ETV Bharat / state

কয়লার মতোই মমতা কোনওদিন পরিষ্কার হবেন না : রাজু

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজু ব্যানার্জি ৷ সেখানে সাংবাদিকদের সামনে মমতাকে কয়লার সঙ্গে তুলনা করেন তিনি ৷

author img

By

Published : Aug 14, 2019, 6:36 PM IST

Updated : Aug 14, 2019, 11:12 PM IST

রাজু ব্যানার্জি

জলপাইগুড়ি, 14 অগাস্ট : মমতাকে কয়লার সঙ্গে তুলনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি ৷ বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যতই ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন পরিষ্কার হবেন না ৷"

আজ জলপাইগুড়িতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজু ব্যানার্জি ৷ সেখানে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "আমাদের শক্তিবৃদ্ধি হয়েছে ৷ সেই শক্তি দিয়েছে আমাদের জনগণ ৷ আর তৃণমূলের শক্তি মানে মাফিয়া, সিন্ডিকেট, গুন্ডা ও পুলিশের একাংশ ৷ 'দিদিকে বলো' দিয়ে নিজেদের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু ব্যানার্জির বক্তব্য

সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন রাজু ৷ মমতাকে কটাক্ষ করে বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যত ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই কোনওদিন মমতা ব্যানার্জি পরিষ্কার হবেন না ৷ সেই ময়লাই থাকবে ৷ দিদি পশ্চিমবঙ্গজুড়ে আগুন লাগাচ্ছেন ৷ কারণ তাঁর ও ভাইপোর গদি বাঁচাতে হবে ৷ তাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে ৷ আমরা কাউকে ছাড়ব না ৷ দিদি ও দিদির ভাইদের বিরুদ্ধে আমরা তদন্ত করব ৷ দিদি বিপুল পরিমাণে কাটমানি খেয়ে নিচুতলার দিকে তা ঘুরিয়ে দিয়েছেন ৷ ক্ষমতা থাকলে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরুক ৷"

গতকাল ময়নাগুড়ির সাপ্টিবাড়ি পঞ্চায়েত দখল নিয়ে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ হয় ৷ অভিযোগ ওঠে, পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল ৷ এই প্রসঙ্গে BJP নেতা বলেন, "তৃণমূলের কিছু নেতা পুলিশের সাহায্য নিয়ে এলাকায় অশান্তি করছে ৷ আমরা এর আগেই বলেছি যেসব পুলিশ আধিকারিক তৃণমূলের দালালি করবে, ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে তদন্ত হবে ৷ দোষী প্রমাণিত হলে তাদের জেলের ভাত খাওয়াব ৷ কাউকে ছাড়ব না ৷ এমনিতেই পুলিশ কোথায় জিজ্ঞাসা করা হলে জনতা বলছে টেবিলের তলায় ৷ মমতা ব্যানার্জির পুলিশ এখন ফুলিশ হয়ে গেছে ৷ যে পুলিশ আধিকারিকরা কাটমানি খাওয়ার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তাঁদের বলছি শুধরে যান ৷ না হলে শুধরে দেব ৷ কোনও মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না ৷"

জলপাইগুড়ি, 14 অগাস্ট : মমতাকে কয়লার সঙ্গে তুলনা করলেন BJP-র রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি ৷ বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যতই ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন পরিষ্কার হবেন না ৷"

আজ জলপাইগুড়িতে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন রাজু ব্যানার্জি ৷ সেখানে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷ বলেন, "আমাদের শক্তিবৃদ্ধি হয়েছে ৷ সেই শক্তি দিয়েছে আমাদের জনগণ ৷ আর তৃণমূলের শক্তি মানে মাফিয়া, সিন্ডিকেট, গুন্ডা ও পুলিশের একাংশ ৷ 'দিদিকে বলো' দিয়ে নিজেদের ভাবমূর্তি ঠিক করার চেষ্টা করছে ৷"

ভিডিয়োয় শুনুন রাজু ব্যানার্জির বক্তব্য

সাংবাদিকদের সামনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করেন রাজু ৷ মমতাকে কটাক্ষ করে বলেন, "কয়লা হল ময়লা ৷ কয়লাকে যত ধোবেন ময়লা যাবে না ৷ তেমনই কোনওদিন মমতা ব্যানার্জি পরিষ্কার হবেন না ৷ সেই ময়লাই থাকবে ৷ দিদি পশ্চিমবঙ্গজুড়ে আগুন লাগাচ্ছেন ৷ কারণ তাঁর ও ভাইপোর গদি বাঁচাতে হবে ৷ তাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে ৷ আমরা কাউকে ছাড়ব না ৷ দিদি ও দিদির ভাইদের বিরুদ্ধে আমরা তদন্ত করব ৷ দিদি বিপুল পরিমাণে কাটমানি খেয়ে নিচুতলার দিকে তা ঘুরিয়ে দিয়েছেন ৷ ক্ষমতা থাকলে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরুক ৷"

গতকাল ময়নাগুড়ির সাপ্টিবাড়ি পঞ্চায়েত দখল নিয়ে তৃণমূলের সঙ্গে BJP-র সংঘর্ষ হয় ৷ অভিযোগ ওঠে, পুলিশের সাহায্য নিয়ে BJP কর্মীদের উপর হামলা করেছে তৃণমূল ৷ এই প্রসঙ্গে BJP নেতা বলেন, "তৃণমূলের কিছু নেতা পুলিশের সাহায্য নিয়ে এলাকায় অশান্তি করছে ৷ আমরা এর আগেই বলেছি যেসব পুলিশ আধিকারিক তৃণমূলের দালালি করবে, ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে তদন্ত হবে ৷ দোষী প্রমাণিত হলে তাদের জেলের ভাত খাওয়াব ৷ কাউকে ছাড়ব না ৷ এমনিতেই পুলিশ কোথায় জিজ্ঞাসা করা হলে জনতা বলছে টেবিলের তলায় ৷ মমতা ব্যানার্জির পুলিশ এখন ফুলিশ হয়ে গেছে ৷ যে পুলিশ আধিকারিকরা কাটমানি খাওয়ার জন্য অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তাঁদের বলছি শুধরে যান ৷ না হলে শুধরে দেব ৷ কোনও মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না ৷"

Intro:জলপাইগুড়িঃঃ মমতা ব্যানার্জি আর তার ভাইপো বিপুল আকারে কাটমানি খেয়েছেন। আর নিচু তলায় কর্মিদের দিকে ঘুরিয়ে দিচ্ছে। দিদিমনির হিন্মত থাকলে আগে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরুক আগে।আর তা না পারলে আমরা করব সেই কাজটা।আমরা তদন্ত করে দিদি আর ভাইপোকে পিছনে মানে জেলের গারদের পেছনে পুরে দেব বলে হুমকি দিলেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জি। Body:আমাদের শক্তিবৃদ্ধি হয়েছে।মানুষ তা বৃদ্ধি করেছে।আর তৃনমুলের শক্তি বৃদ্ধি করেছে গুন্ডারা বদমাশরা।দিদিকে বলো দিদিকে বলো করে ইমেজ ভালো করার চেস্টা করছে।আর কয়লা আসলে ময়লা।কয়লাকে যতই ধোয়া যাকনা কোন দিনই মমতা ব্যানার্জি পরিস্কার হবে না সেই ময়লাই থাকবে।মমতা ব্যানার্জি শুধু সাপ্টিবাড়ি নয় সারা পশ্চিমবঙ্গে আগুন লাগাচ্ছেন।তার ভাইপোর গদি বাচাতে হবে তাই এমন করছে।দিদি এবং দিদির ভাইপোর তদন্ত হবে তার বিরুদ্ধে।মমতা ব্যানার্জি আর তার ভাইপো বিপুল আকারে কাটমানি খেয়েছে আর নিচু তলায় কর্মিদের দিকে ঘুরিয়ে দিচ্ছে। দিদিমনির হিন্মত থাকলে আগে অভিষেক ব্যানার্জিকে জেলে ভরুক আগে।আর তা না পারলে আমরা করব সেই কাজটা।আমরা তদন্ত করে দিদি আর ভাইপোকে পিছনে মানে জেলের গারদের পেছনে পুরে দেব।
Conclusion:রাজু ব্যানার্জি আরও বলেন একাংশ পুলিশ কর্মি তৃনমুলের হয়ে কাজ করছে।আমরা সবার হিসাব নেব।তৃনমুলের নেতারা পুলিশের সাহায্য নিয়ে বিভিন্ন এলাকায় পশান্তি করছে।আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নাবম।যে সমস্ত পুলিশের আধিকারিক যত বড় পুলিশ আধিকারিক আইন না মেনে কাজ করেন।তৃনমুলের দালালি করেন তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তারা দোষী সাব্যস্ত হলে জেলের ভাত খাওয়াব কাউকে ছাড়ব না। পুলিশ এখন কোথায় জনতা জিজ্ঞেস করলে বলছে টেবিলের তলায়।কাটমানি খাবার জন্য পুলিশ তৃনমুলের দালালি করছেন বলে কটাক্ষ করেন রাজু ব্যানার্জি।

এদিন জলপাইগুড়ির এক বেসরকারি ভবনে দলীয় কর্মি, জেলা পর্যবেক্ষক দ্বিপ্তীমান সেনগুপ্ত,জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তী, সাংসদ ডাঃজয়ন্ত কুমার রায়কে নিয়ে বৈঠক করেন।
Last Updated : Aug 14, 2019, 11:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.