ETV Bharat / state

বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগ

author img

By

Published : Feb 22, 2021, 10:56 PM IST

গত বছর ডিসেম্বরের 23 তারিখে রাজ্যের বনবিভাগের তরফে একটি নির্দেশ জারি করা হয় ৷ সেখানে বলা হয় বন সহায়ক পদে যারা নিয়োগ হয়েছেন তাঁরা বন্য ও বন্যপ্রাণী সংঘাত এড়ানো, সয়েল কনজারভেশন, ইকো ট্যুরিজম, ফিল্ড সার্ভে সহ বিভিন্ন কাজে অস্থায়ী পদে কাজ করবেন ।

বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ
বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি : রাজ্য সরকার বনদপ্তরে অস্থায়ী বন সহায়ক পদে নিয়োগ করেছে । তবে ইতিমধ্যে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বন দপ্তরে অফিসে একাধিকবার তালা মেরেছে উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন এলাকার যুবকরা । পাশাপাশি নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো । শুধু তাই নয় বনদপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । দিয়েছেন তদন্তের আশ্বাস ৷

রাজ্য সরকারের বনবিভাগ বন সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ৷ অগস্ট 2020 থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সবাইকে ইন্টারভিউতে ডাকা হয়নি বলে অভিযোগ ওঠে । এমনকী পরীক্ষার ফলাফল নিয়ে তালিকাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন চাকরি প্রার্থীরা । যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি বনবিভাগের আধিকারিকরা ।

গত বছর ডিসেম্বরের 23 তারিখে রাজ্যের বনবিভাগের তরফে একটি নির্দেশ জারি করা হয় ৷ সেখানে বলা হয় বন সহায়ক পদে যারা নিয়োগ হয়েছেন তাঁরা বন্য ও বন্যপ্রাণী সংঘাত এড়ানো, সয়েল কনজারভেশন, ইকো ট্যুরিজম, ফিল্ড সার্ভে সহ বিভিন্ন কাজে অস্থায়ী পদে কাজ করবেন । তাঁদের প্রত্যেক বছর চাকরির নবীকরণ করতে হবে ।

বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ

এরপর বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে গোরুমারা জাতীয় উদ্যানের রেঞ্জ অফিস ও পর্যটকদের ভ্রমণের অনুমতি প্রদানের অফিস তালা দিয়ে দেয় স্থানীয় যুবকরা ৷ জলপাইগুড়ি জেলার গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সংলগ্ন রামশাই এলাকার যুবক অলোক রায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বন সুরক্ষার স্বার্থে তাঁরা বিনা পয়সায় বিভিন্ন সহযোগিতা করছেন ৷ কিন্তু বন সহায়ক পদে তাঁরা ইন্টারভিউ দিলেও রেজ়াল্ট পাননি ৷ শহরাঞ্চলের যুবকরা জঙ্গলের কাজে নিয়োগ পত্র পেয়েছে । জঙ্গল সংলগ্ন বসবাসকারী কোনও যুবক নিয়োগ পত্র পায়নি বলেও অভিযোগ করেন তিনি ।

আরও পড়ুন : বনসহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ মমতার, পালটা রাজীবের

অন্যদিকে উত্তরবঙ্গের বনপালের দপ্তরের সামনে 113 দিন ধরে চাকরির দাবিতে অবস্থান করছেন অরণ্য বন্ধুরা । উত্তরবঙ্গ অরণ্য বন্ধুর সম্পাদক প্রদীপ বণিক বলেন, ‘‘বন সহায়ক পদে নিয়োগ ঠিক মতো হয়নি । আমরাও বন বিভাগের কাজ করে আসছি । কিন্তু আমাদের অগ্রাধিকার দেওয়া হয়নি ।’’ সংগঠনের সভাপতি অনন্ত রায় বলেন, ‘‘ উত্তরবঙ্গের 141 জন অরণ্য বন্ধু আমরা 2013 সাল থেকে অস্থায়ীভাবে কাজ করছি ৷ কিন্তু নিয়োগের সময় আমরা কোনও সুবিধা পাইনি ৷’’

জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে । যিনি বনমন্ত্রী ছিলেন তিনিও তখন তৃণমূলে ছিলেন । এখন তিনি দল থেকে বেরিয়ে গেছে ৷ এখন বলছেন দুর্নীতি হয়েছে । তাহলে আগে কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহন করলেন না ৷’’

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি : রাজ্য সরকার বনদপ্তরে অস্থায়ী বন সহায়ক পদে নিয়োগ করেছে । তবে ইতিমধ্যে নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে বন দপ্তরে অফিসে একাধিকবার তালা মেরেছে উত্তরবঙ্গের জঙ্গল সংলগ্ন এলাকার যুবকরা । পাশাপাশি নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো । শুধু তাই নয় বনদপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । দিয়েছেন তদন্তের আশ্বাস ৷

রাজ্য সরকারের বনবিভাগ বন সহায়ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ৷ অগস্ট 2020 থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সবাইকে ইন্টারভিউতে ডাকা হয়নি বলে অভিযোগ ওঠে । এমনকী পরীক্ষার ফলাফল নিয়ে তালিকাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ করেন চাকরি প্রার্থীরা । যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি বনবিভাগের আধিকারিকরা ।

গত বছর ডিসেম্বরের 23 তারিখে রাজ্যের বনবিভাগের তরফে একটি নির্দেশ জারি করা হয় ৷ সেখানে বলা হয় বন সহায়ক পদে যারা নিয়োগ হয়েছেন তাঁরা বন্য ও বন্যপ্রাণী সংঘাত এড়ানো, সয়েল কনজারভেশন, ইকো ট্যুরিজম, ফিল্ড সার্ভে সহ বিভিন্ন কাজে অস্থায়ী পদে কাজ করবেন । তাঁদের প্রত্যেক বছর চাকরির নবীকরণ করতে হবে ।

বন সহায়ক নিয়োগে দূর্নীতির অভিযোগে বিক্ষোভ

এরপর বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে গোরুমারা জাতীয় উদ্যানের রেঞ্জ অফিস ও পর্যটকদের ভ্রমণের অনুমতি প্রদানের অফিস তালা দিয়ে দেয় স্থানীয় যুবকরা ৷ জলপাইগুড়ি জেলার গোরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সংলগ্ন রামশাই এলাকার যুবক অলোক রায় অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বন সুরক্ষার স্বার্থে তাঁরা বিনা পয়সায় বিভিন্ন সহযোগিতা করছেন ৷ কিন্তু বন সহায়ক পদে তাঁরা ইন্টারভিউ দিলেও রেজ়াল্ট পাননি ৷ শহরাঞ্চলের যুবকরা জঙ্গলের কাজে নিয়োগ পত্র পেয়েছে । জঙ্গল সংলগ্ন বসবাসকারী কোনও যুবক নিয়োগ পত্র পায়নি বলেও অভিযোগ করেন তিনি ।

আরও পড়ুন : বনসহায়ক নিয়োগে দুর্নীতির অভিযোগ মমতার, পালটা রাজীবের

অন্যদিকে উত্তরবঙ্গের বনপালের দপ্তরের সামনে 113 দিন ধরে চাকরির দাবিতে অবস্থান করছেন অরণ্য বন্ধুরা । উত্তরবঙ্গ অরণ্য বন্ধুর সম্পাদক প্রদীপ বণিক বলেন, ‘‘বন সহায়ক পদে নিয়োগ ঠিক মতো হয়নি । আমরাও বন বিভাগের কাজ করে আসছি । কিন্তু আমাদের অগ্রাধিকার দেওয়া হয়নি ।’’ সংগঠনের সভাপতি অনন্ত রায় বলেন, ‘‘ উত্তরবঙ্গের 141 জন অরণ্য বন্ধু আমরা 2013 সাল থেকে অস্থায়ীভাবে কাজ করছি ৷ কিন্তু নিয়োগের সময় আমরা কোনও সুবিধা পাইনি ৷’’

জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, ‘‘মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বন সহায়ক পদে দুর্নীতি হয়েছে । যিনি বনমন্ত্রী ছিলেন তিনিও তখন তৃণমূলে ছিলেন । এখন তিনি দল থেকে বেরিয়ে গেছে ৷ এখন বলছেন দুর্নীতি হয়েছে । তাহলে আগে কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহন করলেন না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.