ETV Bharat / state

Awareness Campaign: নাট্যভিনয়ে মাধ্যমে স্কুলে বায়ু দূষণের সচেতেনতা বৃদ্ধি স্বাস্থ্য দফতরের - স্বাস্থ্য দফতর

স্কুলে স্কুলে শিবির করে বায়ু দূষণের (air pollution) সচেতেনতা বৃদ্ধি স্বাস্থ্য দফতরের ৷ এমনকী নাট্যভিনয়ের আয়োজন করা হয় মানুষকে সচেতন করতে ৷

Awareness Campaign
Awareness Campaign
author img

By

Published : Nov 14, 2022, 10:36 PM IST

জলপাইগুড়ি, 14 নভেম্বর: বায়ু দূষণ (air pollution) সম্পর্কে জন সমাজে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে শিবির (Awareness Campaign) শুরু করল স্বাস্থ্য দফতর (Health Department) । এ দিন জলপাইগুড়ি শহরের ফনীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ে ও সদর হাসপাতাল চত্বরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নাট্যভিনয়ের আয়োজন করা হয় । দৈনন্দিন মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে চারপাশে দিন দিন বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে । তার সঙ্গে প্রতিনিয়ত বেড়ে চলেছে তাপমাত্রা । সেই কারণে খরা, বন‍্যা-সহ বিভিন্ন ঘটনা ঘটছে । এমনকী বায়ু দূষণের ফলে প্রচুর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ।

তাই এবার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে ধূমকেতু পাপেট থিয়েটারের মাধ্যমে বায়ুদূষণের ওপর সচেতনতা মূলক প্রচার অভিযান চলছে । পরিবেশ দূষণে কী কী করনীয় এবং কী কী করনীয় নয়, তা শিল্পীরা অভিনয়ের মাধ্যমে জন সমাজে তুলে ধরছেন ।

ধুমকেতু পাপেট থিয়েটারের সদস্য শিল্পী নিখিলেশ সরকার বলেন, "আজ থেকে বায়ু দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান শুরু হয়েছে । 23 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি । এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বাজারের পাশাপাশি ব্লকের প্রত্যন্ত গ্রামেও এই প্রচার চলানো হয়েছে ।" তিনি আরও জানান, কাঠ ও খড় পোড়াবেন না ৷ জমিতে ধান কাটার পর নাড়া পোড়াবেন না । যেখানে সেখানে ধুমপান করবেন না । এই সকল দূষণের থেকে বিরত থাকুন । বায়ু দূষণের জন্য কাদের জীবনের ঝুঁকি সব থেকে বেশি এই বিষয়ে সচেতেনতা বৃদ্ধি করা হয় এদিন ।

স্কুলে স্কুলে শিবির করে বায়ু দূষণের সচেতেনতা বৃদ্ধি

আরও পড়ুন: গ্রামে হাতির হানা রুখতে মৌমাছি চাষ, আর্থিক লাভও হচ্ছে গ্রামবাসীদের

জানা গিয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ, 5 বছরের কম বয়সি শিশুরা, গর্ভবতী মহিলা, শ্বাসকষ্টের পাশাপাশি হৃদরোগীদের সব থেকে বেশি ঝুঁকি থাকে দূষণের ফলে । তাই বায়ু দূষণের সমস্যার প্রতিকারে বেশি বেশি গাছ লাগানো-সহ কাঠের উনুনের বদলে গ‍্যাস ব‍্যবহার করার পরামর্শ দেওয়া হয় এদিন ।

জলপাইগুড়ি, 14 নভেম্বর: বায়ু দূষণ (air pollution) সম্পর্কে জন সমাজে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে শিবির (Awareness Campaign) শুরু করল স্বাস্থ্য দফতর (Health Department) । এ দিন জলপাইগুড়ি শহরের ফনীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ে ও সদর হাসপাতাল চত্বরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক নাট্যভিনয়ের আয়োজন করা হয় । দৈনন্দিন মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে চারপাশে দিন দিন বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে । তার সঙ্গে প্রতিনিয়ত বেড়ে চলেছে তাপমাত্রা । সেই কারণে খরা, বন‍্যা-সহ বিভিন্ন ঘটনা ঘটছে । এমনকী বায়ু দূষণের ফলে প্রচুর মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ।

তাই এবার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে ধূমকেতু পাপেট থিয়েটারের মাধ্যমে বায়ুদূষণের ওপর সচেতনতা মূলক প্রচার অভিযান চলছে । পরিবেশ দূষণে কী কী করনীয় এবং কী কী করনীয় নয়, তা শিল্পীরা অভিনয়ের মাধ্যমে জন সমাজে তুলে ধরছেন ।

ধুমকেতু পাপেট থিয়েটারের সদস্য শিল্পী নিখিলেশ সরকার বলেন, "আজ থেকে বায়ু দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান শুরু হয়েছে । 23 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি । এদিন জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও বাজারের পাশাপাশি ব্লকের প্রত্যন্ত গ্রামেও এই প্রচার চলানো হয়েছে ।" তিনি আরও জানান, কাঠ ও খড় পোড়াবেন না ৷ জমিতে ধান কাটার পর নাড়া পোড়াবেন না । যেখানে সেখানে ধুমপান করবেন না । এই সকল দূষণের থেকে বিরত থাকুন । বায়ু দূষণের জন্য কাদের জীবনের ঝুঁকি সব থেকে বেশি এই বিষয়ে সচেতেনতা বৃদ্ধি করা হয় এদিন ।

স্কুলে স্কুলে শিবির করে বায়ু দূষণের সচেতেনতা বৃদ্ধি

আরও পড়ুন: গ্রামে হাতির হানা রুখতে মৌমাছি চাষ, আর্থিক লাভও হচ্ছে গ্রামবাসীদের

জানা গিয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষ, 5 বছরের কম বয়সি শিশুরা, গর্ভবতী মহিলা, শ্বাসকষ্টের পাশাপাশি হৃদরোগীদের সব থেকে বেশি ঝুঁকি থাকে দূষণের ফলে । তাই বায়ু দূষণের সমস্যার প্রতিকারে বেশি বেশি গাছ লাগানো-সহ কাঠের উনুনের বদলে গ‍্যাস ব‍্যবহার করার পরামর্শ দেওয়া হয় এদিন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.