ETV Bharat / state

Jalpaiguri Sadar Hospital : তৃণমূল করি, আগে দেখে দিতে হবে; শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ডাক্তারবাবু

রাজনৈতিক পরিচয় নিয়ে এসে আগে চিকিৎসা পরিষেবা দেওয়ার আবদার এক রোগীর ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন খোদ রোগী ৷ তিনি ডাক্তারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন ৷ জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা (Jalpaiguri Sadar Hospital)৷

Jalpaiguri Sadar Hospital
রোগী ও চিকিৎসক
author img

By

Published : May 26, 2022, 7:23 PM IST

Updated : May 26, 2022, 8:09 PM IST

জলপাইগুড়ি, 26 মে : তৃণমূল করেন বলে আগে দেখে দিতে হবে । এমন 'আবদার' শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ডাক্তারবাবু । আর এরপরেই ডাক্তারবাবুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করলেন এক রোগী । জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা (allegation against govt employee of pressurising doctor for fast treatment at jalpaiguri sadar hospital) ৷

রোগী তথা সেচ দফতরের অস্থায়ী কর্মী পূজা সাহানী অবশ্য ডাক্তারবাবুর এই অভিযোগ মানতে নারাজ ৷ তিনি বলেন, জলপাইগুড়ি সদর হাসপাতালের দাঁতের ডাক্তার দেখাতে এসেছিলাম । সেখানে কর্তব্যরত চিকিৎসক শিবাজি রায় খারাপ ব্যবহার করেন ৷ উনি আমাই ছোট থেকেই চেনেন ৷ আমি তৃণমূল করি বলে ওনার রাগ ৷ আমাই নাকি তৃণমূল চাকরি দিয়েছে এইসব বলেন উনি ৷ যখনই ওনাকে দেখাতে আসি তখনই উনি এমন দুর্ব্যবহার করেন ৷ আজ আমাকে চেম্বার থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ৷"

তৃণমূল সমর্থক পরিচয়ে আগে চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবিতে রোগী ও চিকিৎসকের বক্তব্য

অন্যদিকে, দাঁতের চিকিৎসক শিবাজি রায়ের কথায়, "আমার কাছে সব রোগীই সমান । কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম আমি দেখি না । কেউ যদি কোনও দলের নাম করে আগে দেখে দেবার জন্য আবদার করে আমি সেটা পারব না । তাতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি দুঃখিত । রোগী নিজেকে রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে অন্যদের আগে পরিষেবা নিতে চাইছিলেন । এমনকি তিনি অপারেশন থিয়েটারের ভিতরেও ঢুকে পড়েন ৷ তাই তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয় ৷"

আরও পড়ুন : Jalpaiguri MGNREGA : 100 দিনের কাজ প্রকল্পে একসঙ্গে 28 জন কর্মী বদলি, হৈ চৈ জলপাইগুড়ি জেলা প্রশাসনে

জলপাইগুড়ি, 26 মে : তৃণমূল করেন বলে আগে দেখে দিতে হবে । এমন 'আবদার' শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন ডাক্তারবাবু । আর এরপরেই ডাক্তারবাবুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করলেন এক রোগী । জলপাইগুড়ি সদর হাসপাতালের ঘটনা (allegation against govt employee of pressurising doctor for fast treatment at jalpaiguri sadar hospital) ৷

রোগী তথা সেচ দফতরের অস্থায়ী কর্মী পূজা সাহানী অবশ্য ডাক্তারবাবুর এই অভিযোগ মানতে নারাজ ৷ তিনি বলেন, জলপাইগুড়ি সদর হাসপাতালের দাঁতের ডাক্তার দেখাতে এসেছিলাম । সেখানে কর্তব্যরত চিকিৎসক শিবাজি রায় খারাপ ব্যবহার করেন ৷ উনি আমাই ছোট থেকেই চেনেন ৷ আমি তৃণমূল করি বলে ওনার রাগ ৷ আমাই নাকি তৃণমূল চাকরি দিয়েছে এইসব বলেন উনি ৷ যখনই ওনাকে দেখাতে আসি তখনই উনি এমন দুর্ব্যবহার করেন ৷ আজ আমাকে চেম্বার থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ৷"

তৃণমূল সমর্থক পরিচয়ে আগে চিকিৎসা পরিষেবা দেওয়ার দাবিতে রোগী ও চিকিৎসকের বক্তব্য

অন্যদিকে, দাঁতের চিকিৎসক শিবাজি রায়ের কথায়, "আমার কাছে সব রোগীই সমান । কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম আমি দেখি না । কেউ যদি কোনও দলের নাম করে আগে দেখে দেবার জন্য আবদার করে আমি সেটা পারব না । তাতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি দুঃখিত । রোগী নিজেকে রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে অন্যদের আগে পরিষেবা নিতে চাইছিলেন । এমনকি তিনি অপারেশন থিয়েটারের ভিতরেও ঢুকে পড়েন ৷ তাই তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয় ৷"

আরও পড়ুন : Jalpaiguri MGNREGA : 100 দিনের কাজ প্রকল্পে একসঙ্গে 28 জন কর্মী বদলি, হৈ চৈ জলপাইগুড়ি জেলা প্রশাসনে

Last Updated : May 26, 2022, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.