ETV Bharat / state

লকডাউনে রক্তের ঘাটতি মেটাচ্ছে পুলিশ - blood donation

জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার উদ্যোগে ময়নাগুড়ি ধর্মশালায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরের 51জন রক্তদাতা রক্তদান করেন । এই শিবিরে এঁদের 51 জনের মধ্যে 5 জন মহিলাও রক্তদান করেন।ময়নাগুড়ি থানার এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন জলপাইগুড়ির DSP ক্রাইম বিক্রমজিৎ লামা সহ ICঅসীম গোপ,OC হাইওয়ে মোস্তাফা হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভক ভলেন্টিয়াররা ।

blood donation
পুলিশ
author img

By

Published : Apr 25, 2020, 9:06 PM IST

জলপাইগুড়ি, 25 এপ্রিল : লকডাউনের ফলে রক্তদান শিবির বন্ধ হয়ে আছে। ফলে রক্তের ঘাটতি দেখা দিয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এল ময়নাগুড়ি থানার পুলিশ।

জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার উদ্যোগে ময়নাগুড়ি ধর্মশালায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে 51 জন রক্তদাতা রক্তদান করেন । এই শিবিরে এঁদের 51 জনের মধ্যে 5 জন মহিলাও রক্তদান করেন।ময়নাগুড়ি থানার এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন জলপাইগুড়ির DSP ক্রাইম বিক্রমজিৎ লামা সহ IC অসীম গোপ, OC হাইওয়ে মোস্তাফা হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ররা ।

এই মুহুর্তে ব্লাড ব্যাঙ্কে রক্তদান কম হচ্ছে। লকডাউন থাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্তদান করতে পারছে না। তাই ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, DSP ক্রাইম বিক্রমজিৎ লামা, IC অসীম গোপ সহ অন্যান্যরা।

জলপাইগুড়ি, 25 এপ্রিল : লকডাউনের ফলে রক্তদান শিবির বন্ধ হয়ে আছে। ফলে রক্তের ঘাটতি দেখা দিয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে।সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এল ময়নাগুড়ি থানার পুলিশ।

জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার উদ্যোগে ময়নাগুড়ি ধর্মশালায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে 51 জন রক্তদাতা রক্তদান করেন । এই শিবিরে এঁদের 51 জনের মধ্যে 5 জন মহিলাও রক্তদান করেন।ময়নাগুড়ি থানার এই রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন জলপাইগুড়ির DSP ক্রাইম বিক্রমজিৎ লামা সহ IC অসীম গোপ, OC হাইওয়ে মোস্তাফা হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ররা ।

এই মুহুর্তে ব্লাড ব্যাঙ্কে রক্তদান কম হচ্ছে। লকডাউন থাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন,ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান রক্তদান করতে পারছে না। তাই ব্লাড ব্যাঙ্কের রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলেন ময়নাগুড়ি থানার পুলিশ কর্মীরা। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, DSP ক্রাইম বিক্রমজিৎ লামা, IC অসীম গোপ সহ অন্যান্যরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.