ETV Bharat / state

Allegation Against BJP Leader: সোশাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে - তরুণীকে প্রণয়ের প্রস্তাব বিজেপি নেতার

সোশাল মিডিয়ায় তরুণীকে কুপ্রস্তাব ৷ অভিযোগের তির ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথের বিরুদ্ধে ৷ যদিও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি অভিযুক্ত ৷

bjp
তরুণীকে প্রণয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
author img

By

Published : Sep 19, 2022, 11:09 PM IST

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব বিজেপি নেতার। তরুণীর সঙ্গে বিজেপি নেতার কথোপকথনের ছবি ভাইরাল হতেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকায় (Allegation Against BJP Leader) ।

জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথের বিরুদ্ধে স্থানীয় এক তরুনীকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তরুণী বিষয়টি তাঁর এক বন্ধুকে জানায় ৷ সেই বন্ধু সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে সমস্ত কথপোকথন ও বিজেপি নেতার ছবি ভাইরাল করে দেয় ৷ মুহূর্তের মধ্যে তা ছিড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ পরিস্থিতি সামাল দিতে বিজেপি নেতা ওই তরুণীর বন্ধুকে ফোন করে করে সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন ৷

সোশাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

এদিকে বিষয়টি জানাজানি হতেই তরুণীর পরিবার-সহ আশেপাশের লোকজন বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে আসে ধূপগুড়ি থানার পুলিশ । বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এদিকে বিজেপি নেতার কীর্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া জানাননি ৷

জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: সোশ্যাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব বিজেপি নেতার। তরুণীর সঙ্গে বিজেপি নেতার কথোপকথনের ছবি ভাইরাল হতেই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি সোনাতলা হাট সংলগ্ন এলাকায় (Allegation Against BJP Leader) ।

জলপাইগুড়ি জেলার ওবিসি মোর্চার সভাপতি মানিক দেবনাথের বিরুদ্ধে স্থানীয় এক তরুনীকে সোশ্যাল মিডিয়ায় প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তরুণী বিষয়টি তাঁর এক বন্ধুকে জানায় ৷ সেই বন্ধু সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে সমস্ত কথপোকথন ও বিজেপি নেতার ছবি ভাইরাল করে দেয় ৷ মুহূর্তের মধ্যে তা ছিড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ পরিস্থিতি সামাল দিতে বিজেপি নেতা ওই তরুণীর বন্ধুকে ফোন করে করে সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান এবং বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাস দেন ৷

সোশাল মিডিয়ায় তরুণীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

এদিকে বিষয়টি জানাজানি হতেই তরুণীর পরিবার-সহ আশেপাশের লোকজন বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে আসে ধূপগুড়ি থানার পুলিশ । বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। এদিকে বিজেপি নেতার কীর্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ৷ তবে এখনও পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতার কোনও প্রতিক্রিয়া জানাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.