জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি : তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার BJP নেতা । জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে তাকে গতকাল গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিশ । অভিযুক্ত তাপস রায়কে আজ ময়নাগুড়ি আদালতে তুলে হেপাজতে নেয় পুলিশ । শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ ।
14 ফেব্রুয়ারি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় ময়নাগুড়ির চূড়াভান্ডার এলাকার তৃণমূল নেতা ভোম্বল ঘোষ (34)-কে আক্রমণ করে কয়েকজন দুষ্কৃতী । শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মৃত্যু হয় তাঁর । অভিযোগের আঙুল ওঠে BJP-র দিকে । 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । তারপরই গতকাল ঘটনায় মূল অভিযুক্ত স্থানীয় BJP নেতা তাপস রায়কে গ্রেপ্তার করে পুলিশ ।
এবিষয়ে ময়নাগুড়ির থানার IC জানান, ধৃত তাপস রায়কে কুচলিবাড়ি থানায় থেকে গ্রেপ্তার করা হয় । তাকে জিজ্ঞাসা করায় সে জানায় খুনের ঘটনার সঙ্গে সে কোনওভাবেই যুক্ত নয় । তাকে ফাঁসানো হয়েছে । তার দাবি, ঘটনার সময় স্থানীয় একজনের বাড়িতে কীর্ত্তনের আসরে ছিল সে। BJP করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।