জলপাইগুড়ি, 14 নভেম্বর: স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল ভরে পাঠানোর অভিযোগ উঠল (BJP Complains About Filling Water in Phenyl Drums) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনি বিস্ফোরক অভিযোগ করলেন জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের ফিনাইল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি ৷ তিনি দাবি করেছেন লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে ৷ পাল্টা জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ফিলাইন নয় ৷ যে ড্রাম দেখানো হচ্ছে সেটা সোডিয়াম হাইপোক্লোরাইটের নামে একটি বিশেষ তরল পদার্থ ৷
সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয়ে স্বাস্থ্য দপ্তরের নীল রঙের একটি ফিনাইলের ড্রাম সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ সেই ড্রাম দেখিয়ে এদিন বাপি গোস্বামী অভিযোগ করেন, স্বাস্থ্য দফতর যে ফিনাইল জারে করে সরবরাহ করছে জেলা হাসপাতালে, সেখানে জল থাকছে ৷ জেলা সভাপতি অভিযোগ করেছেন, ‘‘কেন্দ্র সরকার টাকা দিচ্ছে ৷ আর সেই টাকা লুঠ হচ্ছে জেলাতে ৷ দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত আছেন ৷’’
আরও পড়ুন: জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর
যদিও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Jalpaiguri Hospital) দাবি, ‘‘যে জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের জার নয় ৷ সেটি সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশনের জার ৷ এটা এক ধরণের বিশেষ তরল পদার্থ, যা সংক্রামণ মুক্ত করতে কাজে লাগে ৷’’ এমনটাই জানালেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খাঁ ৷ তিনি বলেন, ‘‘যে ফিনাইলের জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের বোতল নয়। হাসপাতালের সংক্রমণ রুখতে বিশেষ তরল হিসেবে ব্যবহার করা হয় ৷ তবে, এই জার হাসপাতালের স্টকের কিনা খতিয়ে দেখতে হবে ৷’’