বৈকুণ্ঠপুর, 10 ডিসেম্বর: পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বৈকণ্ঠপুর বনবিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা ৷ হাতির দাঁত উদ্ধার করেছে রেঞ্জের কর্মীরা ৷ বনবিভাগের আধিকারিক আলমগীর হক জানান, গোপন সূত্রে খবর আসে, শুক্রবার রাতে শিলিগুড়ি থেকে নেপালে হাতির দাঁত পাচার করা হবে অথবা অন্য কারও কাছে পৌঁছবে ৷ এরপর ক্রেতা সেজে টোপ দেন তিনি ৷ দরদাম হয়ে যাওয়ার পর তিনি টিম নিয়ে চলে যান শিলিগুড়ির চম্পাসারি এলাকায় ৷
বনবিভাগ সূত্রে খবর, প্রথমে এক পাচারকারী এসে জানায় দু'টি হাতির দাঁত রয়েছে ৷ দাঁতগুলির জন্য 15 লক্ষ টাকা কিলো দরে আগেই দাম ঠিক হয়ে গিয়েছিল ৷ তাই দাঁতগুলি আলমগীর হককে দেখতে বলে ওই পাচারকারী ৷ এরপর দাঁতগুলি নিয়ে আসা মাত্রই তাঁদের বমাল গ্রেফতার করেন রেঞ্জের আধিকারিক ৷ অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন অতিরিক্ত ডিভিশনাল ফরেস্ট অফিসার বা এডিএফও মঞ্জুলা তিরকি ৷ তিনি হাতির দাঁতগুলি খতিয়ে দেখেন ৷
রেঞ্জ অফিসার আলমগীর হক বলেন, "শিলিগুড়ি চম্পাসারি থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ৷ তাদের কাছ থেকে দু'টি হাতির দাঁত উদ্ধার হয়েছে ৷" তিনি আরও জানান, পাচারকারীদের দলে পাঁচ জন ছিল ৷ কিন্তু অভিযানের সময় সুযোগ বুঝে দু'জন পালিয়ে যায় ৷
ধৃত তিন জনের মধ্যে একজনের বাড়ি শিলিগুড়িতে ৷ তবে বাকি দু'জনের বাড়ি ভিন রাজ্যে ৷ তিন জনকে জেরা করে জানা গিয়েছে, শিলিগুড়িতে এই বন্য প্রাণীর দেহাংশ পাচার করার একটি বড় চক্র কাজ করছে ৷ শিলিগুড়িকে মূল ঘাঁটি তৈরি করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন: