ETV Bharat / state

ISC পরীক্ষায় সম্ভাব্য পঞ্চম জলপাইগুড়ির বর্ষদীপ - জলপাইগুড়ি

ISC পরীক্ষায় উত্তরবঙ্গের সম্ভাব্য সেরা ও সারা ভারতে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে বর্ষদীপ ৷ সে জানিয়েছে , সে বিজ্ঞানী হতে চায় ।

Breaking News
author img

By

Published : Jul 11, 2020, 4:29 PM IST

জলপাইগুড়ি , 11 জুলাই : বিজ্ঞানী হতে চায় জলপাইগুড়ির বর্ষদীপ ৷ ISC পরীক্ষায় নজর কাড়ল জলপাইগুড়ির বর্ষদীপ দেব । উত্তরবঙ্গের সম্ভাব্য সেরা ও সারা ভারতে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে সে ।

জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র বর্ষদীপ ৷ এবছর ISC তে 98.75% নম্বর পেয়ে স্কুলের পাশাপাশি, উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছে । তার এই সাফল্যে খুশি জলপাইগুড়িবাসী । বর্ষদীপের পেয়েছে মোট 395 নম্বর । সে অঙ্কে পেয়েছে 99, ফিজিক্সে 100, ইংরাজিতে 97, বাইওলজিতে ৯৯ ও কেমিস্ট্রিতে 92 ৷

বর্ষদীপ বলে, শিক্ষক - শিক্ষিকারা তার পড়াশোনায় অনেকটাই সাহায্য করেছেন ৷ সে ফিজ়িক্সে রিসার্চ করে একজন বিজ্ঞানী হতে চায় । রোজ সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পড়াশোনার সঙ্গে ফুটবল খেলা তার শখ ছিল । বর্ষদেবের বাবা সত্যাজিৎ দেব সোনাউল্লা স্কুলের একজন কর্মী । জলপাইগুড়ি শহরের বিল পাড়া সিরিজ তলার এই ছাত্রের রেজ়াল্টে খুশি হোলি চাইল্ড স্কুল কর্তৃপক্ষ ওই তার পরিবার ৷

জলপাইগুড়ি , 11 জুলাই : বিজ্ঞানী হতে চায় জলপাইগুড়ির বর্ষদীপ ৷ ISC পরীক্ষায় নজর কাড়ল জলপাইগুড়ির বর্ষদীপ দেব । উত্তরবঙ্গের সম্ভাব্য সেরা ও সারা ভারতে সম্ভাব্য পঞ্চম স্থান অধিকার করেছে সে ।

জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র বর্ষদীপ ৷ এবছর ISC তে 98.75% নম্বর পেয়ে স্কুলের পাশাপাশি, উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছে । তার এই সাফল্যে খুশি জলপাইগুড়িবাসী । বর্ষদীপের পেয়েছে মোট 395 নম্বর । সে অঙ্কে পেয়েছে 99, ফিজিক্সে 100, ইংরাজিতে 97, বাইওলজিতে ৯৯ ও কেমিস্ট্রিতে 92 ৷

বর্ষদীপ বলে, শিক্ষক - শিক্ষিকারা তার পড়াশোনায় অনেকটাই সাহায্য করেছেন ৷ সে ফিজ়িক্সে রিসার্চ করে একজন বিজ্ঞানী হতে চায় । রোজ সে 4 থেকে 5 ঘণ্টা পড়াশোনা করত । পড়াশোনার সঙ্গে ফুটবল খেলা তার শখ ছিল । বর্ষদেবের বাবা সত্যাজিৎ দেব সোনাউল্লা স্কুলের একজন কর্মী । জলপাইগুড়ি শহরের বিল পাড়া সিরিজ তলার এই ছাত্রের রেজ়াল্টে খুশি হোলি চাইল্ড স্কুল কর্তৃপক্ষ ওই তার পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.