ETV Bharat / state

ভ্যাকসিন নিয়ে অব্যবস্থার অভিযোগ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে - Jalpaiguri District Health Department

ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার পর ফের ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়াতে হয় তাঁদের । টোকেন অনুযায়ী লাইন নয় । আর এতেই সমস্যা । পেছনের লোক ভেতরে ঢুকে আগে ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ ।

ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে অব্যবস্থার অভিযোগ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে
ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে অব্যবস্থার অভিযোগ জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে
author img

By

Published : May 18, 2021, 4:35 PM IST

জলপাইগুড়ি, 18 মে : করোনার ভ্যাকসিন দোওয়া নিয়ে চুড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে । করোনা ভ্যাকসিন নিতে রাত 1টা পর্যন্ত লাইন দিলেন বয়স্করা । লাইনে দাঁড়িয়ে টোকেন নিয়েও ফের লাইনে দাঁড়াতে হল ভ্যাকসিন নিতে । করোনা স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই জলপাইগুড়িতে চলছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ । এমনটাই অভিযোগ করলেন ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিরা ।

দীর্ঘদিন করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকার পর ফের আজ থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেবার কাজ শুরু হয় জলপাইগুড়িতে । জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে আজ 45 বছরের ঊর্ধে মহিলা,পুরুষদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় । আজ 400 জনকে এই ফার্মাসি ইনস্টিটিউট থেকে প্রথম ডোজ দেওয়া কথা ঘোষণা করা হয় । আজ ভোররাত থেকেই ভ্যাকসিনের টোকেন নিতে লাইনে দিতে শুরু করোছিলেন এলাকাবাসী ৷

ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার পর ফের ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়াতে হয় তাঁদের । টোকেন অনুযায়ী লাইন নয় । আর এতেই সমস্যা । পেছনের লোক ভেতরে ঢুকে আগে ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ । স্থানীয়দের কথায়, এলাকায় থাকা আরও দু‘টি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণের ব্যবস্থা করলে এই সমস্যার সৃষ্টি হত না ৷

করোনা স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই জলপাইগুড়িতে চলছে করোনার ভ্যাকসিন দেবার কাজ

আরও পড়ুন: তিনদিন পর জলপাইগুড়িতে শুরু হল ভ্যাকসিন দেওয়ার কাজ

জলপাইগুড়ি, 18 মে : করোনার ভ্যাকসিন দোওয়া নিয়ে চুড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে । করোনা ভ্যাকসিন নিতে রাত 1টা পর্যন্ত লাইন দিলেন বয়স্করা । লাইনে দাঁড়িয়ে টোকেন নিয়েও ফের লাইনে দাঁড়াতে হল ভ্যাকসিন নিতে । করোনা স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়েই জলপাইগুড়িতে চলছে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ । এমনটাই অভিযোগ করলেন ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিরা ।

দীর্ঘদিন করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ থাকার পর ফের আজ থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেবার কাজ শুরু হয় জলপাইগুড়িতে । জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটে আজ 45 বছরের ঊর্ধে মহিলা,পুরুষদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় । আজ 400 জনকে এই ফার্মাসি ইনস্টিটিউট থেকে প্রথম ডোজ দেওয়া কথা ঘোষণা করা হয় । আজ ভোররাত থেকেই ভ্যাকসিনের টোকেন নিতে লাইনে দিতে শুরু করোছিলেন এলাকাবাসী ৷

ভোরবেলায় লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার পর ফের ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়াতে হয় তাঁদের । টোকেন অনুযায়ী লাইন নয় । আর এতেই সমস্যা । পেছনের লোক ভেতরে ঢুকে আগে ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন বলে অভিযোগ । স্থানীয়দের কথায়, এলাকায় থাকা আরও দু‘টি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণের ব্যবস্থা করলে এই সমস্যার সৃষ্টি হত না ৷

করোনা স্বাস্থ্য বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই জলপাইগুড়িতে চলছে করোনার ভ্যাকসিন দেবার কাজ

আরও পড়ুন: তিনদিন পর জলপাইগুড়িতে শুরু হল ভ্যাকসিন দেওয়ার কাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.