ETV Bharat / state

তৃণমূলপন্থী চিকিৎসকের বিরুদ্ধে ধরনায় আটক 7 - সুশান্ত রায়

জলপাইগুড়ি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন ৷ চিকিৎসকের বদলির দাবি ধরনায় বসার কথা ছিল গতকাল ৷ কিন্তু ধরনা শুরুর আগেই সংগঠনের সাতজনকে আটক করে পুলিশ ৷

jalpaiguri
আটক সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা
author img

By

Published : Feb 8, 2020, 7:47 AM IST

Updated : Feb 8, 2020, 8:31 AM IST

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : চিকিৎসক ও তৃণমূল নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠল একগুচ্ছ অভিযোগ ৷ ক্ষমতার অপব্যবহার করে তিনি জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন বলে অভিযোগ আনল এক সেচ্ছাসেবী সংগঠন ।

জলপাইগুড়ি হাসপাতালের সামনে ফুটপাতে গতকাল ধরনায় বসার কথা ছিল গ্রিন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের । সেইমতো তারা জড়োও হয়েছিল । কিন্তু ধরনায় বসার আগেই পুলিশের হাতে আটক সেচ্ছাসেবী সংগঠনের 7 কর্মী । হাসপাতালের চিকিৎসা পরিষেবা নষ্ট করার অভিযোগে তাদের আটক করা হয় ৷

সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের অভিযোগ, তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠনের নেতা তথা জলপাইগুড়ি সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ডাঃ সুশান্ত রায় ক্ষমতার অপব্যবহার করে জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন । তার জন্য বেশকিছু চিকিৎসক চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন অঙ্কুরবাবু ।

তৃণমূলপন্থী চিকিৎসকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন

তিনি বলেন, সুশান্ত রায়ের বদলির দাবিতে ধরনায় বসার কথা আগে থেকে পুলিশকে জানানো ছিল ৷ তার পরেও জলপাইগুড়ি কোতয়ালী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ৷

গতকাল চিকিৎসক সুশান্ত রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি । বলেন, "আমি সামান্য একজন চিকিৎসক । আমি কাজ করছি ৷ তাই সবাই এমন অভিযোগ আনছেন । যারা কাজ করে তাদের নামে সমালোচনা হয় ।"

অন্যদিকে সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের পাশে দাড়িয়েছেন জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার ৷ পুলিশি অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও ৷ বলেন, "এখানে কি দেশদ্রোহী আন্দোলন চলছিল যে পুলিশ এইভাবে তুলে নিয়ে গেল? হাসপাতালের বেশ কিছু সমস্যা নিয়ে ধরনায় বসেছিল? এতে অন্যায় কি আছে?"

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : চিকিৎসক ও তৃণমূল নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠল একগুচ্ছ অভিযোগ ৷ ক্ষমতার অপব্যবহার করে তিনি জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন বলে অভিযোগ আনল এক সেচ্ছাসেবী সংগঠন ।

জলপাইগুড়ি হাসপাতালের সামনে ফুটপাতে গতকাল ধরনায় বসার কথা ছিল গ্রিন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের । সেইমতো তারা জড়োও হয়েছিল । কিন্তু ধরনায় বসার আগেই পুলিশের হাতে আটক সেচ্ছাসেবী সংগঠনের 7 কর্মী । হাসপাতালের চিকিৎসা পরিষেবা নষ্ট করার অভিযোগে তাদের আটক করা হয় ৷

সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের অভিযোগ, তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠনের নেতা তথা জলপাইগুড়ি সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ডাঃ সুশান্ত রায় ক্ষমতার অপব্যবহার করে জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন । তার জন্য বেশকিছু চিকিৎসক চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন অঙ্কুরবাবু ।

তৃণমূলপন্থী চিকিৎসকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন

তিনি বলেন, সুশান্ত রায়ের বদলির দাবিতে ধরনায় বসার কথা আগে থেকে পুলিশকে জানানো ছিল ৷ তার পরেও জলপাইগুড়ি কোতয়ালী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ৷

গতকাল চিকিৎসক সুশান্ত রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি । বলেন, "আমি সামান্য একজন চিকিৎসক । আমি কাজ করছি ৷ তাই সবাই এমন অভিযোগ আনছেন । যারা কাজ করে তাদের নামে সমালোচনা হয় ।"

অন্যদিকে সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের পাশে দাড়িয়েছেন জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার ৷ পুলিশি অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও ৷ বলেন, "এখানে কি দেশদ্রোহী আন্দোলন চলছিল যে পুলিশ এইভাবে তুলে নিয়ে গেল? হাসপাতালের বেশ কিছু সমস্যা নিয়ে ধরনায় বসেছিল? এতে অন্যায় কি আছে?"

Intro:জলপাইগুড়িঃ- চিকিৎসক তৃনমুল নেতা ডাঃ সুশান্ত বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ এনে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে ফুটপাতে ধর্নায় বসার আগেই পুলিশের হাতে আটক সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

জলপাইগুড়ি হাসপাতালের সামনে ফুটপাতে আজ ধর্নায় বসার কথা ছিল জলপাইগুড়ির গ্রীন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মিদের।সেইমত তারা জড়োও হয়েছিল। পুলিশ জলপাইগুড়ির চিকিৎসা পরিশেবা নষ্ট করার অভিযোগে আটক ৭জন সেচ্ছাসেবী সংগঠন কর্মী।
Body:সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের অভিযোগ তৃনমুলের চিকিৎসক সংগঠনের নেতা তথা জলপাইগুড়ি সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ডাঃ সুশান্ত রায়ের ক্ষমতার অপব্যবহার করে তিনি জলপাইগুড়ি জেলাথেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন। তার জন্য বেশকিছু চিকিৎসক চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়া একজন সামান্য চোখের চিকিৎসক হয়ে হাসপাতাল সুপারের অবর্তমানে হাসপাতাল সুপারের চেয়ারে বসেন কি ভাবে বলে প্রশ্ন তোলেন। এছাড়া জলপাইগুড়িতে এক জায়গায় মেডিকেল কলেজ করার দাবি জানান তারা। এমন অভিযোগে আজ জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে গ্রীন জলপাইগুড়ি নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এই তৃনমুল নেতা তথা চিকিৎসক ডাঃ সুশান্ত রায়ের বদলির দাবিতে ধরনায় বসার কথা থাকলেও ধরর্নায় বসার আগেই জলপাইগুড়ি কোতয়ালী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের ঘার ধরে মারতে মারতে পুলিশের গাড়িতে তোলেন বলে অভিযোগ। Conclusion:অভিযোগকারী সেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক অঙ্কুর দাস বলেন তৃনমুলের এই চিকিৎসক নেতার বিরুদ্ধে আমরা গত এপ্রিল মাসথেকে বিভিন্ন জায়গাতে জানিয়েছি।এবং আমরা ধর্নায় বসব বলেও আগাম জানিয়েছিলাম।কিন্তু পুলিশ আজ ধর্নায় বসার আগেই আমাদের আমাদের কর্মীদের আটক করে পাশাপাশি লাঠি হাতে আমাদের অন্যান্য কর্মীদের দিকে তেরে আসে।

এদিন চিকিৎসক ডাঃ সুশান্ত রায় বলেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমি সামান্য একজন চিকিৎসক।আমি কাজ করছিবতাই সবাই এমন অভিযোগ আনছেন। যারা কাজ করে তাদের নামে সমালোচনা হয়।

এদিকে জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রর সরকার অভিযোগ করে বলেন এখানে কি দেশদ্রোহী আন্দোলন চলছিল যে পুলিশ এই ভাবে তুলে নিয়ে গেল।হাসপাতালের বেশ কিছু সমস্যা নিয়ে ধর্নায় বসেছিল এতে অন্যায় কি বলে প্রশ্ন তোলেন তিনি।
Last Updated : Feb 8, 2020, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.