ETV Bharat / state

কোরোনা সংক্রমণের আশঙ্কা, চাকরি ছাড়ার কথা বলছেন অ্যাম্বুলেন্স চালকরা - Ambulance driver agitation in Jalpaiguri

কোরোনার বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হচ্ছে । অথচ অস্ত্র দেওয়া হচ্ছে না । তাই কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে চাকরি ছাড়ার কথা বলছেন জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকরা ।

Ambulance
অ্যাম্বুলেন্স
author img

By

Published : Apr 3, 2020, 11:56 AM IST

জলপাইগুড়ি, 3 এপ্রিল : 102 ডায়াল করলেই পাওয়া যেত জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা । কিন্তু কোরোনা আশঙ্কায় এখন সেই অ্যাম্বুলেন্সের চালকরাই চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছেন । তাঁদের অভিযোগ, কোরোনা আক্রান্তদের নিয়ে আসতে হচ্ছে অ্যাম্বুলেন্সে । অথচ তাঁদের কোনও PPE দেওয়া হচ্ছে না । তাই পরিবারকে বাঁচাতে চাকরি ছাড়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন তাঁরা ।

102 নম্বরে ফোন করলে জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা যে চালকরা দিতেন তাঁরা এতদিন কেবল মাত্র অন্তঃস্ত্তবাদের নিয়ে আসতেন । কিন্তু এখন তাঁদের কোরোনা রোগীদের নিয়ে আসতে হচ্ছে । আর এতেই তাঁদের আপত্তি । অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, তাঁদের PPE কিট দেওয়া হয়নি । তাই সাধারণ পোশাকেই নিয়ে আসতে হচ্ছে কোরোনা আক্রান্তদের । আর তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । তাই আজ PPE কিটের দাবিতে জলপাইগুড়ি সদর হাসপাতালে বিক্ষোভ দেখান অ্যাম্বুলেন্স চালকরা ।

বিক্ষোভকারী চালকদের বক্তব্য, "আমরা কাজ করতে চাই । কিন্তু অস্ত্র ছাড়া কী করে যুদ্ধ করব । তাই প্রয়োজনে নিজেদের ও পরিবারকে বাঁচাতে চাকরি ছেড়ে দিচ্ছি ।" এবিষয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, "আমি অ্যাম্বুলেন্সের চালকদের সমস্যার কথা শুনেছি । তাঁদের চিন্তার কোনও দরকার নেই । পোশাক এলেই আমরা দিয়ে দেব ।"

জলপাইগুড়ি, 3 এপ্রিল : 102 ডায়াল করলেই পাওয়া যেত জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা । কিন্তু কোরোনা আশঙ্কায় এখন সেই অ্যাম্বুলেন্সের চালকরাই চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছেন । তাঁদের অভিযোগ, কোরোনা আক্রান্তদের নিয়ে আসতে হচ্ছে অ্যাম্বুলেন্সে । অথচ তাঁদের কোনও PPE দেওয়া হচ্ছে না । তাই পরিবারকে বাঁচাতে চাকরি ছাড়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন তাঁরা ।

102 নম্বরে ফোন করলে জলপাইগুড়ি সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা যে চালকরা দিতেন তাঁরা এতদিন কেবল মাত্র অন্তঃস্ত্তবাদের নিয়ে আসতেন । কিন্তু এখন তাঁদের কোরোনা রোগীদের নিয়ে আসতে হচ্ছে । আর এতেই তাঁদের আপত্তি । অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, তাঁদের PPE কিট দেওয়া হয়নি । তাই সাধারণ পোশাকেই নিয়ে আসতে হচ্ছে কোরোনা আক্রান্তদের । আর তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে । তাই আজ PPE কিটের দাবিতে জলপাইগুড়ি সদর হাসপাতালে বিক্ষোভ দেখান অ্যাম্বুলেন্স চালকরা ।

বিক্ষোভকারী চালকদের বক্তব্য, "আমরা কাজ করতে চাই । কিন্তু অস্ত্র ছাড়া কী করে যুদ্ধ করব । তাই প্রয়োজনে নিজেদের ও পরিবারকে বাঁচাতে চাকরি ছেড়ে দিচ্ছি ।" এবিষয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, "আমি অ্যাম্বুলেন্সের চালকদের সমস্যার কথা শুনেছি । তাঁদের চিন্তার কোনও দরকার নেই । পোশাক এলেই আমরা দিয়ে দেব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.