ETV Bharat / state

Kangaroo Rescued in Alipurduar : পশ্চিমবঙ্গ-অসম সীমান্তে এই প্রথম উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙারু, নজির বারোবিশা পুলিশের

ভারতে চিড়িয়াখানা ছাড়া ক্যাঙারুর দেখা মেলে না ৷ এই প্রথম রাজ্যে ক্যাঙারু পাচারের ঘটনা ঘটল (Australian Kangaroo Rescued in Barobisha) ৷

Caged Australian Kangaroo in Barobisha Outpost
বারোবিশা আউটপোস্টে খাঁচায় বন্দি ক্যাঙারু
author img

By

Published : Mar 13, 2022, 9:10 AM IST

Updated : Mar 13, 2022, 9:59 AM IST

জলপাইগুড়ি, 13 মার্চ : পাকরিগুড়ি থেকে উদ্ধার হল অস্ট্রেলিয়ার ক্যাঙারু ! বাংলা-অসম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পাচার করা ক্যাঙারুকে রক্ষা করল পুলিশ । বন্যপ্রাণ পাচারের বিরলতম ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারোবিশা আউটপোস্টের পুলিশের নাকা চেকিং-এ (Barobisha Police rescues an Australian Kangaroo while smuggling) ।

বাংলা-অসম সীমান্তে 31সি জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল ৷ গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে ৷ কুমার গ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, "বারোবিশা আউটপোস্টের পাকরিগুড়িতে 24 ঘণ্টা নাকাচেকিং চলে ৷ নাকাচেকিং চলাকালীন অসমের গুয়াহাটি থেকে আসা একটি ট্রাক দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় ৷ তারা দেখে ভিতরে একটা বড় খাঁচা রয়েছে এবং সেটি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে ৷ এই খাঁচাটি প্রাণী নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ৷" তিনি জানান, খাঁচাটি ত্রিপল দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, যাতে মনে হবে তেমন কিছু নেই ৷

তিনি বলেন, সেই খাঁচা থেকে একটি অস্ট্রেলিয়ান ক্যাঙারু পাওয়া গিয়েছে ৷ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পাশাপাশি গাড়িচালক ও তার খালাসিকে আটক করেছে পুলিশ । কোথা থেকে এই প্রাণীটি এই ভাবে প্রোফেশনার খাঁচায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ারে বারোবিশা আউটপোস্টে উদ্ধার হল অসম থেকে আসা ক্যাঙারু

আরও পড়ুন : Tokay Gecko Smuggling : নেপালে পাচারের আগেই উদ্ধার তক্ষক ও হাতির দেহাংশ, গ্রেফতার দুই

ভারতে ক্যাঙারু পাওয়া যায় না । দেশের কয়েকটি চিড়িয়াখানায় এই প্রাণীটি আছে । উদ্ধার হওয়া ক্যাঙারুটি আপাতত থানায় রয়েছে ৷ আইসি বাসুদেব সরকার বলেন, "আমরা অ্যানিম্যান অ্যাক্ট-এর উপর কেস করছি ৷ নিয়ম মেনে প্রাণীটিকে বন দফতরের কাছে হস্তান্তরিত করা হবে ৷ এর মধ্যে ক্যাঙারুটির স্বাস্থ্য দেখভালের জন্য এসপি বন দফতরের সঙ্গে কথা বলবেন ৷ তাদের কাছে ক্যাঙারুকে সেফ কাস্টডিতে দিয়ে দেব ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের গুয়াহাটি থেকে হায়দরাবাদে পাচার হচ্ছিল ক্যাঙারুটি ৷ সেখানে পাচারকারী এসে ক্যাঙারুটি নিয়ে যাওয়ার কথা ছিল ৷ পাচারে জড়িত থাকার অভিযোগে হায়দরাবাদের দুই বাসিন্দা ইমরান শেখ ও জাহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ । দ্বিতীয় জন ওই গাড়িটির চালক ।

এর আগে ভারতীয় শ্রেণিভুক্ত অন্য বন্যপ্রাণী বা পাখি উদ্ধারের ঘটনা ঘটলেও ক্যাঙারু উদ্ধারের ঘটনা এই প্রথম । পুলিশ কোথা থেকে কেন এই পাচার চলছিল, এর সঙ্গে কোনও চক্র জড়িত আছে কি না, তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : বোতলবন্দি তক্ষক-সহ পানিট্য়াঙ্কিতে গ্রেফতার দুই পাচারকারী

জলপাইগুড়ি, 13 মার্চ : পাকরিগুড়ি থেকে উদ্ধার হল অস্ট্রেলিয়ার ক্যাঙারু ! বাংলা-অসম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পাচার করা ক্যাঙারুকে রক্ষা করল পুলিশ । বন্যপ্রাণ পাচারের বিরলতম ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারোবিশা আউটপোস্টের পুলিশের নাকা চেকিং-এ (Barobisha Police rescues an Australian Kangaroo while smuggling) ।

বাংলা-অসম সীমান্তে 31সি জাতীয় সড়কে নাকা চেকিং চলছিল ৷ গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে ৷ কুমার গ্রাম থানার আইসি বাসুদেব সরকার বলেন, "বারোবিশা আউটপোস্টের পাকরিগুড়িতে 24 ঘণ্টা নাকাচেকিং চলে ৷ নাকাচেকিং চলাকালীন অসমের গুয়াহাটি থেকে আসা একটি ট্রাক দেখে কর্তব্যরত পুলিশের সন্দেহ হয় ৷ তারা দেখে ভিতরে একটা বড় খাঁচা রয়েছে এবং সেটি ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে ৷ এই খাঁচাটি প্রাণী নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয় ৷" তিনি জানান, খাঁচাটি ত্রিপল দিয়ে এমন ভাবে ঢাকা ছিল, যাতে মনে হবে তেমন কিছু নেই ৷

তিনি বলেন, সেই খাঁচা থেকে একটি অস্ট্রেলিয়ান ক্যাঙারু পাওয়া গিয়েছে ৷ ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পাশাপাশি গাড়িচালক ও তার খালাসিকে আটক করেছে পুলিশ । কোথা থেকে এই প্রাণীটি এই ভাবে প্রোফেশনার খাঁচায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখা হচ্ছে ।

আলিপুরদুয়ারে বারোবিশা আউটপোস্টে উদ্ধার হল অসম থেকে আসা ক্যাঙারু

আরও পড়ুন : Tokay Gecko Smuggling : নেপালে পাচারের আগেই উদ্ধার তক্ষক ও হাতির দেহাংশ, গ্রেফতার দুই

ভারতে ক্যাঙারু পাওয়া যায় না । দেশের কয়েকটি চিড়িয়াখানায় এই প্রাণীটি আছে । উদ্ধার হওয়া ক্যাঙারুটি আপাতত থানায় রয়েছে ৷ আইসি বাসুদেব সরকার বলেন, "আমরা অ্যানিম্যান অ্যাক্ট-এর উপর কেস করছি ৷ নিয়ম মেনে প্রাণীটিকে বন দফতরের কাছে হস্তান্তরিত করা হবে ৷ এর মধ্যে ক্যাঙারুটির স্বাস্থ্য দেখভালের জন্য এসপি বন দফতরের সঙ্গে কথা বলবেন ৷ তাদের কাছে ক্যাঙারুকে সেফ কাস্টডিতে দিয়ে দেব ৷"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসমের গুয়াহাটি থেকে হায়দরাবাদে পাচার হচ্ছিল ক্যাঙারুটি ৷ সেখানে পাচারকারী এসে ক্যাঙারুটি নিয়ে যাওয়ার কথা ছিল ৷ পাচারে জড়িত থাকার অভিযোগে হায়দরাবাদের দুই বাসিন্দা ইমরান শেখ ও জাহিদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ । দ্বিতীয় জন ওই গাড়িটির চালক ।

এর আগে ভারতীয় শ্রেণিভুক্ত অন্য বন্যপ্রাণী বা পাখি উদ্ধারের ঘটনা ঘটলেও ক্যাঙারু উদ্ধারের ঘটনা এই প্রথম । পুলিশ কোথা থেকে কেন এই পাচার চলছিল, এর সঙ্গে কোনও চক্র জড়িত আছে কি না, তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

আরও পড়ুন : বোতলবন্দি তক্ষক-সহ পানিট্য়াঙ্কিতে গ্রেফতার দুই পাচারকারী

Last Updated : Mar 13, 2022, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.