ETV Bharat / state

স্ত্রীকে খুনের অভিযোগ , অভিযুক্তের বাড়ি ভাঙচুর-গণপিটুনি - খুন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , অভিযুক্ত প্রদীপের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে । সম্প্রতি প্রদীপের সঙ্গে স্ত্রী রেণু বিশ্বাসের সম্পর্ক খারাপ ছিল । অভিযোগ , বৃহস্পতিবার স্ত্রীকে ঘোরানোর নাম করে নিয়ে যাওয়ার অছিলায় সেবকের কাছে পাহাড় থেকে খাদে ফেলে দেয় ৷ আর গাড়ি দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রচার করে ৷

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Sep 12, 2020, 3:27 PM IST

জলপাইগুড়ি , 12 সেপ্টেম্বর : পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে । মৃতার নাম রেণু বিশ্বাস (25) ৷ এর প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা ৷ পাশাপাশি , তাকে মারধরও করা হয় ৷ ময়নাগুড়ি ব্লকের লক্ষ্মীরহাট সংলগ্ন পাইটকাখোচা গ্রামের ঘটনা ।

অভিযুক্তের নাম প্রদীপ বিশ্বাস । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , অভিযুক্ত প্রদীপের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে । সম্প্রতি প্রদীপের সঙ্গে স্ত্রী রেণু বিশ্বাসের সম্পর্ক খারাপ ছিল । অভিযোগ , বৃহস্পতিবার স্ত্রীকে ঘোরানোর নাম করে নিয়ে যাওয়ার অছিলায় সেবকের কাছে পাহাড় থেকে খাদে ফেলে দেয় ৷ আর গাড়ি দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রচার করে ৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷

খবর চাউর হতেই উত্তপ্ত হয় ওঠে গোটা গ্রাম । গতকাল বিকেলে এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় । এমনকী , প্রদীপকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা ।ফলে গুরুতর আহত হয় সে ৷ পরে ময়নাগুড়ি থানার পুলিশ এসে আহত প্রদীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এলাকা উত্তেজনা থাকায় এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি , ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

জলপাইগুড়ি , 12 সেপ্টেম্বর : পরিকল্পিতভাবে স্ত্রীকে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে । মৃতার নাম রেণু বিশ্বাস (25) ৷ এর প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে গ্রামবাসীরা ৷ পাশাপাশি , তাকে মারধরও করা হয় ৷ ময়নাগুড়ি ব্লকের লক্ষ্মীরহাট সংলগ্ন পাইটকাখোচা গ্রামের ঘটনা ।

অভিযুক্তের নাম প্রদীপ বিশ্বাস । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , অভিযুক্ত প্রদীপের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে । সম্প্রতি প্রদীপের সঙ্গে স্ত্রী রেণু বিশ্বাসের সম্পর্ক খারাপ ছিল । অভিযোগ , বৃহস্পতিবার স্ত্রীকে ঘোরানোর নাম করে নিয়ে যাওয়ার অছিলায় সেবকের কাছে পাহাড় থেকে খাদে ফেলে দেয় ৷ আর গাড়ি দুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রচার করে ৷ এমনটাই অভিযোগ গ্রামবাসীদের ৷

খবর চাউর হতেই উত্তপ্ত হয় ওঠে গোটা গ্রাম । গতকাল বিকেলে এলাকার বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় । এমনকী , প্রদীপকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা ।ফলে গুরুতর আহত হয় সে ৷ পরে ময়নাগুড়ি থানার পুলিশ এসে আহত প্রদীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এলাকা উত্তেজনা থাকায় এলাকায় র‍্যাফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি , ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.