ETV Bharat / state

বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - Jalpaiguri

কান কাটার পাশাপাশি ভাঙা হয়েছে স্থানীয় বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেল ।

tmc-accused-of-cutting-off-the-ears-of-bjp-members
tmc-accused-of-cutting-off-the-ears-of-bjp-members
author img

By

Published : Mar 30, 2021, 2:16 PM IST

জলপাইগুড়ি, 29 মার্চ : আবির লাগিয়ে জয় শ্রী রাম বলায় এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । যার জেরে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির পাদ্রিকুঠি । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।

আহত বিজেপি কর্মীর নাম সুভাষ রায় । আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । অভিযোগ, একই ঘটনায় ভাঙা হয়েছে স্থানীয় বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেল । বিজেপির পক্ষ থেকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নিরোধ রায় সহ 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরেই বাড়ি বাড়ি গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ ।

শুনুন কী বললেন বিজেপি নেতা

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাগনানে, মহিলা-শিশুদের মারধরের অভিযোগ

বিজেপির জেলার সহ-সভাপতি অলোক চক্রবর্তীর অভিযোগ, পাদ্রিকুটি বাজারে দলীয় কার্যালয়ে দোল উৎসব পালন করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা । সেখানেই এক পরিচিত তৃণমূল সমর্থককে বিজেপি কর্মী সুভাষ রায় কপালে একটি আবিরের টিকা দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেয় । তাতেই সূত্রপাত ঝামেলার ৷ প্রাথমিকভাবে ঝামেলা মিটলেও কিছু পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যা মমতা রায়ের স্বামী নিরোধ রায় প্রায় দেড়শো জন তৃণমূল কর্মীকে নিয়ে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সুভাষের কানে আঘাত করা হয় ৷ তাতে কানের একটি অংশ কেটে যায় বলে দাবি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ৷ ছিলেন জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ও ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল । পুলিশই আহত বিজেপি কর্মী সুভাষ রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।

বিজেপির অভিযোগ, নিরোধ রায় ছাড়াও তৃণমুল নেতা কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রমের নেতৃত্বে এই হামলা হয়েছে । যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

জলপাইগুড়ি, 29 মার্চ : আবির লাগিয়ে জয় শ্রী রাম বলায় এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । যার জেরে রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির পাদ্রিকুঠি । ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।

আহত বিজেপি কর্মীর নাম সুভাষ রায় । আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি । অভিযোগ, একই ঘটনায় ভাঙা হয়েছে স্থানীয় বিজেপি কার্যালয় ও বিজেপি কর্মীদের একাধিক মোটরসাইকেল । বিজেপির পক্ষ থেকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী নিরোধ রায় সহ 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের পরেই বাড়ি বাড়ি গিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ ।

শুনুন কী বললেন বিজেপি নেতা

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাগনানে, মহিলা-শিশুদের মারধরের অভিযোগ

বিজেপির জেলার সহ-সভাপতি অলোক চক্রবর্তীর অভিযোগ, পাদ্রিকুটি বাজারে দলীয় কার্যালয়ে দোল উৎসব পালন করছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা । সেখানেই এক পরিচিত তৃণমূল সমর্থককে বিজেপি কর্মী সুভাষ রায় কপালে একটি আবিরের টিকা দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেয় । তাতেই সূত্রপাত ঝামেলার ৷ প্রাথমিকভাবে ঝামেলা মিটলেও কিছু পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যা মমতা রায়ের স্বামী নিরোধ রায় প্রায় দেড়শো জন তৃণমূল কর্মীকে নিয়ে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ ৷ সেখানেই ধারালো অস্ত্র দিয়ে সুভাষের কানে আঘাত করা হয় ৷ তাতে কানের একটি অংশ কেটে যায় বলে দাবি । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ৷ ছিলেন জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার ও ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল । পুলিশই আহত বিজেপি কর্মী সুভাষ রায়কে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ।

বিজেপির অভিযোগ, নিরোধ রায় ছাড়াও তৃণমুল নেতা কৃষ্ণ দাস ও প্রধান হেমব্রমের নেতৃত্বে এই হামলা হয়েছে । যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.