ETV Bharat / state

Bear: পিলে চমকে যাওয়ার জোগাড়, বাথরুমের ভিতরে কে ও ... - Bear in Alipurduar

গৃহস্থ বাড়ির বাথরুম থেকে ভাল্লুক উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে(Bear)৷ খবর পেয়ে পূর্ণবয়স্ক ভাল্লুকটিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷ স্বাস্থ্যপরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় বক্সার জঙ্গলে ৷

Etv Bharat
বাথরুম থেকে উদ্ধার হওয়া ভাল্লুক
author img

By

Published : Dec 20, 2022, 6:18 PM IST

Updated : Dec 20, 2022, 8:08 PM IST

আলিপুরদুয়ার, 20 ডিসেম্বর: বাথরুমে ঢুকে বসে আছে ভাল্লুক । আর তা দেখেই ভিরমি খাওয়ার জোগাড় । বাড়ির বাথরুমে ভাল্লুক বসে থাকবে তা কোনওভাবেই আঁচ করতে পারেননি গৃহকর্তা ৷ জলপাইগুড়ির কুমারগ্রামের পাগলারহাট এলাকার ঘটনা (Bear in Alipurduar)। প্রথমে কালো কুকুর ভেবে চিৎকার করলেও পরে আন্দাজ করেন কুকুর নয়, এটা ভাল্লুক ৷

এরপরেই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের । তাঁরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় বাথরুম থেকে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যান (Bear Found in Bathroom in a House of Jalpaiguri)৷

সোমবার রাতে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে একটি ভাল্লুক পাগলারহাট এলাকায় ঢুকে পড়ে । খবর পেয়ে বনকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগ্রাম থানার পুলিশ । এরপর ভাল্লুকটিকে উদ্ধার করে তার স্বাস্থ্যপরীক্ষার পর বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷ এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক বলে জানা গিয়েছে । সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

আলিপুরদুয়ার, 20 ডিসেম্বর: বাথরুমে ঢুকে বসে আছে ভাল্লুক । আর তা দেখেই ভিরমি খাওয়ার জোগাড় । বাড়ির বাথরুমে ভাল্লুক বসে থাকবে তা কোনওভাবেই আঁচ করতে পারেননি গৃহকর্তা ৷ জলপাইগুড়ির কুমারগ্রামের পাগলারহাট এলাকার ঘটনা (Bear in Alipurduar)। প্রথমে কালো কুকুর ভেবে চিৎকার করলেও পরে আন্দাজ করেন কুকুর নয়, এটা ভাল্লুক ৷

এরপরেই খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের । তাঁরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় বাথরুম থেকে ভাল্লুকটিকে উদ্ধার করে নিয়ে যান (Bear Found in Bathroom in a House of Jalpaiguri)৷

সোমবার রাতে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে একটি ভাল্লুক পাগলারহাট এলাকায় ঢুকে পড়ে । খবর পেয়ে বনকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগ্রাম থানার পুলিশ । এরপর ভাল্লুকটিকে উদ্ধার করে তার স্বাস্থ্যপরীক্ষার পর বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷ এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক বলে জানা গিয়েছে । সোমবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷

আরও পড়ুন : বাড়িতে ভালুক, শোরগোল মালবাজারে

Last Updated : Dec 20, 2022, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.