ETV Bharat / state

55 বছর পর ফের শুরু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন পরিষেবা - Haldibari and Chilahati train service

রেলপথ সূচনা করার পর বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন থেকে একটি মালগাড়ি ভারতে প্রবেশ করে । পরবর্তীকালে জলপাইগুড়ি , হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটির ভিতর দিয়ে কলকাতা যাবে ট্রেন । এখন সেই অপেক্ষায় দিন গুনছে দুই দেশের মানুষ ।

Jalpaiguri
শুরু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন পরিষেবা
author img

By

Published : Dec 17, 2020, 10:51 PM IST

জলপাইগুড়ি , 17 ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান । 1965 সালের পর ফের চালু হল ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ । বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন থেকে একটি মালগাড়ি সাজিয়ে ভারত-বাংলাদেশের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি-চিলাহাটি রুটে রেল যোগাযোগের সূচনা করেন । এদিন ট্রেনকে স্বাগত জানানোর জন্য় হাজার হাজার মানুষ ভিড় করেন ।

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করেন । সেখানে আজ চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ডাকটিকিটও প্রকাশ করেন তাঁরা । সেইসঙ্গে বঙ্গবন্ধু -বাপু ডিজিটাল প্রদর্শনী-রও উদ্বোধন করেন । উদ্বোধনের আগে দুই দেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার কথা বলেন ।

1971-এর যুদ্ধের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন , "ভারত আমাদের সত্যিকারের বন্ধু । যাঁরা 1971-এর যুদ্ধে প্রাণ দিয়েছেন , তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই । আমি সেইসব শহিদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই । আমাদের দেশের জন্য সবসময় ভারত সরকার ও ভারতীয়রা সঙ্গে থেকেছেন । তাঁদের আমি ধন্যবাদ জানাই । "

আরও পড়ুন , "সন্ত্রাস দমনে ভারত-বাংলাদেশ নিবিড় যোগ"


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , "আপনাদের সঙ্গে "বিজয় দিবস" উদযাপন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি ।" পরের বছর বিজয় দিবস পালনের জন্য প্রতিবেশী দেশ সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন । যেখানে তিনি বলেছিলেন, "শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো" সম্মানের বিষয় হবে । বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাও আমার কাছে আগে প্রাধান্য় পাবে । "

রেলপথ সূচনা করার পর বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন থেকে একটি মালগাড়ি ভারতে প্রবেশ করে । পরবর্তীকালে জলপাইগুড়ি , হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটির ভিতর দিয়ে কলকাতা যাবে ট্রেন । এখন সেই অপেক্ষায় দিন গুনছে দুই দেশের মানুষ ।

জলপাইগুড়ি , 17 ডিসেম্বর : দীর্ঘ প্রতীক্ষার অবসান । 1965 সালের পর ফের চালু হল ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ । বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন থেকে একটি মালগাড়ি সাজিয়ে ভারত-বাংলাদেশের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করে । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি হলদিবাড়ি-চিলাহাটি রুটে রেল যোগাযোগের সূচনা করেন । এদিন ট্রেনকে স্বাগত জানানোর জন্য় হাজার হাজার মানুষ ভিড় করেন ।

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করেন । সেখানে আজ চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ উদ্বোধনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ডাকটিকিটও প্রকাশ করেন তাঁরা । সেইসঙ্গে বঙ্গবন্ধু -বাপু ডিজিটাল প্রদর্শনী-রও উদ্বোধন করেন । উদ্বোধনের আগে দুই দেশের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করার কথা বলেন ।

1971-এর যুদ্ধের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন , "ভারত আমাদের সত্যিকারের বন্ধু । যাঁরা 1971-এর যুদ্ধে প্রাণ দিয়েছেন , তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই । আমি সেইসব শহিদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই । আমাদের দেশের জন্য সবসময় ভারত সরকার ও ভারতীয়রা সঙ্গে থেকেছেন । তাঁদের আমি ধন্যবাদ জানাই । "

আরও পড়ুন , "সন্ত্রাস দমনে ভারত-বাংলাদেশ নিবিড় যোগ"


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন , "আপনাদের সঙ্গে "বিজয় দিবস" উদযাপন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি ।" পরের বছর বিজয় দিবস পালনের জন্য প্রতিবেশী দেশ সফরের জন্য তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন । যেখানে তিনি বলেছিলেন, "শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো" সম্মানের বিষয় হবে । বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাও আমার কাছে আগে প্রাধান্য় পাবে । "

রেলপথ সূচনা করার পর বাংলাদেশের চিলাহাটি রেল স্টেশন থেকে একটি মালগাড়ি ভারতে প্রবেশ করে । পরবর্তীকালে জলপাইগুড়ি , হলদিবাড়ি হয়ে বাংলাদেশের চিলাহাটির ভিতর দিয়ে কলকাতা যাবে ট্রেন । এখন সেই অপেক্ষায় দিন গুনছে দুই দেশের মানুষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.