ETV Bharat / state

BJP Protest in Jalpaiguri: কৃষকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ বিজেপি'র - BJP protest with potatoes on streets

শুক্রবার আলুর বন্ড (potato bonds) দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃষকদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটানোর অভিযোগ ৷ শনিবার তারই প্রতিবাদে রাস্তায় আলু ও টমেটো ফেলে বিক্ষোভ দেখাল বিজেপি ৷

BJP Agitation
আলুর বণ্ড
author img

By

Published : Mar 11, 2023, 7:35 PM IST

লাঠিচার্জের প্রতিবাদে রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ বিজেপি

জলপাইগুড়ি, 11 মার্চ: আলুর বন্ড (potato bonds) দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের (lathicharge on farmers) প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপির কৃষক সংগঠন । শনিবার আলু রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ দেখাল তারা । জলপাইগুড়ি ডিবিসি রোডে দলের পার্টি অফিসের সামনে রাস্তায় আলু ফেলে দিয়ে বিক্ষোভে সামিল হলেন কিষান মোর্চা ও বিজেপি কর্মীরা। হিমঘর থেকে আলুর বন্ড সুষ্ঠভাবে দেওয়ার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা ৷ তাতেই উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জুড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে ।

প্রতিবাদে শনিবার দীর্ঘক্ষণ বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ দেখায় । ফলে যানজটের সৃষ্টি হয় । আটকে পড়ে বহু গাড়ি ৷ জলপাইগুড়ি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, "প্রশাসনের গাফিলতিতে গতকাল জলপাইগুড়িতে বাহাদুরে একটি হিমঘরে কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয় । পুলিশ কৃষকদেরকে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ও লাঠিচার্জ করে । তৃণমূল নেতাদের পকেটে আলুর বণ্ড রয়েছে । আমরা চাই প্রত্যেক কৃষককে সুষ্ঠভাবে আলুর বণ্ড দেওয়া হোক ।" তৃণমূল কংগ্রেসের নেতাদের থেকে বণ্ড নিয়ে তা কৃষকদের দিতে হবে বলে দাবি করেন বিজেপি-র কিষান মোর্চার সভাপতি ।

BJP Protest in Jalpaiguri
আলু রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রসঙ্গত, শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের মোহিত নগরে হিমঘর থেকে আলুর বণ্ড দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে (Stampede in Jalpaiguri) । আহত হন বেশ কয়েকজন কৃষক । আহতদের মধ্যে কয়েকজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে জলপাইগুড়ির বাহাদুর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘরে আলুর বন্ডের টোকেন দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কৃষকদের খণ্ডযুদ্ধ হয় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর হিমঘরের টিনের বেরা ভেঙে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন: আলুর বন্ড নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 13 জন আহত

লাঠিচার্জের প্রতিবাদে রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ বিজেপি

জলপাইগুড়ি, 11 মার্চ: আলুর বন্ড (potato bonds) দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের উপর পুলিশের লাঠিচার্জের (lathicharge on farmers) প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপির কৃষক সংগঠন । শনিবার আলু রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ দেখাল তারা । জলপাইগুড়ি ডিবিসি রোডে দলের পার্টি অফিসের সামনে রাস্তায় আলু ফেলে দিয়ে বিক্ষোভে সামিল হলেন কিষান মোর্চা ও বিজেপি কর্মীরা। হিমঘর থেকে আলুর বন্ড সুষ্ঠভাবে দেওয়ার দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা ৷ তাতেই উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি জুড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ ওঠে ।

প্রতিবাদে শনিবার দীর্ঘক্ষণ বিজেপির কিষান মোর্চার বিক্ষোভ দেখায় । ফলে যানজটের সৃষ্টি হয় । আটকে পড়ে বহু গাড়ি ৷ জলপাইগুড়ি কিষান মোর্চার জেলা সভাপতি নকুল দাস বলেন, "প্রশাসনের গাফিলতিতে গতকাল জলপাইগুড়িতে বাহাদুরে একটি হিমঘরে কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ হয় । পুলিশ কৃষকদেরকে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ও লাঠিচার্জ করে । তৃণমূল নেতাদের পকেটে আলুর বণ্ড রয়েছে । আমরা চাই প্রত্যেক কৃষককে সুষ্ঠভাবে আলুর বণ্ড দেওয়া হোক ।" তৃণমূল কংগ্রেসের নেতাদের থেকে বণ্ড নিয়ে তা কৃষকদের দিতে হবে বলে দাবি করেন বিজেপি-র কিষান মোর্চার সভাপতি ।

BJP Protest in Jalpaiguri
আলু রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

প্রসঙ্গত, শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের মোহিত নগরে হিমঘর থেকে আলুর বণ্ড দেওয়াকে কেন্দ্র করে কৃষকদের হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে (Stampede in Jalpaiguri) । আহত হন বেশ কয়েকজন কৃষক । আহতদের মধ্যে কয়েকজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে ৷

অন্যদিকে জলপাইগুড়ির বাহাদুর গ্রামপঞ্চায়েতের গঙ্গা হিমঘরে আলুর বন্ডের টোকেন দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও কৃষকদের খণ্ডযুদ্ধ হয় । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ । পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার পর হিমঘরের টিনের বেরা ভেঙে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

আরও পড়ুন: আলুর বন্ড নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে 13 জন আহত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.