ETV Bharat / state

Jayanta Kumar Roy: সাংসদের মানবিক রূপ, পথদুর্ঘটনায় আহতকে নিজেই নিয়ে গেলেন হাসপাতালে - সাংসদের মানবিক রূপ

রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে পৌঁছলেন মেডিক্যাল কলেজে ৷ তারপর তাঁকে সেখানে ভর্তি ও সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেন তিনি ৷ এমনই মানবিক রূপ ধরা পড়েছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়ের (Jayanta Kumar Roy) ৷

Jayanta Kumar Roy helps injured person in Jalpaiguri
Jayanta Kumar Roy helps injured person in Jalpaiguri
author img

By

Published : Oct 23, 2022, 10:41 AM IST

জলপাইগুড়ি, 23 অক্টোবর: সাংসদ বা বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে ৷ এরকম খবর সচরাচর শোনা যায় ৷ কিন্তু এবার আজ হল তা খুব একটা শোনা যায় না । মানবিক ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে ৷ জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ধরা দিলেন সম্পূর্ণ এক অন্য রূপে ৷ এদিন রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে তিনি পৌঁছে দিলেন মেডিক্যাল কলেজে । সেখানে তাঁকে ভর্তি করিয়ে পরিবারকে খবর দিলেন ।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্তকুমার রায় (MP Jayanta Kumar Roy) । পথে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি আমাইদিঘীর কাছে দেখতে পান রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন এক ব্যক্তি । সঙ্গে সঙ্গে গাড়ি থামান সাংসদ । গাড়ি থেকে নেমে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁর নাম সিরাজুল হক । বাড়ি রাজগঞ্জে।

রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থকে সাংসদ নিয়ে গেলেন হাসপাতালে

সিরাজুল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন । তাঁকে ধাক্কা মারেন এক বাইক আরোহী । ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যখম হন তিনি । তাঁর কোমড়ে চোট লাগায় তিনি আর নড়তে পারছিলেন না । পথচারীরা সিরাজুলকে দেখছিল । কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি । এই অবস্থায় ত্রাতার ভূমিকা নেন সাংসদ ৷ তিনি সিরাজুলকে তাঁর গাড়িতে তুলে নেন (Jayanta Kumar Roy helps injured person) ।

আরও পড়ুন: জলপাইগুড়িতে হাতির আক্রমণে মৃত্যু ব্যক্তির

এরপর জয়ন্তকুমার রায় গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) । আহত সিরাজুলকে সেখানে ভর্তি করে দেন তিনি । সাংসদ জানান, আহত ব্যক্তিটিকে গাড়িতে তোলার পর তিনি হাসপাতাল সুপারকে ফোন করে এবিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন । সুপার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন । যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিরাজুলকে ভর্তি করে নিয়ে চিকিৎসা শুরু করে দেন হাসপাতালের ডাক্তারেরা । এরপর তাঁর বাড়িতেও খবর দেন জয়ন্ত ।

জলপাইগুড়ি, 23 অক্টোবর: সাংসদ বা বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে ৷ এরকম খবর সচরাচর শোনা যায় ৷ কিন্তু এবার আজ হল তা খুব একটা শোনা যায় না । মানবিক ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে ৷ জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ধরা দিলেন সম্পূর্ণ এক অন্য রূপে ৷ এদিন রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে নিজের গাড়িতে তুলে তিনি পৌঁছে দিলেন মেডিক্যাল কলেজে । সেখানে তাঁকে ভর্তি করিয়ে পরিবারকে খবর দিলেন ।

জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্তকুমার রায় (MP Jayanta Kumar Roy) । পথে রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি আমাইদিঘীর কাছে দেখতে পান রাস্তায় পড়ে যন্ত্রণায় ছটফট করছেন এক ব্যক্তি । সঙ্গে সঙ্গে গাড়ি থামান সাংসদ । গাড়ি থেকে নেমে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁর নাম সিরাজুল হক । বাড়ি রাজগঞ্জে।

রাস্তায় পড়ে থাকা দুর্ঘটনাগ্রস্থকে সাংসদ নিয়ে গেলেন হাসপাতালে

সিরাজুল সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন । তাঁকে ধাক্কা মারেন এক বাইক আরোহী । ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে যখম হন তিনি । তাঁর কোমড়ে চোট লাগায় তিনি আর নড়তে পারছিলেন না । পথচারীরা সিরাজুলকে দেখছিল । কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি । এই অবস্থায় ত্রাতার ভূমিকা নেন সাংসদ ৷ তিনি সিরাজুলকে তাঁর গাড়িতে তুলে নেন (Jayanta Kumar Roy helps injured person) ।

আরও পড়ুন: জলপাইগুড়িতে হাতির আক্রমণে মৃত্যু ব্যক্তির

এরপর জয়ন্তকুমার রায় গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College and Hospital) । আহত সিরাজুলকে সেখানে ভর্তি করে দেন তিনি । সাংসদ জানান, আহত ব্যক্তিটিকে গাড়িতে তোলার পর তিনি হাসপাতাল সুপারকে ফোন করে এবিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন । সুপার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন । যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিরাজুলকে ভর্তি করে নিয়ে চিকিৎসা শুরু করে দেন হাসপাতালের ডাক্তারেরা । এরপর তাঁর বাড়িতেও খবর দেন জয়ন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.