ETV Bharat / state

Jalpaiguri Sadar Hospital : বছরভর মৃত ব্যক্তির ডায়ালিসিস, কাঠগড়ায় জলপাইগুড়ি সদর হাসপাতাল

author img

By

Published : May 27, 2022, 7:52 PM IST

জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে এক বছর ধরে মৃত রোগীর ডায়ালিসিসের অভিযোগ (Jalpaiguri Sadar Hospital)৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে নারাজ ৷

jalpaiguri
জলপাইগুড়ি জেলা হাসপাতাল

জলপাইগুড়ি, 27 মে : এক বছর ধরে চলছে মৃত রোগীর ডায়ালিসিস (allegation of dead bodies dialysis for one year in Jalpaiguri Sadar Hospital)৷ এমনকি মৃত ব্যক্তির নামে বিলও জমা পড়ছে ৷ অথচ হুঁশ নেই হাসপাতালের ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতালে ৷

হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের এমন কাণ্ডে হতবাক স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও । যদিও এহেন অভিযোগ অস্বীকার করেছেন ডায়ালিসিস ইউনিটের দায়িত্বে থাকা কর্মীরা ।

বাবার ডায়ালিসিস করতে এসে এরকমই অভিযোগ করেন সফিকুল রহমান ৷ তিনি বলেন, "বাবার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা ডায়ালিসিস করাতেন তাঁদের অনেকেই মারা গিয়েছেন ৷ কিন্তু এখনও তাঁদের নামে ডায়ালিসিসের বিল জমা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এছাড়াও একই মেশিন ব্যবহার করে একাধিক রোগীর ডায়ালিসিস করা হচ্ছে ৷ পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় দেরিতে ডায়ালিসিস শুরু হয় ও সময়ের আগেই তা শেষ করে দেওয়া হয় ৷ এই বিষয়ে সরকারের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা ৷"

আরও পড়ুন : Man Kills Daughter : রাগের মাথায় মেয়েকে বাটাম দিয়ে মেরে ফেলল বাবা

জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটটি বেসরকারি সংস্থা ব্যারাকপুর মেডিকেয়ার অ্যান্ড রিকভারি সেন্টার লিমিটেডের (BMRC Ltd)। সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় ডায়ালিসিস করানো হয় । সেখানে যা বিল হয় তা বেসরকারি সংস্থাকে সরকার প্রদান করে ৷ কিন্তু মৃত রোগীদের নামেও কীভাবে ডায়ালিসিসের বিল আসছে তাতেই প্রশ্ন উঠছে ৷

মৃত রোগীর ডায়ালিসিসের অভিযোগে রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

যে মৃত রোগীর ডায়ালিসিস চলার অভিযোগ করা হচ্ছে তিনি জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা ৷ পেশায় পুলিশ অফিসার ছিলেন । তাঁর ছেলে প্রভাত বিশ্বকর্মা জানান, বাবা গত 23 জুন 2021 তারিখে মারা গিয়েছেন । মৃত্যুর আগে পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে ডায়ালিসিস করাতাম । কিন্তু এখন শুনছি তাঁর নামে এখনও ডায়ালিসিস ইউনিট থেকে বেসরকারি সংস্থা বিল করছে ৷ এটা যদি সত্যিই হয়ে থাকে তবে তা অন্যায় । সরকারের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া ।

আরও পড়ুন : Jalpaiguri sadar hospital : নার্সিংহোমে যেতে চাপ রোগীকে, জলপাইগুড়ি সদর হাসপাতালে দালাল চক্রের অভিযোগ

মৃত রোগী দল বাহাদুর বিশ্বকর্মার ডায়ালিসিস ইউনিটের রেজিষ্ট্রেশন আইডি ছিল PS087000000027699 । স্বাস্থ্য দফতরের ডায়ালিসিস ইউনিটের খাতায় কলমে তিনি গত 5/4/2022 তারিখেও ডায়ালিসিস করেছেন । কিন্তু পরিবার বলছে, উনি মারা গিয়েছেন 2021-এর 23 জুন ৷

এই বিষয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ সৌরভ দলুই বলেন, "আমি মে মাসে নতুন ডায়ালিসিস ইউনিটের চার্জ নিয়েছি । মৃত ব্যক্তির নামে ডায়ালিসিস বিল করা হচ্ছে এটা আমার জানা নেই ।"

জলপাইগুড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সতীশ চন্দ্র দাস বলেন,"বিষয়টি আমার জানা নেই ৷ তবে খোঁজ নিয়ে দেখছি ৷ যদি বিষয়টি সত্যি হয় তবে তদন্ত কমিটি গঠন করে তা খতিয়ে দেখা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে ৷"

আরও পড়ুন : Jalpaiguri Sadar Hospital : তৃণমূল করি, আগে দেখে দিতে হবে; শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ডাক্তারবাবু

জলপাইগুড়ি, 27 মে : এক বছর ধরে চলছে মৃত রোগীর ডায়ালিসিস (allegation of dead bodies dialysis for one year in Jalpaiguri Sadar Hospital)৷ এমনকি মৃত ব্যক্তির নামে বিলও জমা পড়ছে ৷ অথচ হুঁশ নেই হাসপাতালের ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর হাসপাতালে ৷

হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের এমন কাণ্ডে হতবাক স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও । যদিও এহেন অভিযোগ অস্বীকার করেছেন ডায়ালিসিস ইউনিটের দায়িত্বে থাকা কর্মীরা ।

বাবার ডায়ালিসিস করতে এসে এরকমই অভিযোগ করেন সফিকুল রহমান ৷ তিনি বলেন, "বাবার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা ডায়ালিসিস করাতেন তাঁদের অনেকেই মারা গিয়েছেন ৷ কিন্তু এখনও তাঁদের নামে ডায়ালিসিসের বিল জমা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এছাড়াও একই মেশিন ব্যবহার করে একাধিক রোগীর ডায়ালিসিস করা হচ্ছে ৷ পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় দেরিতে ডায়ালিসিস শুরু হয় ও সময়ের আগেই তা শেষ করে দেওয়া হয় ৷ এই বিষয়ে সরকারের উচিত পুরো বিষয়টি খতিয়ে দেখা ৷"

আরও পড়ুন : Man Kills Daughter : রাগের মাথায় মেয়েকে বাটাম দিয়ে মেরে ফেলল বাবা

জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটটি বেসরকারি সংস্থা ব্যারাকপুর মেডিকেয়ার অ্যান্ড রিকভারি সেন্টার লিমিটেডের (BMRC Ltd)। সরকারের পক্ষ থেকে বিনা পয়সায় ডায়ালিসিস করানো হয় । সেখানে যা বিল হয় তা বেসরকারি সংস্থাকে সরকার প্রদান করে ৷ কিন্তু মৃত রোগীদের নামেও কীভাবে ডায়ালিসিসের বিল আসছে তাতেই প্রশ্ন উঠছে ৷

মৃত রোগীর ডায়ালিসিসের অভিযোগে রোগীর আত্মীয় ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

যে মৃত রোগীর ডায়ালিসিস চলার অভিযোগ করা হচ্ছে তিনি জলপাইগুড়ির সুভাষ উন্নয়ন পল্লীর বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা ৷ পেশায় পুলিশ অফিসার ছিলেন । তাঁর ছেলে প্রভাত বিশ্বকর্মা জানান, বাবা গত 23 জুন 2021 তারিখে মারা গিয়েছেন । মৃত্যুর আগে পর্যন্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে ডায়ালিসিস করাতাম । কিন্তু এখন শুনছি তাঁর নামে এখনও ডায়ালিসিস ইউনিট থেকে বেসরকারি সংস্থা বিল করছে ৷ এটা যদি সত্যিই হয়ে থাকে তবে তা অন্যায় । সরকারের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া ।

আরও পড়ুন : Jalpaiguri sadar hospital : নার্সিংহোমে যেতে চাপ রোগীকে, জলপাইগুড়ি সদর হাসপাতালে দালাল চক্রের অভিযোগ

মৃত রোগী দল বাহাদুর বিশ্বকর্মার ডায়ালিসিস ইউনিটের রেজিষ্ট্রেশন আইডি ছিল PS087000000027699 । স্বাস্থ্য দফতরের ডায়ালিসিস ইউনিটের খাতায় কলমে তিনি গত 5/4/2022 তারিখেও ডায়ালিসিস করেছেন । কিন্তু পরিবার বলছে, উনি মারা গিয়েছেন 2021-এর 23 জুন ৷

এই বিষয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ইনচার্জ সৌরভ দলুই বলেন, "আমি মে মাসে নতুন ডায়ালিসিস ইউনিটের চার্জ নিয়েছি । মৃত ব্যক্তির নামে ডায়ালিসিস বিল করা হচ্ছে এটা আমার জানা নেই ।"

জলপাইগুড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সতীশ চন্দ্র দাস বলেন,"বিষয়টি আমার জানা নেই ৷ তবে খোঁজ নিয়ে দেখছি ৷ যদি বিষয়টি সত্যি হয় তবে তদন্ত কমিটি গঠন করে তা খতিয়ে দেখা হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি হবে ৷"

আরও পড়ুন : Jalpaiguri Sadar Hospital : তৃণমূল করি, আগে দেখে দিতে হবে; শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ডাক্তারবাবু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.