ETV Bharat / state

Jalpaiguri Hospital: স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল! অভিযোগ বিজেপির - স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল

স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল ভরে জলপাইগুড়ি হাসপাতালে পাঠানোর অভিযোগ আনল বিজেপি (BJP Complains About Filling Water in Phenyl Drums) ৷

bjp-complains-about-filling-water-in-phenyl-drums-in-jalpaiguri
bjp-complains-about-filling-water-in-phenyl-drums-in-jalpaiguri
author img

By

Published : Nov 14, 2022, 9:06 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর: স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল ভরে পাঠানোর অভিযোগ উঠল (BJP Complains About Filling Water in Phenyl Drums) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনি বিস্ফোরক অভিযোগ করলেন জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের ফিনাইল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি ৷ তিনি দাবি করেছেন লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে ৷ পাল্টা জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ফিলাইন নয় ৷ যে ড্রাম দেখানো হচ্ছে সেটা সোডিয়াম হাইপোক্লোরাইটের নামে একটি বিশেষ তরল পদার্থ ৷

স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল! অভিযোগ বিজেপির

সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয়ে স্বাস্থ্য দপ্তরের নীল রঙের একটি ফিনাইলের ড্রাম সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ সেই ড্রাম দেখিয়ে এদিন বাপি গোস্বামী অভিযোগ করেন, স্বাস্থ্য দফতর যে ফিনাইল জারে করে সরবরাহ করছে জেলা হাসপাতালে, সেখানে জল থাকছে ৷ জেলা সভাপতি অভিযোগ করেছেন, ‘‘কেন্দ্র সরকার টাকা দিচ্ছে ৷ আর সেই টাকা লুঠ হচ্ছে জেলাতে ৷ দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত আছেন ৷’’

আরও পড়ুন: জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

যদিও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Jalpaiguri Hospital) দাবি, ‘‘যে জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের জার নয় ৷ সেটি সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশনের জার ৷ এটা এক ধরণের বিশেষ তরল পদার্থ, যা সংক্রামণ মুক্ত করতে কাজে লাগে ৷’’ এমনটাই জানালেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খাঁ ৷ তিনি বলেন, ‘‘যে ফিনাইলের জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের বোতল নয়। হাসপাতালের সংক্রমণ রুখতে বিশেষ তরল হিসেবে ব্যবহার করা হয় ৷ তবে, এই জার হাসপাতালের স্টকের কিনা খতিয়ে দেখতে হবে ৷’’

জলপাইগুড়ি, 14 নভেম্বর: স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল ভরে পাঠানোর অভিযোগ উঠল (BJP Complains About Filling Water in Phenyl Drums) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনি বিস্ফোরক অভিযোগ করলেন জলপাইগুড়ি বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের ফিনাইল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি ৷ তিনি দাবি করেছেন লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে ৷ পাল্টা জলপাইগুড়ি স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ফিলাইন নয় ৷ যে ড্রাম দেখানো হচ্ছে সেটা সোডিয়াম হাইপোক্লোরাইটের নামে একটি বিশেষ তরল পদার্থ ৷

স্বাস্থ্য দফতরের পাঠানো ফিনাইলের ড্রামে জল! অভিযোগ বিজেপির

সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডের বিজেপি কার্যালয়ে স্বাস্থ্য দপ্তরের নীল রঙের একটি ফিনাইলের ড্রাম সামনে রেখে সাংবাদিক বৈঠক করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী ৷ সেই ড্রাম দেখিয়ে এদিন বাপি গোস্বামী অভিযোগ করেন, স্বাস্থ্য দফতর যে ফিনাইল জারে করে সরবরাহ করছে জেলা হাসপাতালে, সেখানে জল থাকছে ৷ জেলা সভাপতি অভিযোগ করেছেন, ‘‘কেন্দ্র সরকার টাকা দিচ্ছে ৷ আর সেই টাকা লুঠ হচ্ছে জেলাতে ৷ দুর্নীতির সঙ্গে তৃণমূলের নেতারা যুক্ত আছেন ৷’’

আরও পড়ুন: জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

যদিও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Jalpaiguri Hospital) দাবি, ‘‘যে জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের জার নয় ৷ সেটি সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশনের জার ৷ এটা এক ধরণের বিশেষ তরল পদার্থ, যা সংক্রামণ মুক্ত করতে কাজে লাগে ৷’’ এমনটাই জানালেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের দায়িত্বে থাকা এমএসভিপি কল্যাণ খাঁ ৷ তিনি বলেন, ‘‘যে ফিনাইলের জার দেখানো হচ্ছে সেটা ফিনাইলের বোতল নয়। হাসপাতালের সংক্রমণ রুখতে বিশেষ তরল হিসেবে ব্যবহার করা হয় ৷ তবে, এই জার হাসপাতালের স্টকের কিনা খতিয়ে দেখতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.