ETV Bharat / state

ময়নাগুড়িতে এলাকাভিত্তিক লকডাউন জারি - Lockdown in Mainaguri

ময়নাগুড়িতে দিনের পর দিন বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়নাগুড়িতে ফের লকডাউন জারি হল ।

Area-based lockdown issued in Mainaguri
Area-based lockdown issued in Mainaguri
author img

By

Published : Aug 4, 2020, 7:55 PM IST

জলপাইগুড়ি, 4 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে ময়নাগুড়িতে চলছে লকডাউন । ময়নাগুড়িতে প্রতিদিনই কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এখনও পর্যন্ত মোট 63 জন সংক্রমিত হয়েছে ময়নাগুড়িতে । ময়নাগুড়ি শহরে কোরোনা সংক্রমণ রুখতে আজ থেকে 9 তারিখ পর্যন্ত লকডাউন চলবে ।

ময়নাগুড়ির BDO কোরোনার সংক্রমণ রুখতে এলাকাভিত্তিক লকডাউন করার লিখিত আবেদন জানান জেলাশাসককে । সেই আবেদনের ভিত্তিতে আজ থেকে শুরু হল লকডাউন । চলবে 9 অগাস্ট পর্যন্ত । ব্যবসায়ীরা যদিও এর আগে থেকেই ময়নাগুড়িতে ব্যবসা বন্ধ রেখেছিলেন । এরপর ফের সরকারিভাবে লকডাউনের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ।

প্রশাসন সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির BDO অফিসের মোড় থেকে মোয়ামারি, ময়নাগুড়ি বাইপাস, ময়নাগুড়ি টাউন, হাসপাতাল পাড়া, ইন্দিরামোড়, ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন এলাকা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এদিকে ময়নাগুড়িতে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে ।

জলপাইগুড়ি, 4 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে ময়নাগুড়িতে চলছে লকডাউন । ময়নাগুড়িতে প্রতিদিনই কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এখনও পর্যন্ত মোট 63 জন সংক্রমিত হয়েছে ময়নাগুড়িতে । ময়নাগুড়ি শহরে কোরোনা সংক্রমণ রুখতে আজ থেকে 9 তারিখ পর্যন্ত লকডাউন চলবে ।

ময়নাগুড়ির BDO কোরোনার সংক্রমণ রুখতে এলাকাভিত্তিক লকডাউন করার লিখিত আবেদন জানান জেলাশাসককে । সেই আবেদনের ভিত্তিতে আজ থেকে শুরু হল লকডাউন । চলবে 9 অগাস্ট পর্যন্ত । ব্যবসায়ীরা যদিও এর আগে থেকেই ময়নাগুড়িতে ব্যবসা বন্ধ রেখেছিলেন । এরপর ফের সরকারিভাবে লকডাউনের ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা ।

প্রশাসন সূত্রে জানা গেছে, ময়নাগুড়ির BDO অফিসের মোড় থেকে মোয়ামারি, ময়নাগুড়ি বাইপাস, ময়নাগুড়ি টাউন, হাসপাতাল পাড়া, ইন্দিরামোড়, ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন এলাকা সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে । এদিকে ময়নাগুড়িতে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.