ETV Bharat / state

Dhupguri Update : ধূপগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্পের ঘটনায় শোকজ় স্বাস্থ্য আধিকারিক, বিডিও - ধূপগুড়ি ভ্যাকসিনেশন ক্যাম্প

পুলিশ জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ জানত না যে স্কুলে ভ্যাকসিনেশন ক্যাম্প হবে ৷ এদিকে ভোর থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন সাধারণ মানুষ ৷ বেলা যত বাড়ছে, ততই দীর্ঘ হয় লাইন আর স্কুলের দরজা না খোলায় মানুষও ধৈর্য হারিয়ে ফেলেছিল ৷ পরে স্কুলের দরজা খোলার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকতে গিয়ে পদপিষ্ট হন মানুষ ৷ এমনকি পুলিশ কর্মীও ৷

হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বললেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়
হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বললেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়
author img

By

Published : Sep 1, 2021, 1:59 PM IST

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : করোনা ভ্যাকসিন নিতে এসে পদপিষ্ট হয়ে আহত হন 30 জন ৷ গতকাল ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনার জেরে আজ ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ সুরজিৎ ঘোষ এবং ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) প্রহ্লাদ বিশ্বাসকে শোকজ় করল জেলা প্রশাসন । ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ শোকজ়ের চিঠির কথা স্বীকার করে জানিয়েছেন শোকজ়ের উত্তর দেওয়া হবে ।

গতকাল রাতে বীরপাড়া হাসপাতালে আহতদের দেখতে পৌঁছান ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায় ৷ তিনি জানান, কারওর অবস্থা আশঙ্কাজনক নয় ৷ 7 জন ভর্তি রয়েছেন ৷ তাদেরও ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু তাদের মধ্যে কয়েকজনের সিটি স্ক্যান করা দরকার ৷ তাদের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বহু লোক জড়ো হয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্পের স্কুলে ৷ হুড়োহুড়ি করে একজন আরেকজনকে টপকে ঢুকতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে ৷

আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

জেলা প্রশাসন সূত্রে খবর, কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই বিষয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে । মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এবং ডিএসপি (অপরাধ) বিক্রমজিৎ লামা । এদিন জেলা পুলিশ সুপার বলেন, "ঘটনার তদন্ত চলছে । সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।"

হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বললেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়

তবে পুলিশ সুপার জানিয়েছেন, আগে থেকে স্কুল কর্তৃপক্ষ জানত না যে সেখানে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এদিকে সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল ৷ ক্রমে সেই ভিড় বাড়ছিল ৷ অথচ দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের দরজা খোলা হয়নি ৷ পরে যখন স্কুল কর্তৃপক্ষ স্কুলে এসে ভ্যাকসিনেশন ক্যাম্পের কথা জানতে পারে, তখন দরজা খোলা হয় ৷ আর হুড়মুড়িয়ে মানুষ ঢুকতে শুরু করে ৷ তখন একে অন্যের ঘাড়ে পড়ে যায় ৷ তার ফলে এই দুর্ঘটনা ৷

এদিকে ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে । তবে পরিকাঠামো যথাযথ না করে একসঙ্গে এত বড় ভ্যাকসিনেশন প্রক্রিয়ার আয়োজন করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

জলপাইগুড়ি, 1 সেপ্টেম্বর : করোনা ভ্যাকসিন নিতে এসে পদপিষ্ট হয়ে আহত হন 30 জন ৷ গতকাল ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ এই ঘটনার জেরে আজ ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) ডাঃ সুরজিৎ ঘোষ এবং ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) প্রহ্লাদ বিশ্বাসকে শোকজ় করল জেলা প্রশাসন । ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ শোকজ়ের চিঠির কথা স্বীকার করে জানিয়েছেন শোকজ়ের উত্তর দেওয়া হবে ।

গতকাল রাতে বীরপাড়া হাসপাতালে আহতদের দেখতে পৌঁছান ধূপগুড়ি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য মিতালী রায় ৷ তিনি জানান, কারওর অবস্থা আশঙ্কাজনক নয় ৷ 7 জন ভর্তি রয়েছেন ৷ তাদেরও ছেড়ে দেওয়া হবে ৷ কিন্তু তাদের মধ্যে কয়েকজনের সিটি স্ক্যান করা দরকার ৷ তাদের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে ৷ দুর্ঘটনা প্রসঙ্গে তিনি জানান, বহু লোক জড়ো হয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্পের স্কুলে ৷ হুড়োহুড়ি করে একজন আরেকজনকে টপকে ঢুকতে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে ৷

আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

জেলা প্রশাসন সূত্রে খবর, কীভাবে এই দুর্ঘটনা ঘটল বা কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই বিষয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে । মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এবং ডিএসপি (অপরাধ) বিক্রমজিৎ লামা । এদিন জেলা পুলিশ সুপার বলেন, "ঘটনার তদন্ত চলছে । সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।"

হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে কথা বললেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়

তবে পুলিশ সুপার জানিয়েছেন, আগে থেকে স্কুল কর্তৃপক্ষ জানত না যে সেখানে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ এদিকে সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার লাইনে দাঁড়িয়েছিল ৷ ক্রমে সেই ভিড় বাড়ছিল ৷ অথচ দুরামারি চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের দরজা খোলা হয়নি ৷ পরে যখন স্কুল কর্তৃপক্ষ স্কুলে এসে ভ্যাকসিনেশন ক্যাম্পের কথা জানতে পারে, তখন দরজা খোলা হয় ৷ আর হুড়মুড়িয়ে মানুষ ঢুকতে শুরু করে ৷ তখন একে অন্যের ঘাড়ে পড়ে যায় ৷ তার ফলে এই দুর্ঘটনা ৷

এদিকে ঘটনার পর থেকে এলাকা থমথমে রয়েছে । তবে পরিকাঠামো যথাযথ না করে একসঙ্গে এত বড় ভ্যাকসিনেশন প্রক্রিয়ার আয়োজন করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.