ETV Bharat / state

Dhupguri By Election: মিলেছে জেলা নেতৃত্বের আশ্বাস, ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার বিজেপির তারামণির - ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার

BJP Leader Taramani Roy Withdraws Nomination: ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিজেপি নেত্রী তারামণি রায় । জেলা সভাপতির সঙ্গে মত পার্থক্যের জন্যই মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি । এই আসনে আগেই বিজেপি প্রার্থী করেছে তাপসী রায়কে ৷

Dhupguri By Election
বিজেপি নেত্রী তারামণি রায়
author img

By

Published : Aug 21, 2023, 3:03 PM IST

ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার বিজেপির তারামণির

জলপাইগুড়ি, 21 অগস্ট: জেলা নেতৃত্বের আশ্বাসের পর ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তারামণি রায় । তিনি বলেন, "জেলা সভাপতি আমাদের এক নজরে দেখে না । আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছিল না । তাই আমি মনোনয়ন জমা করেছিলাম ।"

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে তাপসী রায়কে ৷ তিনি মনোনয়নপত্র জমাও করেন । পাশাপাশি বিজেপির হয়ে তারামণি রায় নামে আর এক প্রার্থীও মনোনয়ন জমা করেছিলেন । সোমবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন । তারামণি দলের পুরনো নেত্রী ৷ ফলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করানোটা একটা চ্যালেঞ্জ ছিল বিজেপির নেতাদের কাছে । তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথাতেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি ।

রবিবার বিজেপির সাংসদ জয়ন্তকুমার রায় তারামণির বাড়িতে যান ৷ তাঁর সঙ্গে কথা বলেন । তারপরেই এ দিন মনোনয়ন প্রত্যাহার করে নেন এই বিজেপি নেত্রী । ধূপগুড়ির বারোঘরিয়ার বাসিন্দা তারামণি রায় বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েতের দু'বার জয়ী হয়েছিলেন । শুধু তাই নয়, তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীও ছিলেন । বিজেপির জেলা সহ-সভাপতির পদও সামলেছেন ।

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

তারামণির কথায়, বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না ৷ সেই কারণেই তিনি মনোনয়ন জমা করেছিলেন । তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ । এমনকী জেলা সভাপতির সঙ্গে তাদের মতের মিল হচ্ছিল না । তিনি বলেন, "আমরা বিজেপি দল করি । বেশ কয়েকদিন আগে দলের নেতাদের সঙ্গে মতবিরোধ হয় । তাই মনোনয়ন জমা করি । আমাকে আশ্বাস দেওয়া হয় এখন থেকে কাজ করতে দেওয়া হবে । আমার দাবি ছিল, সবাইকে যোগ্য সম্মান দিতে হবে । কাজ করতে দিতে হবে । আমাদের কোনঠাসা করে রাখা হয়েছিল । তবে এখন দলের প্রচারে যাব । দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারেও নামব ।"

ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহার বিজেপির তারামণির

জলপাইগুড়ি, 21 অগস্ট: জেলা নেতৃত্বের আশ্বাসের পর ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তারামণি রায় । তিনি বলেন, "জেলা সভাপতি আমাদের এক নজরে দেখে না । আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছিল না । তাই আমি মনোনয়ন জমা করেছিলাম ।"

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে তাপসী রায়কে ৷ তিনি মনোনয়নপত্র জমাও করেন । পাশাপাশি বিজেপির হয়ে তারামণি রায় নামে আর এক প্রার্থীও মনোনয়ন জমা করেছিলেন । সোমবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন । তারামণি দলের পুরনো নেত্রী ৷ ফলে তাঁর মনোনয়ন প্রত্যাহার করানোটা একটা চ্যালেঞ্জ ছিল বিজেপির নেতাদের কাছে । তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথাতেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি ।

রবিবার বিজেপির সাংসদ জয়ন্তকুমার রায় তারামণির বাড়িতে যান ৷ তাঁর সঙ্গে কথা বলেন । তারপরেই এ দিন মনোনয়ন প্রত্যাহার করে নেন এই বিজেপি নেত্রী । ধূপগুড়ির বারোঘরিয়ার বাসিন্দা তারামণি রায় বিজেপির টিকিটে গ্রাম পঞ্চায়েতের দু'বার জয়ী হয়েছিলেন । শুধু তাই নয়, তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীও ছিলেন । বিজেপির জেলা সহ-সভাপতির পদও সামলেছেন ।

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

তারামণির কথায়, বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না ৷ সেই কারণেই তিনি মনোনয়ন জমা করেছিলেন । তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ । এমনকী জেলা সভাপতির সঙ্গে তাদের মতের মিল হচ্ছিল না । তিনি বলেন, "আমরা বিজেপি দল করি । বেশ কয়েকদিন আগে দলের নেতাদের সঙ্গে মতবিরোধ হয় । তাই মনোনয়ন জমা করি । আমাকে আশ্বাস দেওয়া হয় এখন থেকে কাজ করতে দেওয়া হবে । আমার দাবি ছিল, সবাইকে যোগ্য সম্মান দিতে হবে । কাজ করতে দিতে হবে । আমাদের কোনঠাসা করে রাখা হয়েছিল । তবে এখন দলের প্রচারে যাব । দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারেও নামব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.