শিলিগুড়ি, 20 মার্চ: ফের এক শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Child Death at North Bengal Medical Hospital)। অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে চিকিৎসকমহল । এই নিয়ে চলতি মাসে দুই শিশুর মৃত্যু হল এই হাসপাতালে । আর এই শিশুর মৃত্যুর পর উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College and Hospital) সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার নিউটাউন পাড়ার বাসিন্দা পাঁচ মাসের ওই শিশুটির নাম রাধারানি দাস । শ্বাসকষ্ট-সহ অন্য উপসর্গ নিয়ে তাকে গত 9 মার্চ মেডিক্যালে ভর্তি করেছিল তার পরিবার । তারপর থেকে পিডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (PICU) রেখে তার চিকিৎসা চলছিল । এরইমধ্যে গত বৃহস্পতিবার আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ যার জেরে শনিবার মাঝরাতে শিশুটি মারা যায় ৷ এরপর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জানায়, শিশুটি সিভিয়ার সেপটিসিমিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত ছিল ।
সম্প্রতি মেডিক্যালের এই বিভাগে চিকিৎসাধীন আরও একটি শিশুরও একইভাবে মৃত্যু হয় । সেও জলপাইগুড়ি জেলার বাসিন্দা ছিল । ফের একই ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । কলকাতায় অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু মিছিল অব্যাহত । আর এদিকে উত্তরবঙ্গে এখনও অ্যাডিনো ভাইরাস শনাক্তকরণের কোনও ব্যবস্থাই তৈরি হয়নি ।
এখনও নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হচ্ছে । অ্যাডিনোর উপসর্গ নিয়ে প্রচুর শিশু ভর্তি হলেও তাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (এআরআই) ধরেই চিকিৎসা করা হচ্ছে । কিন্তু ঠিক কী কারণে শিশু অসুস্থ হয়েছে, এর পিছনে ভাইরাসের সংক্রমণ রয়েছে কীনা, সেসব জানার কোনও ব্যবস্থা এখানে নেই বলে অভিযোগ । এই পিকু বিভাগে চিকিৎসাধীন আরও একটি শিশুর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : অ্যাডিনো ভাইরাসের জেরে শিশুর চোখ নষ্ট হওয়ার আশঙ্কা ? কী বললেন বিশেষজ্ঞ চিকিৎসক