জলপাইগুড়ি, 17 মার্চ : হোলি মানেই আদিবাসীদের শিকার উৎসব । হোলিতে আদিবাসীদের শিকার উৎসবে চোরাশিকারিরা বন্যপ্রাণী হত্যা করতে পারে । এমন আশঙ্কা তৈরি হয়েছে গরুমারা জাতীয় উদ্যান, নেওড়াভ্যালী জাতীয় উদ্যান ,আচাপড়ামারি অভয়ারণ্য-সহ সমস্ত জঙ্গলেই ৷ এখানে নিরাপত্তা এবং নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বন দফতর সূত্রে খবর(Forest Close In Holi) ।
হোলির দু‘দিন পর্যটক ও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে উত্তরবঙ্গের সমস্ত জঙ্গল ৷ এই সময় কেউ যাতে বন্যপ্রাণীর শিকার করতে না যায়, সেই উদ্দেশ্য়ে বনসংলগ্ন বাসিন্দাদের সচেতন করা হয়েছে বন দফতর থেকে ৷ এরই মধ্যে সম্বর মেরে মাংস খাবার , পাশাপাশি হরিণের চামড়া পাচারের অভিযোগে দু‘জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে, জোরদার নজরদারি চালাচ্ছে বন দফতর ও পুলিশ। হোলির দু'দিন প্রতিটি জঙ্গলে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানান গরুমারা বন্যপ্রাণী বিভাগের রেঞ্জার সুদীপ দে ।
আরও পড়ুন : আদিবাসীদের বাঁধনা পরব জমে ওঠে মাংসের পিঠের আস্বাদে
আগামী দু‘দিন হোলি উৎসবকে কেন্দ্র করে জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর । বন্যপ্রাণদের বাঁচাতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছেন বনকর্তারা ৷