জলপাইগুড়ি, 13 ফেব্রুয়ারি : জলপাইগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব । জাতীয় সড়কে গাড়ি আটকে যানজট তৈরি করে পুলিশ BJP সমর্থকদের আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ করেছেন BJP নেতা সায়ন্তন বসু । জেলা পুলিশ সুপার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, যানজট ছাড়ানোর কাজ চলছিল । সেই সময়, BJP কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালায় ।
গতকাল জলপাইগুড়িতে BJP-র অভিনন্দন যাত্রার নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ছিলেন সায়ন্তন বসু সহ BJP-র অন্য নেতারা । নেতাজি পাড়া থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে মিছিল । BJP-র দাবি কুড়ি হাজারের বেশি মানুষের ভিড় হয়েছেিল মিছিলে । আরও বেশি মানুষের ভিড় হত । কিন্তু রাস্তায় রাস্তায় কর্মী-সমর্থকদের গাড়ি পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ । দিলীপ ঘোষ বলেন, মানুষ CAA-র সমর্থনে পথে নেমেছে দেখে দিদিমনি ভয় পেয়েছেন । মিছিল মিটিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে না । পালটা BJP সমর্থকদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ করে পুলিশ । দুপক্ষই একে অপরের অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে যানজটে সমস্যায় পড়েন অনেকে । পুলিশ সুপার অভিষেক মোদি জানান, যানজট ছাড়ানোর কাজ চলছিল । তখন কয়েকজন BJP সমর্থক হাইওয়ে পেট্রোলিংয়ের ভ্যানে হামলা চালায় । ভাঙচুর করা হয় ।