জলপাইগুড়ি, 26 জুলাই: ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর ফের বিস্ফোরক মন্তব্য ৷ গতকালই তিনি এসএসসি দুর্নীতি নিয়ে পার্থকে নিশানা করেছিলেন ৷ আর এবার আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর দিকে (Ananta Deb Adhikari Speaks on SSC Recruitment Scam)৷
তিনি বলেন, "আমার ছেলেমেয়ের চাকরির জন্য যেটা দিয়েছিলাম। সেটা কোনও প্যাডে দিইনি। আমি সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে দিতে পারিনি। আমি মুখ্যমন্ত্রীকে স্লিপে লিখে দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও।" এমনটাই দাবি তুলেছেন ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী।
তিনি এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, "মন্ত্রীকে চাকরির জন্য বলেছিলাম তাও ছেলেমেয়ের চাকরি হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের প্যাডে এসএসসি-র গ্রুপ ডি'র নিয়োগের পাঁচ জনের চাকরি প্রার্থীর সুপারিশের নাম পেয়েছেন। এরপরেই মুখ খুলেছেন অনন্তদেব অধিকারী।
আরও পড়ুন: 'পার্থ চট্টোপাধ্যায়কে 5 জনের নাম পাঠিয়েছিলাম, কারও চাকরি হয়নি', অকপট প্রাক্তন তৃণমূল বিধায়ক
অনন্তদেব অধিকারী আরও বলেন, "আমার ছেলে টেট পাশ করা। আমি আমার ছেলের চাকরি করাতে পারিনি। তৎকালীন শিক্ষামন্ত্রী-সহ অন্যান্যদের বলেছিলাম। কেউ কোনও দায়িত্ব নেয়নি। ছেলে এখন পার্শ্বশিক্ষক হিসেবে কাজ করছেন। আমার সুপারিশ করা পাঁচ জনের নামের তালিকে রিজেক্ট করেছিলেন বলেই তাঁর বাড়ি থেকে আমার চিঠি পাওয়া গিয়েছে। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হতে পারে।"