জলপাইগুড়ি, 27 জুন : জলপাইগুড়ির BJP পার্টি অফিস যে জায়গায় তা ওয়াকফ বোর্ডের সম্পত্তি দাবি জেলা তৃণমূল সভাপতির । ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে কী করে বিল্ডিং পাস হল তা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরবোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কিষাণ কল্যাণ ।
তিনি বলেন, আমি শুনেছি BJP-র পার্টি অফিস যেখানে হচ্ছে সেটা ওয়াকফ বোর্ডের জমি । সেখানে পৌরসভা কী করে বিল্ডিং প্ল্যান পাশ করল তা নিয়েও প্রশ্ন তোলেন ।তিনি বলেন, "গত 16 মে বিল্ডিং প্ল্যান পাস হয়েছে । ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে কী করে BJP পার্টি অফিস বানানোর অনুমতি পেল ।" কীভাবে BJP জমি কিনল তা নিয়েই এদিন প্রশ্ন তোলেন তিনি ।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই বিষয়টি আমি রাজ্য সরকারকে জানিয়েছি । বিষয়টি খতিয়ে দেখার আবেদন ও জানিয়েছি । এবিষয়ে BJP-র জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "জমি আমাদের নামেই আছে। আমরা দির্ঘদিন ধরেই খাজনা দিয়ে আসছি। খতিয়ান আমাদের নামে,পর্চা আমাদের নামেই আছে । আমরা আদালতের স্বারস্থ হতে চলেছি । তৃণমূল সভাপতি রাজনীতি করছে । আমরা সরকারি নিয়ম মেনেই বিল্ডিং প্ল্যান পাস করেছি । আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব বিল্ডিং এর । তৃণমূলের দম থাকলে আটকে দেখাক ।