ETV Bharat / state

বেতন না পেয়ে BSNL অফিসে বিক্ষোভ কর্মীদের - বেতন না পেয়ে BSNL অফিসে বিক্ষোভ কর্মিদের

BSNL-এর অস্থায়ী কর্মীরা নিয়মিত বেতন পেতেন না, মেলেনি বকেয়া টাকাও ৷ সেই নিয়ে জলপাইগুড়ি ডিভিশনের AGM-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তাঁরা ।

agitation of employees against BSNL office on payment issue
বেতন না পেয়ে BSNL অফিসে বিক্ষোভ কর্মিদের
author img

By

Published : Feb 7, 2020, 1:44 AM IST

জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : BSNL অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মদতে BSNL-এর জলপাইগুড়ি ডিভিশনের AGM-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা ৷ সমস্ত লাইনম্যানদের বকেয়া টাকা যাতে খুব তাড়াতাড়ি প্রদান করা হয় সেই দাবিও জানানো হয় ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে BSNL এর কাজে যুক্ত লাইনম্যান লেবাররা তাঁদের ন্যায্য বেতন পাচ্ছেন না ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিভিশনের ৫০ জন লাইনম্যান লেবারের কাজের নিরাপত্তা বজায় রাখার দাবি করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি স্বপন সরকার । তিনি বলেন, BSNL-এর অস্থায়ী কর্মিদের EPF ও ESI-এর আওতায় আনার দাবি আমরা আজ BSNL এর AJM-এর কাছে জানিয়েছি। BSNL-এর ব্রডব্যান্ড সহ সমস্ত রকম কাজে এই কর্মীরা কাজ করে যাচ্ছেন ৷ কিন্তু, তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না ।

বেতন না পেয়ে BSNL অফিসে বিক্ষোভ কর্মীদের
BSNL এর জলপাইগুড়ি ডিভিশনের AGM নীতিশ বর্মন বলেন, "আজ BSNL এর অস্থায়ী কর্মীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে এসেছিল । আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।"

জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : BSNL অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মদতে BSNL-এর জলপাইগুড়ি ডিভিশনের AGM-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা ৷ সমস্ত লাইনম্যানদের বকেয়া টাকা যাতে খুব তাড়াতাড়ি প্রদান করা হয় সেই দাবিও জানানো হয় ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে BSNL এর কাজে যুক্ত লাইনম্যান লেবাররা তাঁদের ন্যায্য বেতন পাচ্ছেন না ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিভিশনের ৫০ জন লাইনম্যান লেবারের কাজের নিরাপত্তা বজায় রাখার দাবি করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি স্বপন সরকার । তিনি বলেন, BSNL-এর অস্থায়ী কর্মিদের EPF ও ESI-এর আওতায় আনার দাবি আমরা আজ BSNL এর AJM-এর কাছে জানিয়েছি। BSNL-এর ব্রডব্যান্ড সহ সমস্ত রকম কাজে এই কর্মীরা কাজ করে যাচ্ছেন ৷ কিন্তু, তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না ।

বেতন না পেয়ে BSNL অফিসে বিক্ষোভ কর্মীদের
BSNL এর জলপাইগুড়ি ডিভিশনের AGM নীতিশ বর্মন বলেন, "আজ BSNL এর অস্থায়ী কর্মীরা তাঁদের দাবিদাওয়া নিয়ে এসেছিল । আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।"
Intro:জলপাইগুড়ি ঃ BSNL অস্থায়ী কর্মিদের নিয়মিত বেতনের দাবিতে BSNL অফিসে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মিরা।
তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ছাতার তলায় এসে BSNL এর জলপাইগুড়ি ডিভিশনের এজিএমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন BSNL এর অস্থায়ী কর্মিরা।Body:দির্ঘদিন ধরে BSNL এর কাজে যুক্ত লাইনম্যান লেবাররা তাদের ন্যায্য বেতন পাচ্ছেন তাদের কাজের অনিশ্চয়তা দেখা দিচ্ছে এমনকি সমস্ত লাইনম্যানদের বকেয়া টাকা খুব তাড়াতাড়ি প্রদান করার দাবি জানানো হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিভিশনের অধিনস্ত ৫০ জন লাইন ম্যান লেবারদের কাজের নিরাপত্তা বজায় রাখতে হবে বলে এদিন দাবি করেন তৃনমুল শ্রমিক সংগঠনের সভাপতি স্বপন সরকার। স্বপন সরকার বলেন BSNL এর অস্থায়ী কর্মিদের ইপিএফ ও ইএস আই এর আওতায় আনার দাবি আমরা আজ BSNL এর এজিএমের কাছে দাবি জানিয়েছি।BSNL এর ব্রড ব্যান্ড সহ সমস্ত রকম কাজে এই কর্মিরা কাজ করে যাচ্ছেন কিন্তু তারা তাদের ন্যায্য দাবিদাবা পাচ্ছেন না বলে অভিযোগ। Conclusion:এদিন BSNL এর জলপাইগুড়ি ডিভিশনের এজিএম নিতীশ বর্মন বলেন আজ BSNL এর অস্থায়ী কর্মিদের দাবিদাবা নিয়ে এসেছিল।আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাব।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.