জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : চিকিৎসক ও তৃণমূল নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে উঠল একগুচ্ছ অভিযোগ ৷ ক্ষমতার অপব্যবহার করে তিনি জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন বলে অভিযোগ আনল এক সেচ্ছাসেবী সংগঠন ।
জলপাইগুড়ি হাসপাতালের সামনে ফুটপাতে গতকাল ধরনায় বসার কথা ছিল গ্রিন জলপাইগুড়ি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের । সেইমতো তারা জড়োও হয়েছিল । কিন্তু ধরনায় বসার আগেই পুলিশের হাতে আটক সেচ্ছাসেবী সংগঠনের 7 কর্মী । হাসপাতালের চিকিৎসা পরিষেবা নষ্ট করার অভিযোগে তাদের আটক করা হয় ৷
সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের অভিযোগ, তৃণমূল সমর্থিত চিকিৎসক সংগঠনের নেতা তথা জলপাইগুড়ি সদর হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক ডাঃ সুশান্ত রায় ক্ষমতার অপব্যবহার করে জলপাইগুড়ি জেলা থেকে একাধিক চিকিৎসকে বদলি করছেন । তার জন্য বেশকিছু চিকিৎসক চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন অঙ্কুরবাবু ।
তিনি বলেন, সুশান্ত রায়ের বদলির দাবিতে ধরনায় বসার কথা আগে থেকে পুলিশকে জানানো ছিল ৷ তার পরেও জলপাইগুড়ি কোতয়ালী থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ৷
গতকাল চিকিৎসক সুশান্ত রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি । বলেন, "আমি সামান্য একজন চিকিৎসক । আমি কাজ করছি ৷ তাই সবাই এমন অভিযোগ আনছেন । যারা কাজ করে তাদের নামে সমালোচনা হয় ।"
অন্যদিকে সেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের পাশে দাড়িয়েছেন জলপাইগুড়ি রেড ক্রস সোসাইটির সম্পাদক সুব্রত সরকার ৷ পুলিশি অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনিও ৷ বলেন, "এখানে কি দেশদ্রোহী আন্দোলন চলছিল যে পুলিশ এইভাবে তুলে নিয়ে গেল? হাসপাতালের বেশ কিছু সমস্যা নিয়ে ধরনায় বসেছিল? এতে অন্যায় কি আছে?"