ETV Bharat / state

North Bengal OSD: উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ

জলপাইগুড়ি হাসপাতালের 18 জন চিকিৎসককে চাকরি ছাড়তে বাধ্য করার অভিযোগ উত্তরবঙ্গে স্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে ৷ অভিযোগ, তাঁর কথামতো না চললে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বদলি করিয়ে দেন সুশান্ত রায় ৷ এবার এনিয়ে ক্ষোভ বাড়ছে জলপাইগুড়ির চিকিৎসক মহলে ৷

allegations-of-atrocities-on-doctors-of-jalpaiguri-hospital-against-north-bengal-osd-sushant-roy
উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ
author img

By

Published : Sep 23, 2021, 4:35 PM IST

Updated : Sep 23, 2021, 6:43 PM IST

জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে স্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ ৷ জলপাইগুড়ি হাসপাতালের 18 জন চিকিৎসককে তাঁর কথামতো না চলায় চাকরি ছাড়তে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, তাঁর কথা না শুনলে বা মতের মিল না হলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বদলি করিয়ে দেন উত্তরবঙ্গের ওএসডি ৷ অভিযোগ ইতিমধ্যে 18 জন চিকিৎসককে চাকরি ছাড়তে বাধ্য করেছে সুশান্ত রায় ৷ একাধিক বিরোধী দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এমনই অভিযোগ করা হয়েছে ৷ এমনকি সুশান্ত রায়ের এই স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ করলে জেল খাটতেও হয়েছে অনেককেই ৷ অভিযোগ, পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছে স্বাস্থ্য দপতর ৷

অভিযোগ সুশান্ত রায় এই সব কাজ করেন মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৷ তিনি নিজেকে মুখ্যমন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে চিকিৎসকদের বদলি করিয়েছেন বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি ৷ বহু চিকিৎসক তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করায় মানসিকভাবে অত্যাচারিত হয়েছে বলে অভিযোগ করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ তাদের প্রশ্ন, যেখানে রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে সুশান্ত রায়ের এমন অবিবেচকের মতো কাজে স্বাস্থ্য দফতরও কোনও ব্যবস্থা কেন নিচ্ছে না ? যদিও জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই চিকিৎসকরা নিজেদের স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৷

আরও পড়ুন : North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

জলপাইগুড়ি গ্রিন স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, তাঁদের কর্মীরা সুশান্ত রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককে জেলে ভরে দেওয়া হয়েছে ৷ অঙ্কুর দাস নামে ওই সংগঠনের এক কর্মী জানিয়েছেন, চিকিৎসক অতনু কুমার, সুব্রত রায় এবং সুমন্ত্র মুখোপাধ্যায়ের মতো নামী চিকিৎসকদের বাধ্য করা হয়েছে স্বেচ্ছা অবসরে যেতে ৷ এমনকি অনেক চিকিৎসক, যাঁরা সুশান্ত রায়ের কথা শোনেননি, তাঁদের জলপাইগুড়ি হাসপাতাল থেকে অন্যত্র বদলি করে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ তিনি জানান, তাঁদের সংগঠন বদলি হওয়া চিকিৎসকদের হাসপাতালে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করেছে ৷ পাশাপাশি সুশান্ত রায়ের অপসারণ দাবি করেছে তারা ৷ এ নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছেও অভিযোগ জানানো হয়েছে ৷ নিজেদের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনও করেন সংগঠনের কর্মীরা ৷ কিন্তু, পুলিশ সুপার সুশান্ত রায়ের কথায় পাল্টা ওই সংগঠনের কর্মীদের গ্রেফতার করেন বলে অভিযোগ অঙ্কুর দাসের ৷

আরও পড়ুন : OSD Controversy : কোন যোগ্যতায় উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়, প্রশ্ন বিরোধীদের

জেলা স্বাস্থ্য দফতরের একটা সেফটিপিন কেনার থেকে শুরু করে সিরিঞ্জ কেনা সবটাই চিকিৎসক সুশান্ত রায়ের কথায় হয় বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ তিনি অভিযোগ করেছেন, হাসপাতালকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছেন সুশান্ত রায় ৷ আর জলপাইগুড়ি হাসপাতালকে তৃণমূল কংগ্রেসের রোজগারের কারখানা তৈরির অভিযোগও করেন বিজেপির জেলা সভাপতি । আরএসপির রাজ্য সম্পাদক প্রকাশ রায় অভিযোগ করেন, সুশান্ত রায়ের অত্যাচারে চিকিৎসকরা কাজ ছেড়ে চলে গিয়েছেন ৷ অনেক চিকিৎসক তাঁর আচরণে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন বা বদলি নিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ প্রকাশ রায়ের ৷

এবিষয়ে বক্তব্য জানতে সুশান্ত রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি ৷

আরও পড়ুন : Jalpaiguri Children in Fever : করোনা রিপোর্ট নেগেটিভ, জলপাইগুড়িতে জ্বরে অসুস্থ বাচ্চাদের পর্যবেক্ষণে মনিটরিং দল গঠন

জলপাইগুড়ি, 23 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে স্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ ৷ জলপাইগুড়ি হাসপাতালের 18 জন চিকিৎসককে তাঁর কথামতো না চলায় চাকরি ছাড়তে বাধ্য করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, তাঁর কথা না শুনলে বা মতের মিল না হলে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বদলি করিয়ে দেন উত্তরবঙ্গের ওএসডি ৷ অভিযোগ ইতিমধ্যে 18 জন চিকিৎসককে চাকরি ছাড়তে বাধ্য করেছে সুশান্ত রায় ৷ একাধিক বিরোধী দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে এমনই অভিযোগ করা হয়েছে ৷ এমনকি সুশান্ত রায়ের এই স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে প্রতিবাদ করলে জেল খাটতেও হয়েছে অনেককেই ৷ অভিযোগ, পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছে স্বাস্থ্য দপতর ৷

অভিযোগ সুশান্ত রায় এই সব কাজ করেন মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৷ তিনি নিজেকে মুখ্যমন্ত্রীর কাছের লোক পরিচয় দিয়ে চিকিৎসকদের বদলি করিয়েছেন বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ি ৷ বহু চিকিৎসক তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করায় মানসিকভাবে অত্যাচারিত হয়েছে বলে অভিযোগ করেছে ওই স্বেচ্ছাসেবী সংস্থা ৷ তাদের প্রশ্ন, যেখানে রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকের অভাব রয়েছে, সেখানে সুশান্ত রায়ের এমন অবিবেচকের মতো কাজে স্বাস্থ্য দফতরও কোনও ব্যবস্থা কেন নিচ্ছে না ? যদিও জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই চিকিৎসকরা নিজেদের স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন ৷

আরও পড়ুন : North Bengal OSD : সুশান্ত রায়ের নীলবাতির গাড়ি ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন, বিতর্ক

জলপাইগুড়ি গ্রিন স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, তাঁদের কর্মীরা সুশান্ত রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককে জেলে ভরে দেওয়া হয়েছে ৷ অঙ্কুর দাস নামে ওই সংগঠনের এক কর্মী জানিয়েছেন, চিকিৎসক অতনু কুমার, সুব্রত রায় এবং সুমন্ত্র মুখোপাধ্যায়ের মতো নামী চিকিৎসকদের বাধ্য করা হয়েছে স্বেচ্ছা অবসরে যেতে ৷ এমনকি অনেক চিকিৎসক, যাঁরা সুশান্ত রায়ের কথা শোনেননি, তাঁদের জলপাইগুড়ি হাসপাতাল থেকে অন্যত্র বদলি করে দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ তিনি জানান, তাঁদের সংগঠন বদলি হওয়া চিকিৎসকদের হাসপাতালে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করেছে ৷ পাশাপাশি সুশান্ত রায়ের অপসারণ দাবি করেছে তারা ৷ এ নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার এবং জেলা স্বাস্থ্য অধিকর্তার কাছেও অভিযোগ জানানো হয়েছে ৷ নিজেদের দাবিতে রাস্তায় নেমে আন্দোলনও করেন সংগঠনের কর্মীরা ৷ কিন্তু, পুলিশ সুপার সুশান্ত রায়ের কথায় পাল্টা ওই সংগঠনের কর্মীদের গ্রেফতার করেন বলে অভিযোগ অঙ্কুর দাসের ৷

আরও পড়ুন : OSD Controversy : কোন যোগ্যতায় উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায়, প্রশ্ন বিরোধীদের

জেলা স্বাস্থ্য দফতরের একটা সেফটিপিন কেনার থেকে শুরু করে সিরিঞ্জ কেনা সবটাই চিকিৎসক সুশান্ত রায়ের কথায় হয় বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী ৷ তিনি অভিযোগ করেছেন, হাসপাতালকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করেছেন সুশান্ত রায় ৷ আর জলপাইগুড়ি হাসপাতালকে তৃণমূল কংগ্রেসের রোজগারের কারখানা তৈরির অভিযোগও করেন বিজেপির জেলা সভাপতি । আরএসপির রাজ্য সম্পাদক প্রকাশ রায় অভিযোগ করেন, সুশান্ত রায়ের অত্যাচারে চিকিৎসকরা কাজ ছেড়ে চলে গিয়েছেন ৷ অনেক চিকিৎসক তাঁর আচরণে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিয়েছেন বা বদলি নিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ প্রকাশ রায়ের ৷

এবিষয়ে বক্তব্য জানতে সুশান্ত রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি ৷

আরও পড়ুন : Jalpaiguri Children in Fever : করোনা রিপোর্ট নেগেটিভ, জলপাইগুড়িতে জ্বরে অসুস্থ বাচ্চাদের পর্যবেক্ষণে মনিটরিং দল গঠন

Last Updated : Sep 23, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.