জলপাইগুড়ি, 24 জুন : পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী ৷ এই অভিযোগে পৌরসভার গেটে বিক্ষোভ দেখাল CPI(M)কর্মীরা । জলপাইগুড়ি পৌরসভা এলাকার ঘটনা ৷
জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর-সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের CPI(M)কর্মীরা বিক্ষোভ দেখান ৷ পৌরসভার 2, 3, 9 ও 14 নং ওয়ার্ডের CPI(M) কর্মীরা কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ CPI(M) নেতা অরিন্দম চক্রবর্তী বলেন, "আগামী এক সপ্তাহের মধ্যে পৌর পরিষেবা না পাওয়া গেলে আমরা পৌরকর বয়কট করব । আমাদের বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা আছে । 14 নং ওয়ার্ডের পানীয় জলের পরিষেবা নেই । জঞ্জাল সাফাইয়ের কাজ হচ্ছে না । পৌরসভার প্রশাসকমণ্ডলী ব্যর্থ।" সাতদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি ৷
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো ৷ তিনি বলেন, "শহরের কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে ৷ সেই সমস্ত রাস্তা সারানোর কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পুরোদমে কাজ করা যাচ্ছে না।"