মার্চ এই চার মাস পর্যটকদের তিস্তার গাজোলডোবায় পাখি দেখিয়ে থাকি । বাকি সময়টা আমরা পর্যটকদের নৌকাবিহার করাই ৷ এখন গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য-সহ জঙ্গলে প্রবেশ পর্যটকদের জন্য বন্ধ আছে । এই সময়টা পর্যটকরা গাজোলডোবায় এলে নৌকাবিহারের একটা মজা নিতে পারবেন । ভোরের আলোর পাশেই আমাদের নৌকা ঘাট রয়েছে । সেখানে পর্যটকদের নিরাপত্তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে ৷ আমরা চাই একবার পর্যটকরা এসে তিস্তাতে নৌকাবিহার করুক ।"

জলপাইগুড়িতে পর্যটক টানছে গাজোলডোবা
গাজোলডোবার নৌকাচালক স্বপন বিশ্বাসের কথায়, এখন জঙ্গল বন্ধ রয়েছে । আমরা চাই পর্যটকরা গাজোলডোবাতে এসে নৌকাবিহার করে প্রাকৃতিক সৌন্দর্য আনন্দ উপভোগ করুক । পাশাপাশি পাখিও দেখতে পারবেন । আমরা পর্যটকদের জন্য লাইফ জ্যাকেটের পাশাপাশি নৌকাতে রিংয়ের ব্যবস্থাও রেখেছি । সব মিলিয়ে পর্যটকদের সব দিক থেকে নিরাপত্তা দিয়ে থাকি । সরকার থেকেও নৌকাচালকদের সুবিধার্থে লাইফ জ্যাকেট-সহ আনুষাঙ্গিক জিনিস দিয়েছে ৷

আরও পড়ুন : মিরিক যেন একটুকরো ডাল লেক, পুরোদমে চালু হচ্ছে শিকারা পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.