ETV Bharat / state

BJP MLA Suman Kanjilal: দলত্যাগী বিধায়কের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ বিজেপি'র - protest against Suman Kanjilal at jalpaiguri

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তরবঙ্গের রাজনীতি ৷ তাঁর কুশপুত্তলিকা পোড়াল বিজেপি (BJP protest against Suman Kanjilal) ৷

ETV Bharat
সুমন কাঞ্জিলালের ছবিতে কালি
author img

By

Published : Feb 6, 2023, 9:42 PM IST

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের কুশপুত্তলিকা পোড়াল বিজেপি

জলপাইগুড়ি, 6 ফেব্রুয়ারি: রবিবার কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Alipurduar MLA Suman Kanjilal joins TMC) ৷ তাঁর এই দল বদলানোর প্রতিবাদে ধিক্কার মিছিল বের করল গেরুয়া শিবির ৷ সোমবার আলিপুরদুয়ারে বিজেপি'র পক্ষ থেকে এই মিছিল বের করা হয় ৷

এদিনের বিক্ষোভ মিছিল থেকে সুমন কাঞ্জিলালের নামে 'গদ্দার' স্লোগান ওঠে ৷ তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয় ও ছবিতে কালি মাখানো হয় ৷ তাঁর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ মেনে নিতে পারছেন না বিজেপি কর্মীরা । এদিন এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা মিঠু রায় বলেন, "সুমন কাঞ্জিলাল একজন গদ্দার । নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন । তিনি এরপর থেকে যেখানেই যাবেন তাঁকে জুতোর মালা পরানো হবে । ঝাঁটা দেখানো হবে । তিনি বিজেপি কর্মকর্তাদের নিয়ে ছিনিমিনি খেললেন । এটা মেনে নেওয়া যায় না ।"

আরও পড়ুন: তৃণমূলে যোগদান করেও ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিজেপি বিধায়ক

2021 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন সুমন কাঞ্জিলাল ৷ তিনি হারান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তীকে ৷ আলিপুরদুয়ারের সাংবাদিক হিসেবে সুমনের পরিচয় নতুন নয় । তবে তিনি যে বিজেপি ছেড়ে আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এটা অনেকেই ভাবতে পারেননি ৷ সুমন জানিয়েছেন, তিনি বিজেপি'তে থেকে কাজ করতে পারছিলেন না বলে তৃণমূলে যোগ দিলেন ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান (protest against Suman Kanjilal at Jalpaiguri)৷

তৃণমূলে সুমন কাঞ্জিলালের এই যোগদান প্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন, সুমনের ফেসভ্যালু খুব ভালো । তাঁকে দলের কাজে লাগান হবে ৷ তাঁকে কোন দায়িত্ব দেওয়া হবে তা দল ঠিক করবে ৷ তবে তৃণমূলের তরফে সুমন কাঞ্জিলাল তাদের দলে নাম লিখিয়েছেন বলে দাবি করা হলেও, বিধায়ক নিজে কিন্তু সোমবারও সেই ধোঁয়াশা বজায় রেখেছেন ৷ তিনি দাবি করেছেন, উন্নয়ন নিয়ে কথা বলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ৷

আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের কুশপুত্তলিকা পোড়াল বিজেপি

জলপাইগুড়ি, 6 ফেব্রুয়ারি: রবিবার কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল (Alipurduar MLA Suman Kanjilal joins TMC) ৷ তাঁর এই দল বদলানোর প্রতিবাদে ধিক্কার মিছিল বের করল গেরুয়া শিবির ৷ সোমবার আলিপুরদুয়ারে বিজেপি'র পক্ষ থেকে এই মিছিল বের করা হয় ৷

এদিনের বিক্ষোভ মিছিল থেকে সুমন কাঞ্জিলালের নামে 'গদ্দার' স্লোগান ওঠে ৷ তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয় ও ছবিতে কালি মাখানো হয় ৷ তাঁর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ মেনে নিতে পারছেন না বিজেপি কর্মীরা । এদিন এই বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা মিঠু রায় বলেন, "সুমন কাঞ্জিলাল একজন গদ্দার । নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে গেলেন । তিনি এরপর থেকে যেখানেই যাবেন তাঁকে জুতোর মালা পরানো হবে । ঝাঁটা দেখানো হবে । তিনি বিজেপি কর্মকর্তাদের নিয়ে ছিনিমিনি খেললেন । এটা মেনে নেওয়া যায় না ।"

আরও পড়ুন: তৃণমূলে যোগদান করেও ধোঁয়াশা জিইয়ে রাখলেন বিজেপি বিধায়ক

2021 বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন সুমন কাঞ্জিলাল ৷ তিনি হারান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌরভ চক্রবর্তীকে ৷ আলিপুরদুয়ারের সাংবাদিক হিসেবে সুমনের পরিচয় নতুন নয় । তবে তিনি যে বিজেপি ছেড়ে আচমকাই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এটা অনেকেই ভাবতে পারেননি ৷ সুমন জানিয়েছেন, তিনি বিজেপি'তে থেকে কাজ করতে পারছিলেন না বলে তৃণমূলে যোগ দিলেন ৷ রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান (protest against Suman Kanjilal at Jalpaiguri)৷

তৃণমূলে সুমন কাঞ্জিলালের এই যোগদান প্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক জানিয়েছেন, সুমনের ফেসভ্যালু খুব ভালো । তাঁকে দলের কাজে লাগান হবে ৷ তাঁকে কোন দায়িত্ব দেওয়া হবে তা দল ঠিক করবে ৷ তবে তৃণমূলের তরফে সুমন কাঞ্জিলাল তাদের দলে নাম লিখিয়েছেন বলে দাবি করা হলেও, বিধায়ক নিজে কিন্তু সোমবারও সেই ধোঁয়াশা বজায় রেখেছেন ৷ তিনি দাবি করেছেন, উন্নয়ন নিয়ে কথা বলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.