বানারহাট, 16 অগস্ট: ভুয়ো চিকিৎসকের হাতে রোগীমৃত্যুর অভিযোগে তুমুল উত্তেজনা ছড়াল জলপাইগুড়িতে । মঙ্গলবার রাতের অন্ধকারেই চলে বিক্ষোভ । বানারহাটের শালবাড়ি-1 নং গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকার ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা । পুলিশে অভিযোগ দায়ের করার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয় ।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দোমাসু রায় (59)। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অভিযুক্তের কাছে তিনি চিকিৎসা করাতে যান । এরপর তাঁকে ইনজেকশন ও স্যালাইন দেওয়া হলে সমস্যা আরও বেড়ে যায় বলে দাবি করেছেন রোগীর আত্মীয়রা । ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে, তাঁকে তড়িঘড়ি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও ততক্ষণে সব শেষ ৷ কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর, চাঞ্চল্য জলপাইগুড়িতে
অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে ওই এলাকায় নিজের বাড়িতে চিকিৎসাকেন্দ্র খুলে বসেছিলেন অভিযুক্ত নন্দগোপাল রায় ৷ তাঁর পাঁচতলা বাড়িতেই রয়েছে ওষুধের দোকানও । সেখান থেকেই এতদিন রোগীদের চিকিৎসা করে আসছেন তিনি । যদিও ডাক্তারির কোনও বৈধ কাগজ তাঁর কাছে নেই বলে পুলিশ ও স্থানীয়রা দাবি করেছেন । অভিযুক্ত নন্দগোপাল রায় ইনজেকশন ও স্যালাইন দেওয়ার পর মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যু হলে, তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা ৷ এই ঘটনায় রাতভর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ঘিরেও স্থানীয়রা বিক্ষোভ দেখান ৷ অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে রাতেই আটক করে থানায় নিয়ে আসে বানারহাট থানার পুলিশ । পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ ৷