ETV Bharat / state

Jalpaiguri District Court: বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করায় আদালতে এসে ক্ষমা ব্যাংক কর্মীর - বিচারকের পাশাপাশি আইনজীবীদের কাছেও ক্ষমা চাইল বৈশাখী

বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করার পর শনিবার আদালতে এসে বিচারকের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইল অভিযুক্ত ডেপুটি ব্যাংক ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিচারকের পাশাপাশি আইনজীবীদের কাছেও ক্ষমা চাইল বৈশাখী। পরে যাতে এমন ঘটনা ঘটে তার জন্য সচেতন করা হয়েছে বৈশাখীকে (Bank Employee Apologized to Court for Misbehaving with Judge)।

Jalpaiguri District Court
বিচারকের সঙ্গে দুর্ব্যবহার
author img

By

Published : Aug 6, 2022, 10:25 PM IST

Updated : Aug 7, 2022, 11:40 AM IST

জলপাইগুড়ি, 6 অগস্ট: বিচারকের সঙ্গে দুর্ব্যবহার ৷ ক্ষমা চাইতে হল ব্যাংক ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Bank Employee Apologized to Court for Misbehaving with Judge) ৷

গতকাল ধূপগুড়ি স্টেট ব্যাংকের একটি মামলার শুনানি ছিল জলপাইগুড়ি জেলা আদালতের সিভিল জজ সিনিয়ার ডিভিশন কোর্টে ৷ অভিযোগ সাক্ষী দেওয়ার সময় বিচারকের এজলাসে ঢোকার পর থেকে ডেপুটি ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার ঠিক ছিল না। এমনকী, বিচারকের সামনে সাক্ষী দেওয়ার সময় বিচারকের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়ে।

পাশাপাশি বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করে বৈশাখী। এরপর থেকেই বিচারক অনামিত্রা ভট্টাচার্য কর্তব্যরত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন বৈশাখীকে হেফাজতে নেওয়ার জন্য। এরপরে তাকে শর্তসাপেক্ষে ছাড়া হয়। গতকালই বিচারক নির্দেশ দিয়েছিলেন শনিবার বিচারক ও আইনজীবীদের সামনে ক্ষমা চাইতে হবে তাকে। সেই মতো এদিন ধূপগুড়ির ডেপুটি ব্যাংক ম্যানেজার বৈশাখী ও তার সহকর্মী, আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে এসে বিচারক ও আইনজীবীদের কাছে ক্ষমা চায় ৷ আদালতে দাঁড়িয়ে কীভাবে বিচারকের সামনে কথা বলতে হয় সেই বিষয়ে বৈশাখীকে কিছু উপদেশ দেন বিচারক।

আরও পড়ুন: জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

অন্যদিকে অভিযুক্ত বৈশাখী সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চায়নি। এদিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, "আজ ব্যাংক ম্যানেজার আদালতের বিচারকের সামনে এসে ক্ষমা চেয়েছে। কীভাবে আদালতে এসে কথা বলতে হয় তা তাকে বিচারক বোঝালেন। যাতে আগামীতে এমন ভুল তার যেন না হয়। ব্যাংক ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শাস্বতী কর জানিয়েছেন, মানসিক কিছু সমস্যার কারণে এমন হয়েছে। বিচারকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

জলপাইগুড়ি, 6 অগস্ট: বিচারকের সঙ্গে দুর্ব্যবহার ৷ ক্ষমা চাইতে হল ব্যাংক ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Bank Employee Apologized to Court for Misbehaving with Judge) ৷

গতকাল ধূপগুড়ি স্টেট ব্যাংকের একটি মামলার শুনানি ছিল জলপাইগুড়ি জেলা আদালতের সিভিল জজ সিনিয়ার ডিভিশন কোর্টে ৷ অভিযোগ সাক্ষী দেওয়ার সময় বিচারকের এজলাসে ঢোকার পর থেকে ডেপুটি ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার ঠিক ছিল না। এমনকী, বিচারকের সামনে সাক্ষী দেওয়ার সময় বিচারকের সঙ্গে বচসায়ও জড়িয়ে পড়ে।

পাশাপাশি বিচারকের সঙ্গে দুর্ব্যবহার করে বৈশাখী। এরপর থেকেই বিচারক অনামিত্রা ভট্টাচার্য কর্তব্যরত পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন বৈশাখীকে হেফাজতে নেওয়ার জন্য। এরপরে তাকে শর্তসাপেক্ষে ছাড়া হয়। গতকালই বিচারক নির্দেশ দিয়েছিলেন শনিবার বিচারক ও আইনজীবীদের সামনে ক্ষমা চাইতে হবে তাকে। সেই মতো এদিন ধূপগুড়ির ডেপুটি ব্যাংক ম্যানেজার বৈশাখী ও তার সহকর্মী, আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতে এসে বিচারক ও আইনজীবীদের কাছে ক্ষমা চায় ৷ আদালতে দাঁড়িয়ে কীভাবে বিচারকের সামনে কথা বলতে হয় সেই বিষয়ে বৈশাখীকে কিছু উপদেশ দেন বিচারক।

আরও পড়ুন: জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

অন্যদিকে অভিযুক্ত বৈশাখী সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চায়নি। এদিন জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় বলেন, "আজ ব্যাংক ম্যানেজার আদালতের বিচারকের সামনে এসে ক্ষমা চেয়েছে। কীভাবে আদালতে এসে কথা বলতে হয় তা তাকে বিচারক বোঝালেন। যাতে আগামীতে এমন ভুল তার যেন না হয়। ব্যাংক ম্যানেজার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শাস্বতী কর জানিয়েছেন, মানসিক কিছু সমস্যার কারণে এমন হয়েছে। বিচারকের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

Last Updated : Aug 7, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.