জলপাইগুড়ি, 16 ডিসেম্বর : 1965 সালের পর ফের চালু হতে চলেছে ভারত-বাংলাদেশ রেলপথ । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি-চিলাহাটি রুটে রেলপথ যোগাযোগের সূচনা করবেন । প্রাথমিকভাবে আগামীকাল চিলাহাটি থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে ঢুকবে বাংলাদেশের মালগাড়ি । তার আগে চিলাহাটি রেল স্টেশনে সাজিয়ে তোলা হয়েছে মালগাড়ি । বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন সাজিয়ে তোলা হয়েছে । কাঁটাতারের বেড়া কেটে দুই দেশের রেললাইন জুড়ে গেছে । দুই দেশের ট্রেনের ট্রায়াল রানও হয়ে গেছে । পরে জলপাইগুড়ি-হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটির ভিতরে দিয়ে কলকাতায় যাবে ট্রেন ।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM রবিন্দর কুমার বর্মা জানান , আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দুই দেশের চিলাহাটি হলদিবাড়ি রুটের সূচনা করবেন । এরপরই বাংলাদেশের চিলাহাটি থেকে একটি মালগাড়ি কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের হলদিবাড়ি পর্যন্ত আসবে ।
আরও পড়ুন , চালু হচ্ছে ভারত-বাংলাদেশ রেলপথ
বাংলাদেশের নীলফামারির বাসিন্দা এহবুব উল মেহবুব জানান, আমাদের খুব আনন্দ হচ্ছে যে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হচ্ছে । দুই দেশের সম্পর্ক আরও নিবিড় হবে ।
ভারতের হলদিবাড়ির বাসিন্দা সামসের আলি সরকার জানান, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে । এই পথ দিয়েই দার্জিলিং মেইল যেত । রবীন্দ্রনাথ ঠাকুরও যাতায়াত করেছেন । খুব তাড়াতাড়ি যাত্রীবাহী রেল যোগাযোগ শুরু হোক, এটাই চাই ।