ETV Bharat / state

সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবিতে জলপাইগুড়ুির বিজেপি যুব ও মহিলা মোর্চার বিক্ষোভ - জলপাইগুড়ি সদর হাসপাতাল

ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের পর তৃণমূল এখন কাঠগড়ায় ৷ শনিবার সকালে জলপাইগুড়ি হাসপাতালে এই অভিযোগ-সহ ভ্য়াকসিনেশনের সঙ্গে জড়িত নানা দাবি নিয়ে বিক্ষোভ দেখালেন জেলার বিজেপি যুব ও মহিলা মোর্চার নেতা-কর্মীরা ৷

বিক্ষোভে জলপাইগুড়ি বিজেপি যুব ও মহিলা মোর্চা
বিক্ষোভে জলপাইগুড়ি বিজেপি যুব ও মহিলা মোর্চা
author img

By

Published : Jun 26, 2021, 3:38 PM IST

জলপাইগুড়ি, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলকেই দায়ী করছে বিরোধী বিজেপি ৷ তাদের অভিযোগ, বাংলা ভুয়ো ভ্যাকসিনে ছেয়ে গিয়েছে ৷ স্থানীয় ভ্য়াকসিনেশন ক্যাম্পগুলিতে বেছে বেছে শাসকদলের ঘনিষ্ঠদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন জলপাইগুড়ি বিজেপি যুব ও মহিলা মোর্চার নেতা-কর্মীরা ৷ শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷

আরও পড়ুন : Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

গেরুয়া বাহিনীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি-সহ সমগ্র রাজ্য়ে ভ্যাকসিনের কালোবাজারি চলছে ৷ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, "তৃণমূলের নেতারা ডেকে ডেকে নিজের দলের কর্মীদের ভ্য়াকসিন দিচ্ছেন ৷ কিন্তু বিজেপি, অন্য় কোনও সামাজিক সংগঠনের সদস্য়দের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ৷" তাঁর দাবি, রঙের বিচার করে ভ্য়াকসিন দেওয়ার কাজ করছে শাসকশিবির ৷ এই প্রসঙ্গে তিনি সম্প্রতি ভ্য়াকসিনের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের বাটি নিয়ে বসার কথা উল্লেখ করেন ৷ জলপাইগুড়ি স্বাস্থ্য আধিকারিক কোনওরকম সাহায্য করেনি, তাই তারা ওই ভাবে পয়সা জোগাড় করতে পথে বসেছিল ৷ বিজেপির অভিযোগ, 18-45 বয়সীদের জন্য ভারতে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি ৷ বিজ্ঞানীরা করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ আর এই ঢেউয়ে বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা বেশি ৷ তা সত্ত্বেও রাজ্য়ে কম বয়সীদের ভ্যাকসিনেশন শুরু না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা ৷ পলেনের দাবি, "তৃণমূলেরই এক এমপি ভুয়ো ভ্য়াকসিনেশন নিয়েছেন ৷ বাংলায় ভুয়ো ভ্য়াকসিনেশন প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে ৷ এটা কেন স্বাস্থ্য আধিকারিক, মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না ৷"

সুষ্ঠু ভ্য়াকসিনেশনের দাবিতে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ি তথা রাজ্যজুড়ে সুষ্ঠু ভ্যাকসিনেশনের দাবিতে এই বিক্ষোভ বলে জানালেন বিজেপির যুব নেতা পলেন ঘোষ ৷ রং না দেখে ভ্যাকসিন, টিকাকরণ নিয়ে রাজনীতি বন্ধ করা, সুস্থভাবে ভ্যাকসিন শিবির চালু করার দাবি তোলা হয় এদিন। জলপাইগুড়ি ভুয়ো টিকা চক্র রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও তোলা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, বিজেপি ল্যাভার্থী যোজনার রাজ্য আহ্বায়ক শ্যাম প্রসাদ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী টিনা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা জীবেশ দাস প্রমুখ ।

জলপাইগুড়ি, 26 জুন : ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে তৃণমূলকেই দায়ী করছে বিরোধী বিজেপি ৷ তাদের অভিযোগ, বাংলা ভুয়ো ভ্যাকসিনে ছেয়ে গিয়েছে ৷ স্থানীয় ভ্য়াকসিনেশন ক্যাম্পগুলিতে বেছে বেছে শাসকদলের ঘনিষ্ঠদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন জলপাইগুড়ি বিজেপি যুব ও মহিলা মোর্চার নেতা-কর্মীরা ৷ শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷

আরও পড়ুন : Fake Covid Vaccination : অসুস্থ মিমি, মামলা করলেন লাভলি

গেরুয়া বাহিনীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি-সহ সমগ্র রাজ্য়ে ভ্যাকসিনের কালোবাজারি চলছে ৷ বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন, "তৃণমূলের নেতারা ডেকে ডেকে নিজের দলের কর্মীদের ভ্য়াকসিন দিচ্ছেন ৷ কিন্তু বিজেপি, অন্য় কোনও সামাজিক সংগঠনের সদস্য়দের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না ৷" তাঁর দাবি, রঙের বিচার করে ভ্য়াকসিন দেওয়ার কাজ করছে শাসকশিবির ৷ এই প্রসঙ্গে তিনি সম্প্রতি ভ্য়াকসিনের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠনের বাটি নিয়ে বসার কথা উল্লেখ করেন ৷ জলপাইগুড়ি স্বাস্থ্য আধিকারিক কোনওরকম সাহায্য করেনি, তাই তারা ওই ভাবে পয়সা জোগাড় করতে পথে বসেছিল ৷ বিজেপির অভিযোগ, 18-45 বয়সীদের জন্য ভারতে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হলেও পশ্চিমবঙ্গে তা এখনও শুরু হয়নি ৷ বিজ্ঞানীরা করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ৷ আর এই ঢেউয়ে বাচ্চাদের সংক্রমণের সম্ভাবনা বেশি ৷ তা সত্ত্বেও রাজ্য়ে কম বয়সীদের ভ্যাকসিনেশন শুরু না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতারা ৷ পলেনের দাবি, "তৃণমূলেরই এক এমপি ভুয়ো ভ্য়াকসিনেশন নিয়েছেন ৷ বাংলায় ভুয়ো ভ্য়াকসিনেশন প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে ৷ এটা কেন স্বাস্থ্য আধিকারিক, মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না ৷"

সুষ্ঠু ভ্য়াকসিনেশনের দাবিতে বিক্ষোভ বিজেপির

জলপাইগুড়ি তথা রাজ্যজুড়ে সুষ্ঠু ভ্যাকসিনেশনের দাবিতে এই বিক্ষোভ বলে জানালেন বিজেপির যুব নেতা পলেন ঘোষ ৷ রং না দেখে ভ্যাকসিন, টিকাকরণ নিয়ে রাজনীতি বন্ধ করা, সুস্থভাবে ভ্যাকসিন শিবির চালু করার দাবি তোলা হয় এদিন। জলপাইগুড়ি ভুয়ো টিকা চক্র রুখতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও তোলা হয় । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ, বিজেপি ল্যাভার্থী যোজনার রাজ্য আহ্বায়ক শ্যাম প্রসাদ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী টিনা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা জীবেশ দাস প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.