জলপাইগুড়ি, 6ফেব্রুয়ারি : BSNL অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের মদতে BSNL-এর জলপাইগুড়ি ডিভিশনের AGM-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান কর্মীরা ৷ সমস্ত লাইনম্যানদের বকেয়া টাকা যাতে খুব তাড়াতাড়ি প্রদান করা হয় সেই দাবিও জানানো হয় ।
অভিযোগ, দীর্ঘদিন ধরে BSNL এর কাজে যুক্ত লাইনম্যান লেবাররা তাঁদের ন্যায্য বেতন পাচ্ছেন না ৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ডিভিশনের ৫০ জন লাইনম্যান লেবারের কাজের নিরাপত্তা বজায় রাখার দাবি করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি স্বপন সরকার । তিনি বলেন, BSNL-এর অস্থায়ী কর্মিদের EPF ও ESI-এর আওতায় আনার দাবি আমরা আজ BSNL এর AJM-এর কাছে জানিয়েছি। BSNL-এর ব্রডব্যান্ড সহ সমস্ত রকম কাজে এই কর্মীরা কাজ করে যাচ্ছেন ৷ কিন্তু, তাঁরা নিয়মিত বেতন পাচ্ছেন না ।