জলপাইগুড়ি, 28 অক্টোবর : স্কুল খোলার সরকারি নির্দেশ মিলতেই জলপাইগুড়ির কুমুদিনী বালিকা বিদ্যালয়ে শুরু হয়েছিল সাফাই অভিযান ৷ কিন্তু ছন্দে ফেরার প্রস্তুতির শুরুতেই বিপত্তি ৷ স্কুলের চারপাশে গজিয়ে ওঠা আগাছায় সাপের আনাগোনা চোখে পড়েছে ৷ তাই স্থানীয় সর্প বিশেষজ্ঞ দেবার্ঘ্য রক্ষিতকে ডেকে সাপের গোপন আস্তানা চিহ্নিত করে স্কুল চত্বর পরিষ্কার করাচ্ছেন কুমুদিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হীরা পাল ৷ সকলের স্বার্থে সাপ নিয়ে সচেতনতা শিবির করবেন বলেও জানালেন তিনি ৷
তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর ঘোষণামতো আগামী 16 নভেম্বর থেকে স্কুল-কলেজ খোলার দিন ঘোষণা হয়েছে । এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার কারণে স্কুলের চারপাশ জঙ্গলে ভরে গিয়েছে ৷ তাই সাফাই করতে গিয়ে সাপ আছে কিনা তা দেখতে সর্প বিশেষজ্ঞদের স্কুলে ডাকতে হচ্ছে । যদিও এই এলাকায় এমনিতেই সাপের উপদ্রব রয়েছে ৷ তবুও বন্ধ স্কুলের চারপাশে সাপের বাসা থাকায় স্কুলে ছাত্রছাত্রীরা এলে সাপের বাসস্থানে আঘাত আসতে পারে । ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় । তাই তার আগেই স্কুলে চত্বর থেকে সাপ তাড়াতে সর্প বিশারদকে ডাকতে হচ্ছে ৷"
এই বিষয়ে সর্প বিশেষজ্ঞ দেবার্ঘ্য রক্ষিত বলেন, "দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে প্রায় সব স্কুলেই সাপের বাসা হয়েছে । তাই আমাকে অনেক স্কুল থেকেই ডাকা হচ্ছে সাপ আছে নাকি দেখার জন্য । আমিও বলেছি সাপ দেখলেই ফোন করতে । আমরা গিয়ে সাপ উদ্ধার করে নিয়ে আসব ।"
আরও পড়ুন : School Reopening : দীর্ঘদিন পর খুলছে স্কুল, জলপাইগুড়িতে খুশির আমেজে ছাত্র-শিক্ষকরা