ETV Bharat / state

স্কুলছাত্রীদের ভিন রাজ্যে নাচ শেখানোর প্রলোভন, জলপাইগুড়িতে ধৃত 4 - jalpaiguri school student

জলপাইগুড়ির এক গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জৈনেক্স এডুয়েচ মাইন্ড ব্রেন অ্যাক্টিভেশন একাডেমির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন । অভিযোগ উক্ত সংস্থার কর্মীরা তাঁর স্কুলের শিক্ষার্থীদের চকোলেট সরবরাহ করে । স্কুলের বাইরে ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে । শংসাপত্র দেয় ছাত্রীদের । তারা ছাত্রীদের বাইরের রাজ্যে নাচ শেখাবে বলে টাকার বিনিময়ে তাদের সংস্থায় ভর্তি নেয় । এছাড়া ছাত্রীদের হাতের লেখার উন্নতি করতে, সাইকেল চালানো শেখাতে অভিভাবকদের কাছ থেকে টাকাও নিয়েছে ।

jalpaiguri
jalpaiguri
author img

By

Published : Feb 15, 2020, 11:39 PM IST

জলপাইগুড়ি, 15 ফেব্রুয়ারি : স্কুল ছাত্রীদের বাইরের রাজ্যে নাচ শেখানোর প্রলোভন দেখানোর অভিযোগ। সংস্থার অধিকর্তাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । সংস্থার অফিস বন্ধ রেখেছে পুলিশ । এই ইশুতে জলপাইগুড়ির একটি গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জৈনেক্স এডুয়েচ মাইন্ড ব্রেন অ্যাক্টিভেশন একাডেমি নামে একটি সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ।

অভিযোগ,সংস্থার কর্মীরা তাঁর স্কুলের শিক্ষার্থীদের চকোলেট সরবরাহ করে । স্কুলের বাইরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে । শংসাপত্র দেয় ছাত্রীদের । তারা ছাত্রীদের বাইরের রাজ্যে নাচ শেখাবে বলে টাকার বিনিময়ে তাদের সংস্থায় ভর্তি নেয় । এছাড়া ছাত্রীদের হাতের লেখার উন্নতি করতে, সাইকেল চালানো শেখাতে অভিভাবকদের কাছ থেকে টাকাও নিয়েছে । কোনও কারণে অভিভাবকদের সন্দেহ হতেই জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে ৷

লিখিত অভিযোগ পাওয়ার পরেই কোতোয়ালি থানার পুলিশ আজ DBC রোডের ওই সংস্থার দপ্তরে হানা দেয় । চার কর্মীকে গ্রেপ্তার করে অফিস সিল করে দেয় পুলিশ । মামলার তদন্ত চলাকালীন, কোম্পানির ডিরেক্টর মধ্যপ্রদেশের বাসিন্দা ভোহিত জৈন সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ভোহিত জৈনর বয়স 38 বছর । এছাড়াও গ্রেপ্তার জলপাইগুড়ি হাসপাতালপাড়ার বাসিন্দা 33 বছরের তুষার দেবনাথ । গ্রেপ্তার করা হয়েছে রংধামালির বাসিন্দা জয় হাজরা এবং লালবাবু শর্মাকে । 33 বছরের লালবাবু শর্মা সিকিমের বাসিন্দা ।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে স্থানীয় দরিদ্র শিক্ষার্থীদের অনেক অভিভাবকের থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে প্রতারণা করে । এদিন জলপাইগুড়ি DBC রোডের রূপশ্রী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংস্থার দপ্তরে অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে । সংস্থার অফিস সিল করা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল আদালতে তুলে পুলিশ হেপাজতের আবেদন করা হবে । অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে ।

জলপাইগুড়ি, 15 ফেব্রুয়ারি : স্কুল ছাত্রীদের বাইরের রাজ্যে নাচ শেখানোর প্রলোভন দেখানোর অভিযোগ। সংস্থার অধিকর্তাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । সংস্থার অফিস বন্ধ রেখেছে পুলিশ । এই ইশুতে জলপাইগুড়ির একটি গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা জৈনেক্স এডুয়েচ মাইন্ড ব্রেন অ্যাক্টিভেশন একাডেমি নামে একটি সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ।

অভিযোগ,সংস্থার কর্মীরা তাঁর স্কুলের শিক্ষার্থীদের চকোলেট সরবরাহ করে । স্কুলের বাইরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে । শংসাপত্র দেয় ছাত্রীদের । তারা ছাত্রীদের বাইরের রাজ্যে নাচ শেখাবে বলে টাকার বিনিময়ে তাদের সংস্থায় ভর্তি নেয় । এছাড়া ছাত্রীদের হাতের লেখার উন্নতি করতে, সাইকেল চালানো শেখাতে অভিভাবকদের কাছ থেকে টাকাও নিয়েছে । কোনও কারণে অভিভাবকদের সন্দেহ হতেই জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে ৷

লিখিত অভিযোগ পাওয়ার পরেই কোতোয়ালি থানার পুলিশ আজ DBC রোডের ওই সংস্থার দপ্তরে হানা দেয় । চার কর্মীকে গ্রেপ্তার করে অফিস সিল করে দেয় পুলিশ । মামলার তদন্ত চলাকালীন, কোম্পানির ডিরেক্টর মধ্যপ্রদেশের বাসিন্দা ভোহিত জৈন সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ভোহিত জৈনর বয়স 38 বছর । এছাড়াও গ্রেপ্তার জলপাইগুড়ি হাসপাতালপাড়ার বাসিন্দা 33 বছরের তুষার দেবনাথ । গ্রেপ্তার করা হয়েছে রংধামালির বাসিন্দা জয় হাজরা এবং লালবাবু শর্মাকে । 33 বছরের লালবাবু শর্মা সিকিমের বাসিন্দা ।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে স্থানীয় দরিদ্র শিক্ষার্থীদের অনেক অভিভাবকের থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে প্রতারণা করে । এদিন জলপাইগুড়ি DBC রোডের রূপশ্রী কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংস্থার দপ্তরে অভিযান চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে । সংস্থার অফিস সিল করা হয়েছে । অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল আদালতে তুলে পুলিশ হেপাজতের আবেদন করা হবে । অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.